নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আকাশলীনা ও রাজকুমার
আমার হৃদয় একটু একটু করে
অনুভূতি খুঁজে পাচ্ছিল;
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো
ক্রমাগত কড়া নাড়ছিল।
তুমি প্রজাপতির মত উড়ে উড়ে যেতে,
তোমার অবিরত চলায়
হৃদয় পুলকিত হত।
কল্পনার সপ্নালোকে হারিয়ে যেতাম আমি।
আমি সেই রাজকুমার আকাশলীনা;
নীল আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা
শরতের কাশবনে ঘন সবুজে সফেদ সাদা কাশফুল যেন!
আমার নীল শার্টে তোমার শ্বেত হস্তের কোমল পরশ
ইন্দ্রধনু যেন বেহাগের সুরে বাজে!
আকাশলীনা আমার বুকের জমিনে
ছুঁয়ে ছুঁয়ে থাকো!
কাঠালচাঁপার গন্ধে বুকটা ভরে ওঠুক;
তুমি আমার সপ্ত ইন্দ্র ছুয়ে ব্যঞ্জণা ছড়াও
আকাশলীনা, আকাশ পানে চাও।
পূর্ণিমা রাতের অবাক জ্যোৎস্না দেখ,
দেখ লাল টকটকে রঙিন সূর্য রাঙা প্রভাত;
দেখ গুধূলীর আলো,
আমার বুকে কান পেতে শুন রাখালীয়া গান।
সুরের মাধুরী রচনা কর,
তোমার কলতানে বিমুগ্ধ হোক এ ধরণী,
তুমি যেন মুক্ত বলাকা সদা চঞ্চল হৃদয় হরিণী।
তোমার ভালাবাসা স্নানে পাপেরা পালায় দূরে
পূণ্যেরা ভীড় করে।
মনের কালিমা দূরীভূত হয়
নিষ্পাপ শিশুটির মতন পবিত্র এ প্রেম
আমাকে বিশুদ্ধ করে তোমার অবগাহনে
তোমার কামনার অনলে পোড়ে
খাটি সোনা হয়ে ওঠি।
নিঃস্ব এ মন ঐশ্বর্য লাভ করে
আমি রাজকুমার হয়ে ওঠি
সাদা পরীর বেশে তুমি
তোমায় নিয়ে আকাশপানে ছুটি ।
আকাশলীনা ভালবাসা বৃথা যায় না,
ভালবাসার ক্ষয় নাই লয় নাই,
ভালবাসায় ধ্বংস না্ই আছে সৃষ্টি
আকাশলীনা তোমার ভালবাসা যেন তপ্ত সাহারায় একপশলা বৃষ্টি।
ভয় কি প্রেমে বলো !
প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গ রচে স্বর্গেই চলে যায়
প্রেমে পিছপা হতে নাই।
ভালবাসা মানে, তুমি আমি সবুজ ঘাসে পাশাপাশি শুয়ে
শরতের আকাশে অপলক চেয়ে থাকা;
ভালবাসা মানে আপন ভূবনে হারিয়ে যাওয়া
রাজকুমারের হৃদয়রাজ্যে আকাশলীনাকে পাওয়া ।
--------------------------
প্রেমের বাঁশি
আমি বাতায়নে বাঁধি ঘর
তুফানে গড়ি দোসর।
ভেবে দেখ সখি
বালিয়ারীতে বাঁধবে কি না বাসর?
পাতালপুরের রাজপুত্র আমি থাকি অচিনপুর
পরীর দেশের পরীকে নিয়ে দেখবো রঙিন ভোর।
পরীর রাজ্যের পরী
তোমার ও হাত হরি।
সারা দেবে কিনা?
বাজাই যদি প্রেমের বাঁশি — নিষ্ঠুর সেই বীনা!
-------------------
উপলব্ধি
প্রেম যদি অভিশাপ হয়
তারে স্বাগত জানাই;
প্রেম যদি গরল হয়
নির্দ্বিধায় পান করে ফেলি।
প্রেমের জন্য প্রেমিকজনে সব ছেড়েছে
কূল মান ধন
সম্ভ্রম খুইয়েছে কতজনে!
কোন জবাব আছে?
এতই বিনাশী ভালবাসা
মানুষ কেন তা বাসে?
হতে পারে
প্রেমের বেদনায় প্রশান্তি আছে
আছে পরম পাওয়া;
তাইতো সবাই ভাল বাসে
তাইতো ভাল বেসে যাওয়া।....
