নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মেঘের দেশের পরী

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪





মেঘের দেশের পরী

ভাসছো মেঘের ভেলায় ;

ভেবেছ কখনো কতটা সময় গেল চলে?

নিদারুণ অবহেলায়।



কত বসন্ত গেল!

কত পূর্ণিমা রাত!

কত অমাবস্যা অন্ধকার;

হল না সময় তোমার।



মেঘের দেশের পরী সময় যে চলে যায়,

সূর্যদগ্ধ হয়ে মেঘেরা কোথায় যেন লুকায়।

প্রচন্ড খরতাপে সারা পৃথিবী ঘর্মক্লান্ত যখন

কোথা থাকে তোমার ভেসে চলা আলোর নাচন।



পর্বত শিখরে বাধা পেয়ে তুমি

বেদনায় হও কালো;

তোমার কান্নায় ধূলিধূসরিত ধরণী

ভিজে সিক্ত তৃপ্ত হলো।



রিমিঝিমি সুরে কান্না তোমার

ধরণীর জুড়ায় প্রাণ

জলকণার শীতল ছোয়ায়

রুদ্ধপ্রকৃতির স্নিগ্ধতা যেন অম্লান।



মেঘের দেশের পরী

একটু ব্যাথা পাও,

একটু খানি কাঁদো;

দগ্ধ জ্বালা দূর করে এ প্রাণেরে সুখের বাঁধনে বাঁধো।



এখনি সময় ,

আর দেরী নয়,

একটু খানি ভাব!

তোমায় নিয়ে ভাবছি আমি

স্বর্গরাজ্যে যাব।

------------------------------------------------------------------------



মেঘের দেশের পরী রাজি কি না বল....তোমাকেই বলছি।



মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ফাস্ট হইছি মন্তব্যে

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: জানতাম কান্ডারী তুমি পারবে..তোমাকে দিয়ে হবে...তুমি পেরেছো..সুস্বাগতম। কান্ডারী প্রথম হয়েছে :)

১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।

২| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

মাহবু১৫৪ বলেছেন: অনেক সুন্দর

১ম ভাল লাগা

++++++

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাল লাগায় অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

আমি ইহতিব বলেছেন: ২য় ভালো লাগা।

মেঘের দেশের পরী এতো সুন্দর কবিতা পড়ে রাজী না হয়ে পারবেইনা। +++


অট: চেয়ারম্যান ভাইয়ের গতবারের রেকর্ড মনে হয় এবার কান্ডারী ভাই ব্রেক করবে। সর্বোচ্চ কমেন্টদাতার পুরস্কার এবার নির্ঘাত কান্ডারী ভাই পাবে।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: পেলে তো ভালই হয়। দেখা যাক চেয়ারসাহেব আবার জ্বলে ওঠে কিনা।
মেঘের দেশের পরী রাজী হলেই ভাল ।

৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

বিবর্ণ ক্যানভাস বলেছেন: কবিতা পড়ে মনে হল আমারও একটা মেঘের দেশের পরী দরকার!! :-B


কবিতা ভালো লাগল!! এক কথায় অসাধারন!

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ই এমন মেঘের দেশের পরী চাই। আজকে দেখি আকাশে অনেক মেঘ ভেসে বেড়াচ্ছে । সাদা মেঘ নীল আকাশ । তখনই মনে হল মেঘের দেশের পরীকে একটু স্মরণ করি।মেঘকে যেমন দূত করেছিলেন কালিদাস আমি ও তাই করলাম ।

৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

এহসান সাবির বলেছেন: দারুন..............!

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তোমারে যা দিয়েছিনু তার
পেয়েছ নিশেষ অধিকার।
হেথা মোর তিলে তিলে দান,
করূন মুহূর্তগুলি গন্ডুষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম,
ওগো নিরূপম,
হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান,
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু বিদায়।

কবি গুরুর এ কবিতাংশটুকু আমার বরাবরের প্রিয়।

কাউকে বিদায় বলা খুব কষ্টের ।

৬| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুন!

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: যাবার দিন
--রবীন্দ্রনাথ ঠাকুর


যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।।

বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে।
পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা,
এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই -
যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই।।

কি অসাধারণ কবিতা। মেঘের দেশের পরীকে নিজে আবৃত্তি করে শুনাতে মন চায়।

৭| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

বটবৃক্ষ~ বলেছেন: কান্ডারি ভাইকে ক্রেস্ট/পদক প্রদানের জোর দাবি করছি!!

