নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু /:)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯





মৃত্যুকে সুনিশ্চিৎ জানো

মৃত্যুকে প্রভু মানো ;

চিরন্তন এ সত্য ; মৃত্যুর পৃথিবীতে

মরবে সবাই এ মৃত্যুপুরীতে।



মৃত্যুকে আটকানো যাবে না বয়সের ফ্রেমে

মৃত্যু সে চলে আসে সময়ের পরিহাসে জীবনটা যায় থেমে ।



জীবন মানুষকে মৃত্যুর সম্মুখিন করে শেষে

আর মৃত্যু নিয়ে যায় চিরজীবনের দেশে।



দুঃখ সুখের ভেলা ,করবেনা আর খেলা

মৃত্যু কেহ না চায় তবু তা আসে নিয়ে নির্মম অবহেলা।



সবকিছুর চেয়ে যদি নির্মম কিছু থাকে সে মরণ

মিথ্যার মৃত্যু আছে আছে বিশ্বাসের ও

কাপুরুষ সে তো মরে বারবার

আর সাহসী মরে একবার।



মৃত্যু শাসিত জীবনে তাই

একটি কথায় মানি

প্রতিটি সময় অমূল্য যেন সোনার চেয়ে দামী।





সময় গেলে হয়না সাধন

যতই কর তপস্যারে মন ।



সময়ের কাজ সময়ে তাই

কাজের মধ্যেই বেচে থাকা চাই ।

কর্ম মাঝে বেচে থাকি

মৃত্যুহীন জীবনে আজীবন বাঁচার স্বপ্নটারে আঁকি।







ছবি-গুগল

-----------------------------------

উৎসর্গঃ-কোন এক মৃত প্রেমিককে। যে আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অচিনপুরীতে।/:)

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

রাজু মাষ্টার বলেছেন:
সময় গেলে হয়না সাধন
যতই কর তপস্যারে মন


সুন্দর হয়েছে :)

দোয়া রইলো তাদের প্রতি যারা নাই আর আমাদের মাঝে :(

ফাউল প্রেমের লাইজ্ঞা /:) X((

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

নুসরাতসুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা সুন্দর একটি কবিতা পড়লাম।
"সময়ের কাজ সময়ে তাই
কাজের মধ্যেই বেচে থাকা চাই ।
কর্ম মাঝে বেচে থাকি
মৃত্যুহীন জীবনে আজীবন বাঁচার স্বপ্নটারে আঁকি।" ---চমৎকার বলেছেন।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগায় অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । থাকলো ।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: তার জন্য দোয়া রইল !

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার দোয়া কবুল হোক । আমিন ।

৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬

বংশী নদীর পাড়ে বলেছেন:
মৃত্যু ভাই সুনিশ্চিত
রুখবে তারে কে?
ছোট-বড়-ধর্ম-বর্ণ
ছাড়ে না কাউকে।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সুন্দকমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬

ফারিয়া বলেছেন: আশা করছি মৃত্যুর শোক কাটিয়ে উঠবেন দ্রুত!

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আশা পূর্ণ হোক। প্রিয় হারার শোক যেন কাটিয়ে ওঠতে পারে ব্যথিত জন।

৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মৃত্যু কাব্য
শুভকামনা +

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১

কামরুল হাসান জনি বলেছেন: মৃত্যুকে সুনিশ্চিৎ জানো
মৃত্যুকে প্রভু মানো

কবিতা সুন্দর হয়েছে তবে দ্বিতীয় লাইনটার সাথে একমত হতে পারলাম না।
মৃত্যুকে প্রভু মানব কেন? প্রকৃতপক্ষে যে প্রভূ তাকেই প্রভু মানব।
আর মৃত্যুকে মৃত্যুর মতোই দেখব।
দোয়া রইল।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিকী অর্থে বলা হয়েছে প্রভু তো এক আল্লাহ।

দোয়র জন্য ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:



আল্লাহ্‌ উনাকে বেহেস্ত নসিব করুন। :(

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিন। শুভকামনায় ধন্যবাদ ।

৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
একটু ভিন্ন ধারার লেগেছে কবি।

দোয়া রইলো।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমিন। ধন্যবাদ ।কমেন্টে ও ভাল লাগায় ।

১০| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: কোন এক মৃত প্রেমিকের জন্য রইলো শুভকামনা!

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি শুভকমনার জন্য।

১১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

এক্সপেরিয়া বলেছেন: ভাল লেগেছে.... সেলিম ভাই...

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এ ভাললাগায়।

১২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

আমিই মিসিরআলি বলেছেন: মৃত্যুই একমাত্র সত্য +++

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। মৃত্যুশাসিত জীবনে সেটি মানতেই হয়।ধন্যবাদ ।

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


দোয়া রইল। :( :( :(

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

সায়েদা সোহেলী বলেছেন: মৃত্যু নিয়ে আমার ভাবনার দু লাইন মন্তব্যে দেবো ভেবেছিলাম ,

ঘটনা কি !!!

উতসর্গ দেখে ভুলে গেলাম /:)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাবনার দু ই লাইন মন্তব্যে দিন। দেখি আপনার ভাবনা কেমন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.