নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমায় দেখি শরাব পান করি

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

শরাব ঢোকে যায় মুখে

আর ভালবাসা আসে চোখে

বাণী চিরন্তনী জানি সকলে জানি

মরনের আগে বার্ধক্যের ও আগে আমরা যে তা মানি



শরাব পেয়ালা তুলে ঢেলে দিই আমার মুখে

তোমার দিকে চেয়ে থেকে এ মন শুধু দেখে তোমাকে।



শরাবে নেশা ধরে যায় খেলে

তোমাতে নেশা ধরে যায় কাছে পেলে



শরাবে ভুলে যাই ব্যথা জ্বালা অপূর্ণ সব দাবী

তোমাতে ভুলে যাই সর্গ মর্ত্য সবই।



শরাব পানে সুপ্ত সুখে

তোমার লীলায় স্বর্গসুখে





ক্লান্ত দেহে শ্রান্ত মনে



তোমার সনে শরাব পানে



নেশার টানে আপন মনে



তোমায় দেখে প্রেম তৃষ্ণা মেটে।





মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: শরাব নিয়ে লেখা
ভাল হল জানি
হে কবি লেখার মান উদ্ধে উটুক
ভেঙ্গে সব গ্লানি

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধুই কবিতা আসলে রাতে নেশার ঘোরে কি লিখে ফেলেছি। কমেন্টে ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: নেশা করি প্রেমের নেশা
অবাক হওয়ার কি আছে
প্রেমহীন এ ই জীবনের
আসলে কি দাম আছে।
যার কারনে করি নেশা
তার কি আর প্রেম আছে।
থাকলে প্রেম তার মনে
আমার কি আর ব্যথা আছে।
ব্যথায় জীবন পূর্ণ এখন
যেহেতু তার অবজ্ঞা আছে

সেটা ভুলে থাকতে গিয়ে
শরাব ছাড়া আর কি আছে?

৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আরে তাই তো !!

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: শরাব পান করা আর প্রেম পান করার পদ্ধতি গুলি নিয়ে ই কবিতা।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

নীল-দর্পণ বলেছেন: রোজার দিনে এসব কি :-*

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: ডব্লিও বি ওয়েটস এরএকখানি অল টাইম বেস্ট লাভ পয়েমএএমনটি তুলনা করা হয়েছে। সরাব মানুষ পান করে মুখদিয়ে আর ভালবাসা পান করে চোখ দিয়ে।তাই তো অপলক চেয়ে থাকে প্রেমিক। আরে চোখ দিয়ে গিলে খায় তার প্রেমিকাকে। সেই চোখ থেকে সর্বাঙ্গে প্রেম ছড়িয়ে পড়ে।এমনকি সবচেয়ে অনুভূতিশীল অঙ্গেও তাই এখানে প্রেম যে দেখার খেলা । তা ব্যক্ত হয়েছে।

রোজার দিনে দিনের বেলা ওভাবে দেখাটা অন্যায় বটে।আর শরাব সেটাতো পুরোপুরি নিষিদ্ধ। প্রিয়াও তেমনি নিষিদ্ধ বিয়ের আগ পরযন্ত। তেতুল ভাল নাকি শরাব বলেন?

৫| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লাগল।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো ভাই। একদিন আসেন কবিতা নিয়ে গল্প করি।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা আছে এমনিতেই ।কবিতা বড় ছন্নছাড়া জিনিস। ব্যকরণ মানে না। তারে নিয়মে আটকানো যায় না। জয়গুস্বামীর কবিতা আজীব যা লিখছে তই কবিতা হয়ে যাচ্ছে। তোমার মুখের থু তুআমার চাটতে ইচ্ছা করে ।কেমন তাই না । অথচ পুরো কবিতাটি পাঠ করলে ভালই লাগবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.