নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সপ্তদূর্গমতম স্থান সমূহ ( এটি ৩৬৫তম পোস্ট :))

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩



HMS Bounty জাহাজের রেপ্লিকা



মানুষ অভিযান প্রিয়।কৌতুহলী মনে থাকে অজানাকে জানা আর অচেনা চেনার আকুতি।সেই ধারাবাহিকতায় অদেখাকে দেখার তীব্র আকুতি থেকে ই হোক আর নতুন কোন আবিস্কারের নেশাই হোক মানুষ হয়েছে যাযাবর।আর প্রকৃতিও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তার অপার সৌন্দর্য যা দেখে সুন্দর্য পিপাসু মনের তৃষ্ণা মেটে।প্রকৃতি বোধ করি তার সবচেয়ে সুন্দর জিনিসগুলো সযতনে রেখেছে দুর্গম কোন জায়গায়।একেবারে ভারজিন বিউটি। আজকে তাই অবতারণা করছি তেমন ভারজিন বিউটির মত ছবি ব্লগের ।ভ্রমন পিয়াসি মনে তা দোলা দিলে এই ক্ষুদ্র ব্লগারের ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে।





1)Easter Island, Pacific Ocean







রাপা নুই নামেও পরিচিত। এই পলিনেশিয়ান দ্বীপটি ভয়ানক ভাবে বিচ্ছিন্ন স্থলভাগ থেকে।সব চেয়ে নিকটতম ভূমি চিলি ।চিলি উপকূল থেকে এর দূরত্ব মাত্র ৩২১৮ কিমি ;)।এটি বিখ্যাত রহস্যাবৃত পাথর মূর্তির জন্য।ওটির নাম মোয়াই স্টাচু।



2) Bouvet Island, South Atlantic







বোভেট দ্বীপ।দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।এটাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে জনমানবশূন্য এবং প্রত্যন্ত দ্বীপ যেখানে শুধু সামুদ্রীক শীল আর

পেঙ্গুইনরাই বাস করার সাহস করে।আই মিন বাস করে।এটা আসলে নরওয়ের মালিকানাধীন।

কিন্তু এটি থেকে সবচেয়ে নিকটবর্তী ভূমি হলো এন্টারকটিকা যা কিনা এটি থেকে

১৬০৯ কিমি দূরে অবস্থিত। এটি প্রসিদ্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হলিউডের বিখ্যাত মুভি Alien vs Predator ছবিটির দৃশ্যায়ন হয়েছিল এখানটায়।



3)Cape York Peninsula,Austrelia








অষ্ট্রেলিয়া ,বিক্ষিপ্তভাবে জনবসতি সম্বলিত এবং বসবাসের জন্য সবচেয়ে জটিল এর ব্যতিক্রমি বৈশিষ্টের জন্য, এতে অনেক দূর্গম স্থান আছে তবে সেগুলোর মধ্যে সবচেয়ে দূর্গম এবং অনুন্নত স্থান হলো কেপ ইয়র্ক পেনিনসুলা বা উপদ্বীপ(যে ভূমির বা স্থলভাগের তিনদিকে জল আর একদিকে স্থল বেষ্টিত) যা কিনা কুইন্স ল্যান্ডের উত্তর প্রান্তে অবস্থিত।







4)Kerguelen Islands,South Indian Ocean







দক্ষিণ মহাসাগরে অবস্থিত। এটিকে desolution island বা নির্জন দ্বীপও বলা হয়।একজন দুর্গম অভিযান প্রিয় অভিযাত্রি মাদাগাস্কার দ্বীপের নিকটবর্তী রিইউনিয়ন দ্বীপ থেকে দীর্ঘ ছয় দিন নৌকা ভ্রমন শেষে এই ছোট্ট ক্ষুদ্র দ্বীপপুঞ্জে পৌছতে পারবে।এটি বর্তমানে বিজ্ঞান গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় যেখানে কোন আদি অধিবাসীর বসবাস নাই।



