নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ছবি নেট
ছবিটির IMDb রেটিং ৭.৭ /১০।
প্লট:-একটি দেশের সীমান্তবর্তী শহর যার সঙ্গে সীমানা এক জাদুর দেশের। সে ই দেশের এক যুবক তার প্রেমিকার কাছে প্রমিজ করে সে যাদুর দেশের গিয়ে জীবনের ঝুকি নিয়ে তার জন্য একটি পতিত তারকা এনে দেবে। প্রেমিকাও প্রতিশ্রুতি দেয় এটি করতে পালে সে যুবককে বিয়ে করবে।ছবিটি সেই যুবকের সত্যিকারের প্রেম অনুসন্ধান অভিযান।
মুভি ট্রেইলার
পরিচালনায় মেথু ভন।স্ক্রিণ প্লে- জেন গোল্ডম্যান।
এটি একটি প্যারামাউন্ট পিকচার মুভি
অভিনেতা ও চরিত্র : Robert De Niro (ক্যপ্টেন শেক্সপিয়ার)Michelle Pfeiffer (ডাইনি-লামিয়া)Charlie Cox (ত্রিস্তান থর্ন)
Claire Danes (পতিত তারকা জোভেইন)Kate Magowan(ত্রিস্তানের মা বন্দিনী ওনা)Sienna Miller (ভিলেজ বিউটি ভিক্টোরিয়া)Bimbo Hart (তরুণ বিজ্ঞানি )David Kelly (গার্ড)।
স্টোরি লাইন:- ফ্যান্টাসি কিংডম স্টরমহোল্ডে ইংল্যান্ড এর এক সীমান্তে প্রচীর দিয়ে ঘেরা ।রয়াল একাডেমি অব সাইন্সে এক তরুণ বিজ্ঞানী প্রশ্ন রাখে আমরা তারকা দেখি। তারকা কি আমাদের দেখে। তার উত্তর আসে এটি একটি স্টুপিড প্রশ্ন।তরুণ বিজ্ঞানী কোন উত্তর না পেয়ে নিজেই চলে যান রহস্যাবৃত ফ্যান্টাসি কিংডমের আজিব শহরে ।সেখানে সব বিস্ময়কর ব্যাপার গুলি দেখে আভিূত হয়।সেখানে স্টর্মহলড রাজ্যের বন্দিরাজকন্যার সঙ্গে তার সাক্ষাৎ।নিজের দেশে ফিরে আসা। ঘটনার ৯ মাস পরে তার কাছে স্টরমহোল্ড কিংডম থেকে একটা উপঢৌকন হয়।সেটি ই তার সন্তান ত্রিস্তান!
১৮ শতকের কথা ত্রিস্তান যৌবনে পদার্পন করে। রাজ্যের সরা সুন্দরী ভিক্টোরিয়ার প্রেমে পড়ে।তার হৃদয় জয় করার জন্য একের পর একে প্রচেস্টা নেয়। এক পর্যায়ে তাকে প্রতিশ্রুতি দেয় সেই তার সবচেয়ে বড় প্রেমিক সে তার জন্য পতিততারকা এনে তা প্রমান করবে। ভিক্টোরিাও তাকে কথা দেয এটি করতে পারলে সে তার হবে। শুরু হয় তার অভিযান। ইতিপূর্বে সে জেনে যায় যাদুরাজ্যে তার জন্ম সেখানে তার মা এক ডাইনির বন্দিীনি।পতিত তারকাটি শুধু মাত্র প্রস্তরখন্ড নয়। এটি আসলে অনিন্দ সুন্দরী কুমারী যার নাম জুভানি ।জুভানির পিছু সে একাই নেয়নি। তার পিছু নিয়েছে তিন যাদুবিদ্যার পারদর্শী ডাইনী।ডাইনি নেতৃ লামিয়া।জোভানির হৃদপিন্ড তাদের চাই। ওটা খেতে পারলে তারা কুমারিত্ব লাভ করবে। তাই হৃৎপিন্ড তাদের চাই ই চাই।
বসে নেই ফ্যান্টাসি কিংডমের সদ্য প্রয়াত রাজার পুত্ররা। কারণ জোভানির গলায় আছে একটি রুবির হার। রুবিটি নিতে পারলে যে নিবে সে নতুন রাজা হবে।
ত্রিস্তানের এই অভিযানে তার সহযোগী বলতে তার বন্দিনী মা আর ক্যাপ্টেন শেক্সপেয়ার ।
যাদুবিদ্যায় পারদর্শী ডাইনি আর ফ্যান্টাসি কিংডমের প্রতাপশালী রাজপুত্রদের সকল বাধা জয় করে ত্রিস্তান পারবে কি তার সত্যিকারে ভালবাসা জয় করতে?
