নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্যবধান

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬





ব্যবধান বিস্তর তোমাতে আমাতে

তোমার আমার চিন্তায় কল্পনাতে

ভাললাগায় ভালবাসায় অমিলের রাজ্য

হাহাকার করে সুখ পাখিরা যেথা

বিচ্ছেদ সুনিশ্চিৎ তাই মিলন অনিশ্চিৎ সেথা।

আসমান জমিন ব্যাবধান

জল স্থল ব্যবধান

পর্বতসম ব্যবধান

ক্রমাগত বাড়তে থাকা ব্যবধান

দৃশ্যমান থেকে অদৃশ্যে মিলিয়ে যাওয়ার ব্যবধান।





ব্যবধান কে সৃজিল

কে সৃজিল প্রেম

কে সৃজিল মায়ার বাধন

কে সৃজিল স্বপ্ন কানন

কে সৃজিল রে!

লক্ষীসোনা প্রাণের প্রিয়া হৃদয়ে মম দুঃখ ঘুচাবে কে?



যাও যদি সরে মিছে ভাবনে

রচে কোন ভ্রম ব্যবধানে

কি লয়ে বাঁচিব তোমার বিহনে

দারুণ জ্বালা প্রেমিক এ প্রাণে।





ব্যবধান ঘুচিয়ে এসো রে রাজকন্যা !

যানি আমি ভিখেরী তুমি অনন্যা !

আমায় সম্ভ্রান্ত কর রাজাধিরাজ কর

প্রেম আলোকে উদ্ভাসিত হোক প্রাণ;

ধরণী বিমুগ্ধ হোক পাখিরা গেয়ে ওঠুক মিষ্টিমধুর গান।



চল ব্যবধান বাড়িয়ে বিচ্ছেদে না যেয়ে

মিলনকাব্য গড়ি;

তোমাতে আমাতে বেশ তফাতে ব্যবধানেরে রাখি ।

যে স্বপনে পুলকিত মনে প্রেমিকজনে হয়ে যায় আত্নহারা

তেমন করে তুমি আমি চল প্রেমে হই পাগলপারা।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আর মাত্র ৩ পোস্ট । এবা আস্তে ধীরে চলব।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার প্রেম উপাখ্যান! প্রেমের কঠিন এবং দূরুহ সময় এবং মিলনাত্নক পরিণতির আকাঙ্খা অত্যন্ত প্রাঞ্জল ভাবে লিখলেন কবি!

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।প্রেম সকল ব্যবধান ঘুচিয়ে দেয়।সেটাই বলার চেষ্টা করা হয়েছে। প্রেমে শত শত আশংকা ভর করে। আসল কথা একটাই পিয়ার কিয়া তো ডরনা কিয়া্।

নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

জালিস মাহমুদ বলেছেন: হুম

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: হুম এ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। :)

৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: বিরহ বিরহ গন্ধ পাচ্ছি।


আপনার কষ্ট দূর হোক।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: যে ই মেয়েটি আসার ছিল সেই মেয়েটি আসেনি
যেমন করে বাসার ছিল তেমন করে ভাল বাসেনি।


শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: হুম এ ধন্যবাদ। :)

৬| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

এরিস বলেছেন: লাবনী আক্তার বলেছেন: বিরহ বিরহ গন্ধ পাচ্ছি।


আপনার কষ্ট দূর হোক।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ এরিস কমেন্টে ও ভাল লাগায়। নিরন্তর শুভকামনা জানবেন।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আস্তে ধীরে কেন?

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আস্তে ধীরে এ ই জন্যে যে তাতে ভুল হওয়ার আশংকা কম থাকে।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: ভাল লিখেছেন ।


ধুর, আমি ভাবলাম ৩৬৫টা পোস্ট হয়ে গেছে! ব্যাড পারফরমেন্স :P

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাই চেষ্টার তো আর ত্রুটি করিনি। ওতে ই সান্তনা।তাই দুঃখ কম।হাতে কো আরো কয়টা দিন আছে। কবিতাই ভরসা। আমার গল্প তো আপনার আবার পছন্দ হয় না।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

আরজু পনি বলেছেন:

আর তিনটি পোস্ট শেষ হলে...বছর শেষ না হলেও বর্ষপূর্তি পোস্ট দিয়ে দিয়েন :D

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি এটা আবার কেমন আবদার। বছর শেষ না হলে বর্ষপূর্তি পোস্ট দেব কেন? তাছাড়া ৩৬৫ পোস্টের পর আবার বর্ষপূর্তি পোস্ট দেয়া লাগবে নাকি? সেটা কেমন হতে পারে????

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

মেহেরুন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম ভাইয়া। কবিতা ভালো লাগলো। ঈদ কেমন কাটালেন ভাইয়া?? ঈদের শুভেচ্ছা রইলো।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ ভাল কেটেছে। আপনারটা কেমন কাটলো। তবে ঈদের দিন সামুতে ঢুকতে পারিনি। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

রাধাচূড়া ফুল বলেছেন: যে আসেনি তাকে নিয়ে এত দুঃখ করার কি আছে? সে আপনার ভালবাসার যোগ্য নয় ।

ভাইয়া কারো জন্য জীবন থেমে থাকেনা বুঝছেন?


১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: না না আমার ই যোগ্যতার ঘাটতি। ও তো অনেক সুন্দর।চুলগুলো তার অন্কার বিদিশা দিশা..রূপতার শ্রাবস্তীর কারুকার্য ...........

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

একজন আরমান বলেছেন:
অনেক ভালো লাগলো এই কবিতাটা।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নতুন চাকরী ভাল লাগছে নিশ্চয় ই। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘কে সৃজিলো ব্যবধান?’

কবিতায় ভালো-লাগা জানাচ্ছি :)



৩৬৫ দিনে ৩৬৫ পোস্ট, একটি বিশাল অর্জন। আর মাত্র ৩টি বাকি!

আপনাকে আগাম অভিনন্দন, সেলিম আনোয়ার ভাই :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আর মাত্র ২টি। হলে ই লক্ষ্যে পৌছে যাব। বাকিগুলো বোনাস হবে। যদি পারি। এখনও না পারার আশংকা আছে। ধন্যবাদ কমেন্টে। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

মদন বলেছেন: ব্যবধান ঘুচিয়ে এসো রে রাজকন্যা !
জানি আমি ভিখেরী তুমি অনন্যা !
+

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কেেন্টে ও ফাঠে ধণ্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। নিরন্নতর শুভকামনা থাকলো ।

১৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন...অসাধারন...অসাধারন :)

১৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ৯ম ভাল লাগা +++

১৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন:

এটা ছবি হিসেবে দিতে চেয়েছিলাম। বেশ পরিশ্রম করে ওটা তৈরি করে পরে অন্য ছবিটি দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.