নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫





ইচ্ছে করে প্রেম ঢেলে দিই তোর গায়

ইচ্ছে করে নিস্ব করি তোরে বসন্ত হাওয়ায় ঘোর বরষায়

ইচ্ছে করে গভীর আলীঙ্গণে

বেধে রাখি তোরে আপন করে।



খাচায় বেধে রাখি

তোর ললাটে রক্তজবা ঠোটে প্রেমচুম্বন আকি।

ইচ্ছে করে শুধু ভালবাসি তোকে

প্রেমের মরা মরে হাওয়ায় ভাসি ভাসি কল্পলোকে।



সৃজি নতুন কোন ভোর

যেখানে নেই কোন বাধা, ভেঙে সব যেন চূড়।



চূড়ান্ত ইন্দ্রিয় সুখে

রেখে তোকে এই বুকে

আমি সাতসাগরের মাঝি

তুমি সমুদ্রউত্তাল ঢেউ তুলেছো বুকে ভীষণ যেন পর্বতরাজি।



ইচ্ছে করে যখন তখন ছুটি তোমার পিছু

তোমার চিবুকে চুম দিয়ে যাই দাবী আছে মোর কিছু।



ইচ্ছে করে হাওয়ায় ভাসি ;ভাসি কল্পলোকে

তোমায় নিয়ে কত যে স্বপন বেধেছি এই বুকে।



ইচ্ছে করে ইচ্ছে গুলি ইচ্ছেমতন করি

তোমায় নিয়ে মিষ্টি মধুর প্রেমের কাব্য গড়ি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

খেয়া ঘাট বলেছেন: খুবই মিষ্টি রোমান্টিক প্রেমের কবিতা। ভালো লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও এক গুচ্ছ প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার ।

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:২৮

মামুন রশিদ বলেছেন: ইচ্ছে করে ইচ্ছে গুলি ইচ্ছেমতন করি
তোমায় নিয়ে মিষ্টি মধুর প্রেমের কাব্য গড়ি


এই লাইন দুটো খুব সুন্দর হইছে ।


রোজা-রমজানে কবিতায় চুমোচুমির আধিক্য চিন্তার বিষয় :(

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: রাতেল বেলায় সমস্যা নাই। মানুষের ইচ্ছের তো আর শেষ নেই।যা কিছু চায় করে ফেলা যায়

৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++ বড় ভাই

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: +এ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.