দারুণ সব স্পেশাল এফেক্ট,মধুর প্রেম কাহিনী,দারুন সব দৃশ্যাবলী আর অভিনয় শিল্পীদের চমৎকার অভিনয়ে নিসন্দেহে মন ভাল করা এটি ছবি।
Quotes
[first lines]
Narrator: A philosopher once asked, "Are we human because we gaze at the stars, or do we gaze at them because we are human?" Pointless, really... "Do the stars gaze back?" Now *that's* a question.
My favourite Qoute of the film
Yvaine:“No star can shine with a broken heart”
ছবিটি দারুন উপভোগ্য।রাজকন্যা ও রাজত্ব জয়কাহিনী ।রবার্ট ডি নীরু নতুন রূপে। চমৎকার কমেডি, ফ্যান্টাসি।এডভেঞ্চার থেকে রুমাঞ্চ এর দারুন সব বিনোদন উপাদানে ভরপুর সকল বয়সের মানুষের কাছে উপভোগ্য মুভি।না দেখলে গ্রেট মিস।
মুভি লিংক
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। প্রভাবশালী ব্লগার পরিবেশ বন্ধু । আপনাকেও ঈদ শুভেচ্ছা
২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
বোকামন বলেছেন:
মুভিটি মোটামুটি ....।
আপনার রিভিউ প্লাসায়িত :-)
মেথু ভন “এক্স ম্যান” ছবিতেই ভালো করেছেন।।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে এক্স ম্যান অন্য স্বাদের মুভি।এটি বেশ মজাদার ছবি। সবকিছুই আছে।
৩| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
শাকিল ১৭০৫ বলেছেন: ডাউনলোড দিতে হইবে
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সে ই রকম মুভি । মন ভাল করা মুভি । মুভি উ ইথ লাভ এন্ড এডভেঞ্চার। কমেডি ও দারুণ।দারুণ কিউটি হিরুইন। আর গাধা একখান হিরু পরে ম্যানলি।
৪| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
রিভিউ ভালো হৈসে তবে মুভিটা অত ভাল্লাগে নাই ||
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি আমার দারুন ভাল লেগেছে। ছবিটার বৈশিষ্ট হলো বুড়া থেকে গুড়া সবা্রই ভাল লাগবে। কমেন্টে ধন্যবাদ ।
৫| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ডাউনলোড দিলাম ।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ মজা পাবেন্ ।ছবিটির দৃশ্যায়ন ও চমৎকার হয়েছে।
৬| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
নিবৃত বলেছেন: নতুন নতুন মুভি জন্য আসতে পারেন
www.moviez18.blogspot.com
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
৭| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শান্তির দেবদূত বলেছেন: ৩/৪ বছর আগে দেখেছিলাম, এতটা ভাল লাগেনি। মুটামুটি মানের লেগেছিল। তবে আপনার রিভিউ পরে আবার দেখতে ইচ্ছা করছে। দেখি আজই নামিয়ে ফেলব।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আজ দেখে দারুন মজা পাবেন। হালকা মেজাজের মিষ্টি মুভি। ভাল লগবেই।এ গ্রেট টইম পাস মুভি। কমেন্টে ধন্যবাদ ।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: প্লট শুনেই তো লিখতে ইচ্ছে করছে ! শুভকামনা সেলিম ভাই !
