নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আকাশলীনা চির সবুজ তুমি ,
বার্ধক্য তোমাকে স্পর্শ করতে পারে না ;
যেমন পারেনা দিনের আলো রাতের তারাকে ।
তুমি অনন্ত যৌবনা ; প্রজাপতির মতন
চঞ্চল তোমার মন ।
তুমি ছুটে চল ঝরণার ছন্দে
তুমি গেয়ে যাও সুকন্ঠী পাখির আনন্দে ।
তুমি শোভা ছড়াও ফুলের গন্ধে ।
সময় বুড়িয়ে যায় ,
কত পূর্ণিমা চাঁদ সূ্র্যে লুকায় ,
কিন্তু বয়স তোমাকে ছোঁয় না ।
তুমি কিশোরীর মতন ,
তুমি সুখের স্বপন ।
তুমি পরীর দেশের পরী
বয়সেরে করেছো চুরি ;
নিষ্পাপ রূপসী তুমি তুলনাহীনা ;
তুমি নীল আকাশে সাদামেঘ আকাশলীনা ।
--------------------------------------------
উৎসর্গ ঃ-সুপ্রিয় শায়মা
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্রথম প্লাসে অনেক ধন্যবাদ আর শুভকামনা ।
২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
নুসরাতসুলতানা বলেছেন: কবিতা ভাল হয়েছে।
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। ভাললাগা জানবেন।ভাল থাকবেন।
৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আকাশলীনা নিয়ে আপনার লিখা গুলো ভালো লাগে !
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আকাশলীনা সিরিজ হয়ে যাবে। শুভকামনা জানবেন অভি।
৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঝকমকে সুন্দর কবিতা!!! পড়ে মনে আনন্দের ঝরণা বইল!!! ভাল থাকবেন কবি!
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল লাগা জানবেন। নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০
বাংলার হাসান বলেছেন: বাহ
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: বাহ এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
আকাশ নীল বলেছেন:
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ইমো তে ধন্যবাদ আর শুভকামনা
৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: বাহ দারুন কবিতা
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
রোমেন রুমি বলেছেন: সুন্দর!
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
তুমি পরীর দেশের পরী
বয়সেরে করেছো চুরি;
নিষ্পাপ রূপসী তুমি তুলনাহীনা
তুমি নীল আকাশে সাদামেঘ আকাশলীনা।
কি সুন্দর!
২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো।
১১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৫
আমিই মিসিরআলি বলেছেন: ৫ম প্লাস +++++
২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪
জুন বলেছেন: খুব ভালোলাগোলো পরী পরী কবিতা সেলিম আনোয়ার
+
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জুনাপি ।কমেন্টেও ভাল লাগায়। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭
কাজলরেখা-০১ বলেছেন: অসাধারণ কবিতা
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।শুভকমনা জানবেন।
১৪| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪
ড. জেকিল বলেছেন: মজার কবিতা, ভালো লেগেছে।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১৫| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
আম্মানসুরা বলেছেন: বাহ!! খুব সুন্দর একটা কবিতা। সকাল বেলা মন টাই ভালো হয়ে গেল
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে আমারও মন ভাল হয়ে গেল। ধন্যবাদ কমেন্টে ও ভাল লাগায়। শুভকামনা জানবেন।
১৬| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১
নেক্সাস বলেছেন: খুব সুন্দর কাব্যের অনুরনন.....
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি ভাললাগা জানবেন। আপনি এখনো অসুস্থ আছেন।এমতাবস্থায় ও আপনার করা মন্তব্য আমাকে সত্যি দারুণ উৎসাহিত ও গর্বিত করেছে।আপনার সুস্থতা কামনা করি। ভাল থাকুন কবি।আমার কবিতা লেখার হাতটা এখনো দক্ষ হয়নি। আমার জন্য দোয়া করবেন । আর ভাল থাকবেন।
১৭| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১৮| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০
হৃদয় রিয়াজ বলেছেন: অসম্ভব ভাল লাগল +++
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। শুভকামনা ।
১৯| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সুন্দর কবিতা ভাই।
ভাল লাগলো।
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
২০| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
২১| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
লিখাটি খুব ভালো লাগলো...
''তুমি অনন্ত যৌবনা ; প্রজাপতির মতন
চঞ্চল তোমার মন ''...
শুভকামনা...
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন সবসময়।
২২| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১
মাক্স বলেছেন: দারুণ!