5)La Rinconada ,Peru







পেরুভিয়ান আলপস পর্বতে অবস্থিত পৃথিবীর উচ্চতম নগর হিসেবে স্বীকৃত বা দাবীকৃত হয় যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৭০০০ ফুট উচুতে অবস্থিত।এটি বসবাসের জন্য সবচেয়ে বৈরী স্থান এবং এখানে পৌছানো ভয়ানকভাবে কঠিন ।শহরটি গড়ে ওঠেছে একটি স্বর্ণখনিকে কেন্দ্র করে যেখানে বাসকরেন ৩০০০০ হাজার অধিবাসি এবং এখানে নেই কোন প্রবাহিত পানি বা নদী ।নেই কোন বজ্র নিষ্কাশন ব্যবস্থা ।



6)Pitcairn Island, Southern Pacific Ocean







এটি প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থিত চারটি আগ্নেয় দ্বীপের একটি।এটিতে সবচেয়ে কম লোক বাস করে ২০১২ সালে এক জরিপে এখানে জনবসতি ছিল মাত্র ৪৮ জনের। এটি বিখ্যাত এই জন্যে যে এখানকার অধিবাসীরা সবাই সুপ্রসিদ্ধ HMS Bounty জাহাজের যাত্রী।এটি অত্যন্ত দূর্গম যেহেতু এখানে পৌছার জন্য কোন বিমানযোগাযোগ ব্যবস্থা নেই।যাওয়ার একটাই উপায় আর সেটি হলো নৌকাযোগে। নিউজিল্যান্ড উপকূল থেকে এখানে পৌছতে ১০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।





7)The Southern Pole of Inaccessibility







দক্ষিণ মেরু! নাম শুনেই বুঝে ফেলবেন সবাই।এটি পৃথিবীর সবচেয়ে দূর্গম স্থান।এটি সমুদ্র পথে যে কোন জায়গা থেকেই বলতে গেলে সমানদূরে অবস্থিত আপনি যে দিকেই যান না কেন।আপনার খুব ভাল একটি বই লাগবে আর লাগবে খুবই উষ্ম জাম্পার বা জ্যাকেট যেহেতু এটি বিশ্বের অন্যতম শীতলতম জায়গার একটি।জায়গাটির গড় বাৎসরিক তাপমাত্রা মাত্র - ৫৮.২ ডিগ্রী সেলসিয়াস বা বরফাংকের চেয়েও ৫৮.২ ডিগ্রী সেলসিয়াস কম।

------------------------------

উৎর্স্গ ঃ লেডি বতুতা।তাঁকে বলেছিলাম ছবি ব্লগ দিব।তিনি প্রেরণা দিয়েছিলেন।৩৬৫ তম পোস্টটি তাই আমার প্রথম ছবি ব্লগ।যদিও ছবিগুলো নেট থেকে নেয়া ।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

বোকামন বলেছেন:
৩৬৫তম পোস্ট !!!!!!!!!

অভিনন্দন কবি ! পোস্টে ভালোলাগা রইলো।।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

জুন বলেছেন: অভিনন্দন সেলিম ৩৬৫ তম ব্লগ পোষ্ট তাও দারুন একটি ছবি ব্লগ নিয়ে লেখা। শীলের ছবিটা কিন্তু দারুন কিউট:)

আপনার এখানকার একটি বিষয় নিয়ে আমার পোষ্ট রেডী। যে কোনদিন প্রকাশিত হতে পারে :!>
+

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি ধন্যবাদ কমেন্টে ও প্লাসে। এটি আপনাকে উৎসর্গ করা হয়েছে।শীলটা আপনাকে দেয়া হলো। কি বিষয়ে পোস্ট দিবেন জানতে পারি কি? অপেক্ষায় থাকলাম।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: পোস্ট ভালো লাগল!

প্লাস দিয়া গেলাম! :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: পোস্টে ভাললাগা।
আপনাকে অভিনন্দন জানাই।
আপনার অসীম গতি সামুকে পরাস্ত করেছে বোধয়। পরের বছর কি ডাবল পোস্ট পাবো। #:-S

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি বছরতো এখনো শেষ হয়নি। পরের বছর ডাবল পোস্ট হওয়ার সুযোগ নাই। পোস্ট কমে যাবে।মানের দিকে মনোযোগ দিব। ব্লিগিং করবো ব্লগিংএর মতন।ব্লগিং জাস্ট বিগিনস। নিরন্তর শুভকামনা থাকলো । :)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিআপনার অনুপ্রেরণা আমাকেএতটা পথ পারি দিতে যথেষ্ট সহায়তা করেছে।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