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেলুন কবি।তার আগে মুভিটি দেখুন।আগে দেখে থাকলে আরেকবার দেখুন। ফ্যান্টাসি মুভ গুলোআমার বরাবরই ভাল লাগে। তবেএকটা বিষয় মাথায় খুব ঘুরপাক করেএমন মুভআমাদের দেশে করাআদৌ সম্ভব কিনা? কবে নাগাদ তারএমনটি করতে পারবে? ধন্যবাদ কমেন্টে ।
৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
ইখতামিন বলেছেন: খুব ভালো লেগেছে
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮
বিবর্ণ ক্যানভাস বলেছেন: রিভিউ পড়ে মনে হচ্ছে দেখতে হবে।।
পোস্টে প্লাস!!!!!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। দেখলে মজা পাবেন। এটা সত্যিবারের প্রেয়সি চেনাতে সাহায্য করবে। ব্যাপক কমেডি আর রহস্যঘেরা দৃশ্যায়ন ও ঘটনা দারুন মজা দিবে। কমেন্টে ধন্যবাদ।
১১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মুভি ভাল্লাগে নাই..........
মাইনাচ।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: এমন মুভি ও ভাল লাগে না? আপনার কি হয়েছে ইরফান? এটাতো শিশু থেকে বৃদ্ধ সবারই ভাল লাগার কথা। আমার স্টাডাস্ট মেয়েটাকে খুব ভাললেগছে। ও অনেক কিউট।
১২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২১
মো: আতিকুর রহমান বলেছেন: এখন একটা মুভি আর উইন্ডোজ ৮.১ ওয়েটিং লিস্টে আছে তাই ডাউনলোড দিতে পারলাম না। তবে লিঙ্ক বুকমার্ক করে রাখলাম... পরশু ডাউনলোড হবে।
রিভিউ সুন্দর হয়েছে। পোস্টে ++
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলেন সময় সুযোগমত। কিছু ভাল সময় কাটবে। অনেকে তো ভাল সময় কাটানোরউপকরণ খুজে।উপভোগ্যএকটা মুভি কিছুটা ভাল সময় কাটানোর সুযোগ করে দিতে পারে।
১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
রিভিউ ভাল হয়েছে।
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৩
তারছেড়া লিমন বলেছেন: দেখি বড় ভাই এর কাছে আছে কি না.........
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন। ত্রিস্তান যুভাইনকে প্রথম দেখে ভাবে সে তার মা। মা বলে ডাকাডাকিও শুরু করে। পরে ভুল ভাঙে।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৭
একজন আরমান বলেছেন:
রিভিউ ভাল হয়েছে।
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধণ্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮
শান্তির দেবদূত বলেছেন: নামিয়ে ফেলেছি। ইফতারের আগে প্রথম অর্ধেকটা দেখেও ফেলেছি। এখন বাকীটা দেখব। বেশ ভালোই লাগছে।
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: বাকীটাও ভাল লাগবে। ব্লাক ম্যাজিকের ব্যবহার ভাল লাগবে। বলতে চাচ্ছিনা গল্প। মজা কমে যাবে।
১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: দেখছিলাম। তেমন ভাল লাগে নাই :-<
আমার রেটিং ৬.৫/১০।
রিভিউ লেখা শুরু করেছেন? বাল হচ্ছে।
কিপিটাপ
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০০
প্রিন্স হেক্টর বলেছেন: *ভাল হচ্ছে* হবে।
টাইপিং মিসটেক এর জন্য দু:খিত
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বুঝতে পেড়েছি। ছবিটি না ভাল লাগার কারণ দেখি না।আমার খুব ভাল লেগেছে ।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
তন্দ্রা বিলাস বলেছেন: বাহ! আপনি তো খুব সুন্দর মুভি রিভিউ লিখেন। আশাকরি সামনে আরও পাব।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
শব্দহীন জোছনা বলেছেন:
রিভিউ পড়ে মুভি টা দেখার জন্য আগ্রহের জন্ম হয়েছে।
+
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭
আমিনুর রহমান বলেছেন:
রিভিউ চমৎকার হয়েছে +++
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: আমিও শৈশবে স্কুল পালিয়ে ছবি দেখতাম
বর্ণনা ভাল লাগল
ঈদ শুভেচ্ছা বন্ধু