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২৩| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৪| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সকাল রয় বলেছেন:
দুর্দান্ত
ইয়ে মানে আকাশলীনা কে চিনত পারলুম না
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনা ...নীল আকাশে সাদা মেঘ হয়ে ভেসে বেড়ায়।সাদা শাড়িতে পরীর মতন দেখতে।হৃদয়ে তার দারুণ মায়া।হাসিতে মুক্ত ঝরে। প্রজাপতির মতন উড়ে বেড়ায়।
২৫| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সকাল রয় বলেছেন:
দুর্দান্ত
ইয়ে মানে আকাশলীনা কে চিনত পারলুম না
১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
২৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
গোর্কি বলেছেন:
-চির তারুণ্যে ভরা ছন্দময় কবিতা পঠনে তৃপ্তি।
-শুভকামনা।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ছন্দ আসে আকাশলীনা থেকে।তারুণ্য তেমনি।তার যাদুতে বৃক্ষেরা চলতে শুরু করে...পাখিরা কথা বলে ...আর ফুলেরাউড়তে শুরু করে।
২৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা। ছবিও সুন্দর।
প্লাস নম্বর এগারো
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ্।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সব সময়।
২৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
বোকামন বলেছেন:
সময় বুড়িয়ে যায় ,
কত পূর্ণিমা চাঁদ সূ্রযে লুকায় ,
কিন্তু বয়স তোমাকে ছোয় না ।
কবি ! সবসময় এভাবেই সকুজ থাকুন।।
অনেক অনেক শুভেচ্ছা :-)
“+”
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । শুভকামনায় নিরন্তর শুভকামনা।
২৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
বোকামন বলেছেন:
*সবুজ
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: বুঝেছি সবুজ। আকাশলীনা আমাকে সবুজ করেছে। তিনি না থাকলে আমি ঘোর অমাবস্যার অন্ধকার।
৩০| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
রেজোওয়ানা বলেছেন: ভাল লাগলো পড়তে----
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। রেজোয়ানাআপু ভাল থাকবেন সবসময়।
৩১| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১
টুম্পা মনি বলেছেন: সময় বুড়িয়ে যায় ,
কত পূর্ণিমা চাঁদ সূ্রযে লুকায় ,
কিন্তু বয়স তোমাকে ছোয় না ।
অসাম! খুব মিষ্টি কবিতা, ভালো লাগা কবিতার পরতে পরতে। শুভকামনা লেখক।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৩২| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর হয়েছে আকাশলিনা আমার প্রিয় একজন ব্লগারের ফেবু আই ডি আমি মনে করেছিলাম তাকে নিয়ে লিখেছিলেন । পরে বুঝছি না আপনার কবিতার নাম আকাশলিনা
++++
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: পরে কিভাবে বুঝলেন কবিতার নাম আকাশলীনা ,,,,আপনার প্রিয় ব্লগারও তো হতে পারে।
আমি ভালবাসি আকাশলীনা
আমি বাজিয়ে যাই প্রেমের বীণা।
৩৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০
ভিয়েনাস বলেছেন: সুন্দর প্রানবন্ত কবিতা....
ভালো লাগা জানালাম....
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তন শুভকামনা। ভাললাগা জানবেন্ ।
৩৪| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৬
শ্যামল জাহির বলেছেন: ------
গদ্য দিয়ে শুরু, আর পদ্য দিয়ে শেষ....
আকাশলীনা-তোমায় পড়ে লাগছে মনে বেশ!
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ অশেষ।
ভাল থাববেন সবসময়
৩৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭
টুম্পা মনি বলেছেন: আমি পেলাস দেই নাই। কারণ গতকাল থেকে ব্লগের প্লাস বাটন কাজ করতেসে না। সরি
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অনেকেই এই কারণে আমার পোস্টে লাইক দিতে পারে না। সুকৌশলে বাটনটা আর অপেন হয়না। ফলে লাইক সংখ্যা কমে যায় এতে কার লাভ হয় কে জানে?
৩৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬
টুম্পা মনি বলেছেন: মন খারাপ না করেন। প্লাস বাটন ঠিক হলে আপনাকে এত্ত+++++++++++++++++++++++ প্লাস দিব। ঠিকাছে?
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টেই এত্ত ++++++++++++++প্লাস পেলাম।
আপনাকে এত্তগুলা ......................................ধন্যবাদ । শুভ সকাল।কেমন আছেন?
৩৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
টুম্পা মনি বলেছেন: হু আমি ভালো আছি,
শুভ দুপুর
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভাল আছি। শুভ সকাল। আজকেও ভাল থাকুন। আমার সব কবিতা নাকি খারাপ?
৩৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
একজন আরমান বলেছেন:
চমৎকার।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময়।
৩৯| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৪০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো সেলিম ভাই। আকাশে যে বিলীন হয়ে যায়, তার নাম আকাশলীনা। প্রগাঢ় নীলিমায় ডুবে গিয়ে ক্রমশ সে হয়ে ওঠে আকাশনীলা; মেঘকুন্তলে বৃষ্টির ফুল
শুভ কামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ভাল থাকবেন সবসময়।
আর আকাশলীনার প্রতি
আকাশলীনা ভালো থেকো
আকাশলীনা নীল আকাশে সুখে থেকো
আকাশলীনা সারাটি জীবন পাশে থেকো।
৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা ।+++
ভাল থাকুন সব সময় ।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়।
৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
রাইসুল সাগর বলেছেন: বেশ ভালো লাগলো ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রাইসুল সাগর ।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
খেয়া ঘাট বলেছেন: মন ভালো করে দেয়ার মতো ছবি, মন ভালো করে দেয়ার মতো লিখা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।