তন্দ্রা বিলাস বলেছেন: অভিনন্দন প্রিয় কবি ভাই। ৩৬৫!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ‌‌অপনাকেও অভিনন্দন ভাই ।আপনি আমার সবসময়ে সুহৃদ।ধন্যবাদ কমেন্টে ও শোভকামনায়।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন রহস্যকথা ভিন্ন মাত্রার পোষ্ট
আসলেই এগুলু ইতিহাসের আবৃত আশ্চর্য ।।
ভাললাগা +

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: মহাপরাক্রম শালী ব্লগার পরিবেশ বন্ধু ।আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন যেন।

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: ৩৬৫ দিনে ৩৬৫টা পোস্ট!


আপনাকে ৩৬৫টা তাজা গোলাপের শুভেচ্ছা ।
(গোলাপ চাইলে দিতে পারব না, এতগুলো গোলাপ দোকানেও পাওয়া যাবেনা! )

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছা গৃহিত হলো। ছোট দোকানে যাবেন কেন?বড় দোকানে পাওয়া যওয়ার চান্স।এখনো ৩৬৫ দিন হয়নি।বাকীআছে কিছু দিন। গোলাপআরও বেশি দেয়া লাগতে পারে। সেন্ঞুরী হয়ে যাওয়ার পর ব্যাটসম্যানআগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়।চার ছক্কার ফোয়ারা ছোটে।

ধন্যবাদ। আর আপনাকে ক্ষমা করা হলো। :) ভাল থাকবেন।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

বাংলাদেশী দালাল বলেছেন:
অভিনন্দন সেলিম ভাই ।

পোস্টে ভালো লাগা।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। বাংলাদেশী দালাল অভিনন্দনে ও ভাল লাগায়।শুভকামনা জানবেন।

৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

তারেক বলেছেন: দারুন

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুনে ধন্যবাদ =p~ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বুঝতে পারসি।ইউনিক হৈসে ব্যাপারটা, সেলিম।
আপনি তো আমার জেনারের পোস্ট দিসেন, এগুলা সবসময়ই ভাল্লাগে।চমৎকার লাগলো ||

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার দলে জয়েন করলাম। দিলে ভাল লাগার মত পোস্ট ই দেয়া উচিৎ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

পড়শী বলেছেন: আপাতত প্রিয়তে। পরে সময় করে পড়ব।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: পড়শী কমেন্টে ও প্রিয়তে নেয়াতে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অভিনন্দনে। শুভকামনা থাকলো

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৩৬৫ তম পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!


!:#P !:#P !:#P !:#P !:#P

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আমার সকল সময়ের সুহৃদ। ভাল থাকবেন সবসময়।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

রামন বলেছেন: ভাল েপাস্ট।+++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

এক্সপেরিয়া বলেছেন: ভাল লাগল

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: ৩৬৫, শুভকামনা। ভালো পোস্ট। ভাইয়া আমি ছবিগুলো একটু ঝপসা দেখতে পেলাম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিপ্স বাত্তি লাগান। মাছের রাজাইলিশ আর বাত্তির রাজা ফিলিপস।আমি তো সব ফকফকা দেখতে পাচ্ছি। কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা ।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬

রাফা বলেছেন: অনেক ভালো লাগা রইলো ৩৬৫-তম পোস্টে।
কেমন আছেন সেলিম ভাই?

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কেমন আছেন। অনেকদিন পর । অনেক ধন্যবাদ কমেন্ট্রে পাঠে।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২২

আমিনুর রহমান বলেছেন:



৩৬৫তম পোস্ট !

অভিনন্দন সেলিম ভাই ! ! পোস্টে ভালোলাগা রইলো ! ! !

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি।ভাল লাগছে।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

সানড্যান্স বলেছেন: দারুণ হৈছে!!!
ক্ল্যাপ্স!!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ফ্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

২১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার পোষ্টের জন্য অভিনন্দন জানাবো নাকি ৩৬৫ তম পোষ্টের জন্য বুঝতে পারছিনা ! দেরীতে আসার জন্য দুঃখিত ! অনেক শুভকামনা রইলো !

