নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
(সম্পূর্ণ কাল্পনিক ছোটদের জন্য নয়)
প্রাকবিবাহিত জীবনে তাদের প্রথম পরিচয় হয় কক্সবাজারের সমুদ্র সৈকতে কিশোরিটা রঙচঙে একটা ছাতা ঘুরাতে ঘুরাতে যুবকটার প্রায় গা ঘেষে চলে যাচ্ছে।তার রূপের জৌলুসে চারদিক যেন উদ্ভাসিত।
চোখের সামনে উত্তাল উদ্দাম সমুদ্রশোভা ।তারই পাশাপাশি এমন রূপ লাবণ্যের আকর মেয়েটাকে দেখা মাত্র যুবকটার মধ্যে অদ্ভুত এক চাঞ্চল্য জেগে ওঠে। এমন মনলোভা পরিবেশে যদি যুবকটার মধ্যে প্রেম উথলে ওঠে আশ্চর্যের কি?মেয়েটার ভালবাসা পাবার জন্য তার মধ্যে চাঞ্চল্য জাগাই তো স্বাভাবিক।
আর মেয়েটা? তার মধ্যেও প্রেমের সঞ্চার ঘটাই স্বাভাবিক।
সে আড়চোখে তাকিয়ে দেখে যুবকটা একজোড়া চোখ দিয়ে তার দিকে মুগ্ধ, ভাবাপ্লুত নজরে নিষ্পলক তাকিয়ে।সে সত্যি এক সুদর্শন যুবক। বয়স কম। অর্থিক সঙ্গতিও যথেষ্ট।পারিবারিক যশ খ্যাতিও কম নয়।মেয়েদের কাছে সে আকর্ষনীয়।কারণ তার মিষ্টি মধুর কথা ।যে কোন মেয়ের মন জয় করতে তা সক্ষম।
এরপর থেকে তিন তিনটে মাস তারা চুটিয়ে প্রেম করতে লাগল ।মনের আনন্দে। হাত ধরাধরি করে তারা এখানে ওখানে ঘুড়ে বেড়াতে লাগলো প্রজাপতির মতন। প্রেমিক প্রেমিকা হিসেবে এমন জুটি সচরাচর দেখা যায় না।
তাদের প্রেমের ক্ষেত্রে একটা ব্যাপার খুবই অত্যাশ্চর্য, প্রতিদিন তার বিদায় মূহূর্তে একে অন্যকে উষ্ণ শুভেচ্ছা জানায়, উজ্জল আগামী দিন কামনা করে।কিন্তু প্রাকবিবাহিত কালে তারা সংযমকেই অগ্রাধিকার দেয়। তারা ভুলেও ওষ্ঠে ওষ্ঠে মিলন ঘটায়নি। তারা আলিঙ্গন আর চুম্বনের মিষ্টি স্বাদ অনাস্বাদন করে তারকাখচিত আকাশের তলায় বালুকাময় নির্জন নিরালা প্রান্তরে পাশাপাশি শায়িত থাকে।তাদের আবেগ মধুর কন্ঠস্বরই যেন চুম্বকের আকর্ষণ বহন করে।এভাবে শায়িত থেকে তারা অবলোকন করেছে লাল সূর্যের সমুদ্রে বুকে ডোবে যাওয়া। চন্দ্রিমা রাত্রিতে রূপালি আলো বন্যা ।চারিদিক আলোতে উদ্ভাসিত।সমুদ্রের বিশাল জলরাশি। বিশাল বিশাল ঢেউ। দুজনের মনেও ঢেউ খেলে যায়।পাখির ডাকে। সমুদ্রে ঢেউয়ে।মৃদুমন্দ হাওয়ায়।প্রকৃতি আর অপ্রকৃতিকে ঘিরে চলতে থাকে মিথষ্ক্রিয়া।
তবে হা এও মিথ্যে নয় যে তারা পরস্পরকে কেবল মাত্র মনে নয় দৈহিক মিলনের কামনাও করে ।
তারা তো অন্যদের থেকে আলাদা নয়্ ।অন্য সবার মতই রক্ত মাংসের মানুষ।তাইতো তারা জাগরণে পরস্পরের চিন্তায় মোহিত থাকে, স্বপ্নেও উত্তেজিত হয়ে ওঠে।
তারা কিছুদিন সংযমের মধ্যে দিয়ে কাটাবার পর বিবাহিত জীবনে প্রবেশ করে।
এবার মুহূর্তে দুঃসহ সংযমের বাধ ভেঙে তারা কামনার জোয়ারে গা ভাসিয়ে দিল। ভোগ করতে লাগলো চূড়ান্ত ইন্দ্রিয় সুখ। এখন তাদের কাছে স্পষ্ট মনে হতে লাগলো সুখ ও তৃপ্তিদায়ক দৈহিক মিলনের মাধ্যমেই প্রেম ভালবাসা পরিণতি লাভ করে।তাদের দুজনের কাছে দুজনের দেহের অঙ্গপ্রত্যঙ্গ গুলো আর গোপন থাকল না।তারা পরস্পরকে চিনলো।
তারা নতুন নতুন মিলনতত্ত্বে দৈহিক মিলন ঘটাতে লাগলো।তারা উত্তেজনার সপ্তম স্বর্গের বাসিন্দা হয়ে সর্বাধিক আকর্ষনীয় পন্থায় দোসর হতে থাকলো।তারা যেন কামনার জগতের একমাত্র বাসিন্দা।
এ যে যৌবন কাল কামে চিত্তকাল...কোন কালেতে এসে ..কাল কাটালি কালের বশে
..................চলবে.........................
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন:
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন:
৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
মেহেদী হাসান মানিক বলেছেন:
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন:
৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: চলুক।
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন:
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: চলতে থাকুক
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।পাঠে ও কমেন্টে।শুভকামনা থাকলো।
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
তারছেড়া লিমন বলেছেন: সাথেই আছি.........
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সথে থাকার জন্য ধন্যবাদ তারছেড়া লিমন। শুভকামনা ।
৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩
মামুন রশিদ বলেছেন: সেলিম ভাই, এক পর্বে গল্প লিখলে পড়তে সুবিধা হয় । আশাকরি পাঠকের অনুরোধ বিবেচনায় নিবেন ।
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার গল্প বড় হয়ে গেলে পড়ার ধৈর্য থাকে না। আমার নিজেরই এতটা ধৈর্য হয়না । তাই কয়েকটা পর্বে লিখি। এটি আরও দুই পর্বে সমাপ্তি টানতে চাচ্ছি। দেখা যাক যদি অনুগল্প লিখতে পারি তাহলে এক পর্বে দিব। আপনার অনুরোধ অবশ্য ই গুরুত্ব রাখে।
৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুক তাহলে
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৯| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
ময়নামতি বলেছেন: গল্পের সূচনা ভাল হয়েছে পরবর্তি পর্বের জন্য অপেক্ষা।++++++++
১০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
মাক্স বলেছেন: চলুক!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর গল্পের সুচনা
শুভকামনা