কাব্যে +++++

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: দায়মোচন
--রবীন্দ্রনাথ ঠাকুর


চিরকাল রবে মোর প্রেমের কাঙাল,
এ কথা বলিতে চাও বোলো।
এই ক্ষণটুকু হোক সেই চিরকাল -
তার পরে যদি তুমি ভোল
মনে করাব না আমি শপথ তোমার,
আসা যাওয়া দু দিকেই খোলা রবে দ্বার -
যাবার সময় হলে যেয়ো সহজেই,
আবার আসিতে হয় এসো।
সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই,
তবু ভালোবাস যদি বেসো।।

বন্ধু, তোমার পথ সম্মুখে জানি,
পশ্চাতে আমি আছি বাঁধা।
অশ্রুনয়নে বৃথা শিরে কর হানি
যাত্রায় নাহি দিব বাধা।
আমি তব জীবনের লক্ষ্য তো নহি,
ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী,
তোমার যা দান তাহা রহিবে নবীন
আমার স্মৃতির আঁখিজলে -
আমার যা দান সেও জেনো চিরদিন
রবে তব বিস্মৃতিতলে।।

দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে
যদি কভু চেয়ে দেখ ফিরে,
হয়তো দেখিবে আমি শূন্য শয়নে -
নয়ন সিক্ত আঁখিনীরে।
মার্জনা কর যদি পাব তবে বল,
করুণা করিলে নাহি ঘোচে আঁখিজল -
সত্য যা দিয়েছিলে থাক্ মোর তাই,
দিবে লাজ তার বেশি দিলে।
দুঃখ বাঁচাতে যদি কোনোমতে চাই
দুঃখের মূল্য না মিলে।।

দুর্বল ম্লান করে নিজ অধিকার
বরমাল্যের অপমানে।
যে পারে সহজে নিতে যোগ্য সে তার,
চেয়ে নিতে সে কভু না জানে।
প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাব না ফাঁকি,
সীমারে মানিয়া তার মর্যাদা রাখি -
যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন,
যা পাই নি বড়ো সেই নয়।
চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন
চিরবিচ্ছেদ করি জয়।।



আমিও খুশি হব যদি কান্ডারী ও টা অর্জন করতে পারে। কমেন্টেও প্লাসে ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব হঠৎি করে কমেন্ট করা কমিয়ে দিয়েছেন মনে হয়।


শুভকামনা থাকলো ।

৮| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর , সুন্দর , সুন্দর !

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আরো সুন্দর বিদ্রোহী কবির

অভিশাপ

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!


কমেন্টে ভাল লাগা আর নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: রোজার মাস দেখে কি জ্বিন-পরী নিয়া লেখলেন নাকি? #:-S

ভালাইছে

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: স্মৃতি
--জীবনানন্দ দাস

থমথমে রাত, আমার পাশে বসল অতিথি-
বললে, আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি!
-যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে,
শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে,
ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে;
তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে!



রোজার মাস তাই পরীরে নিয়ে লিখলাম।

তারে আমি ভাল পাই।
তারে ছাড়া আমার বাচন নাই।
পরান করে হায় হায়।
তারে পাওয়ার কি উপায় ?
পাগল এ মন জানতে চায়।
কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬

রাইসুল নয়ন বলেছেন:

পরী রাজি না হইলে জানাইয়েন সেলিম ভাই!
পরীস্থান যাইয়া আন্দোলন করবো,প্রয়োজনে!!

আপনার ভাবনা সুন্দর!!
আমার ভাললাগে।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন। পরী জানতে পারলে কষ্ট পাবে তো। যতই বকাঝকা করি ভাল তো বাসি তাকেই। সে যেন মোরে ভালবাসে অন্য কাহারে নয়....তাই যেন হয় তাই যেন হয় ।

১১| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

পেন্সিল স্কেচ বলেছেন: সুন্দর লিখেছেন. ভালো লাগলো

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আমি তো লিখিনা লিখে আমার প্রেম। প্রেম আমাকে দিয়ে লেখায়। শুভকামনা থাকলো ।

১২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

নীল-দর্পণ বলেছেন: পরী কি রাজি হয়েছে ? :)

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: হয়ত হয়েছে হয়ত হয়নি হয়ত হবে হয়তো হবেনা...আশা করছি হবে। হবে না কেন?

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

মাক্স বলেছেন: সুন্দর!

১৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

হৃদয় রিয়াজ বলেছেন: ++++++++

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.