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে একটা লক্ষ অর্জন করতে সক্ষম হয়েছি। সেটাই বড় কথা। পোস্ট ভাল লেগে থাকলে...বলবো ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হয়েছে।

২২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: দুইটা প্লাস ++

প্রথমটা ৩৬৫ তম পোষ্ট লিখে ফেলা সেলিম আনোয়ার ভাইয়ের জন্য
আর দ্বিতীয়টা চমৎকার পোস্টের জন্য। :) :)

শুভকামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: দু ইটা প্লাস বুঝে পেয়েছি। ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকেলো ।

২৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

ভিয়েনাস বলেছেন: ৩৬৫ দিনের অভিনন্দন ৩৬৫তম পোস্টে !:#P !:#P

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই। অভিনন্দন জানানোর জন্য। ভাল থাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৪| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ৩৬৫ তম পোষ্টের জন্য অভিনন্দন এবং ভালোলাগা রইলো...... :) :) :)

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। কিভাবে যেন হয়ে গেছে।একসময় দিনে কয়েকটি পোস্ট দিতাম। তাও আবার কয়েকটিএকত্রে। বাধন হারা ভাইয়ের অনুরোধে পোস্ট কমিয়ে দিই। তারপরও পৌছে গেছি টার্গেটে।আসলে কবিতা আমাকে সহায়তা করেছে লক্ষ্যে পৌছতে ।বলতে পারেন কাব্যিক ভ্রমনে আমি টারগেটে পৌছে গেছি। তবে অনেক ব্লগারইআছেন যারা অনেক কম ব্লগ করেও শুধু কোয়ালিটির কারণে সুপ্রসিদ্ধ হয়েছেন।

২৫| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩৬৫তম পোস্টের জন্য অভিনন্দন। পোস্ট ভালো লেগেছে।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি ভাল লাগা জানবেন। ধন্যবাদ অভিনন্দনে ও ভাল লাগায়। নিরন্তর শুভকামনা।

২৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

মো: আতিকুর রহমান বলেছেন: অভিনন্দন সেলিম ভাই। স্মরণীয় পোস্ট দিয়েই পূর্ণ্য করলেন ৩৬৫ তম পোস্ট...
পোস্টে ভাল লাগা...

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে অনুপেরণা দিয়েছেন সরবপ্রথমে..সায়েম মুন..তারপর অপূর্ণ রেগুলার আমার ব্লগে কমেন্ট করতো। তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আমার।

অভিনন্দনে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

লিঙ্কনহুসাইন বলেছেন: পোষ্ট ভালো লাগলো । + + দিলাম এবং ৩৬৫ তম পোষ্টের জন্য অভিনন্দন ।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও প্লসে। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' বর্ষসংখ্যাতম '' পোস্টের জন্য অভিনন্দন !!

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।আপনি বরাবই পাশে ছিলেন।সে জন্য ধন্যবাদ।আমার পোস্টে কমেন্ট করতে করতে হয়রান । শুভকামনা আপনাকে ও

২৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

দূলভ বলেছেন: পোস্টে ভালো লাগা। অভিনন্দন ৩৬৫তম পোস্টে

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। সবসময় ।

৩০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
অভিনন্দন।
প্রিয় কবি আশা করি এবার থেকে আপনার পোস্ট এর সংখ্যা কমাতে থাকবেন। এর কারণ হিসেবে বলি, "আপনার লেখার মান অনেক দুর্দান্ত। কিন্তু ঘন ঘন পোস্ট দিলে পাঠক সব পোস্ট পড়া থেকে বিরত হয়। আমি চাই না আমার প্রিয় একজন ব্লগারের কোন পোস্ট মিস হোক।"

শুভ কামনা। :)

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই কমাবো । অনেক কমাবো। ধন্যবাদ কমেন্টে ।ভাল থাকবেন সবসময়।এই শুভ কামনা । :)

৩১| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা রইল বড় ভাই।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

৩২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

রেজোওয়ানা বলেছেন: ৩৬৫!

গ্রেইট সেলিম ভাই।

অভিনন্দন রইলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.