তোমার জন্য
তোমার জন্য ফুল,
মিষ্টি বকুল;
একমুঠো ভালবাসা,
একরাত নিদ্রাহীনতা,
এক পশলা বৃষ্টি,
কিছুটা অনাসৃষ্টি;
এক পেয়ালা অনিশ্চয়তা,
কয়েকটা দীর্ঘশ্বাস;
একটি লালগোলাপ,
একটা খেলনা পুতুল;
একটুখানি নীল
একটা সফেদ সাদা ;
একটুখানি আদর
আর সুদীর্ঘ প্রতিক্ষা!
--------------
ছবি-গুগল ও গ্রেট শায়মা
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
গোঁফওয়ালা বলেছেন: স্নিগ্ধতায় ভরা একটি কবিতা। ভালো লেগেছে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
রোকেয়া ইসলাম বলেছেন: দারুন...... অসাধারন একটি কবিতা।
খুব খুব ভাল লাগলো।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি ও কবিতা দুটো মিলিয়ে অসাধারণ পোষ্ট !
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: তোমার জন্য ফুল,
মিষ্টি বকুল !
সুন্দর
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।
আচ্ছা প্যারাগন শব্দের মানে কি ?
ভাল থাকুন সেলিম ভাই ।
শুভকামনা ।
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: বৃহদাকার নির্ভেজাল হিরক খন্ডকে প্যারাগন বলা হয় ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫
মাক্স বলেছেন: দারুণ লাগলো!
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ পোষ্ট কবি। ভাললাগা জানবেন।
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
একজন আরমান বলেছেন:
বাহ ! বেশ লাগলো
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
১০| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০
আরজু পনি বলেছেন:
দারুণ তো !
ছবি আর কবিতার মিশেল বেশ লাগলো !
উপলব্ধি পড়ার শুরুতে আমার পোস্টটার কথা মনে পড়ে গেল
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: উপলব্ধি লিখেছিলাম। যথন মনে উপলব্ধি এল পোস্ট বেশি দিয়ে ফেলছি । পোস্ট কমাতে হবে ,না হলে রাবণেরা এটাক করতে পারে।তাই আপনার নিকে পোস্ট করে কমেন্ট করি কবিতাটি কেমন হলো? আপনার স্মরণ শক্তি প্রশংসনীয়।
সাম্প্রতিক সময়ের কামোকাল একশন এর জবাবে প্রতিদিন ২০টা কবিতা লিখতাম। বাট বাট তারা তো মানুষ নয় মুর্খের দল। অসভ্য তাই আর প্রতিক্রিয়া না দিয়ে হালি খানেক কবিতা দিলাম। কবিতা ভাল লাগায় ধন্যবাদ।
পোস্টে প্লাস দিতে না পেরে অনেকে বিরক্ত হচ্ছে। এর সমাধান কি? ব্লগ মাতার দৃষ্টি আকর্ষণ করছি।
প্রিয়তেও নেয়া যাচ্ছে না পোস্ট।
পাছে লোকে কি বলে পাত্তা দেয়াকি সামুর চলে।
ভাল থাকবেন সবসময় শুভকামনা থাকলো।
১১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪
আরজু পনি বলেছেন:
খোঁজা, খুঁজে এসবে চন্দ্রবিন্দু হবে ।
হয়তো বেখেয়ালে বাদ পড়ে গেছে ।
নিস্ব এর পরবির্তে নিঃস্ব হবে ।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সব ঠিক করে দিলাম। আরো ভুল থাকলে চেক করে দেয়ার অনুরোধ থাকলো ।
ব্লগের সব মেয়ে ব্লগ স্টারদের মধ্যে আপনি হলেন গ্রেট। একেবারে আশা জাগানিয়া ব্যক্তিটি।কারণ সব পোস্টে আপনার পদচারণা আছে। গুরু একটা কবিতা লিখবো আশা জাগানিয়া নিয়ে।কবে লিখবা জানিনা।
ভাল থাকবেন সবসময় ।
১২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
লিঙ্কনহুসাইন বলেছেন: অনেক সুন্দর হইছে কবিতা + ছবি ++++++++++
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। আপনার প্লাস বোঝে পেলাম। ছবির প্লাস শায়মা আপুও প্রাপ্য ।ভাল থাকবেন সবসময় এই শুভকামমনা থাকলো ।
১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: + দেওয়া যাচ্চেনা কেন ?
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: মুই তো একই কথাই জিগাই। এখন প্লাস দেয়া যাচ্ছে না।এর পর দেখা যাবে কমেন্ট দেয়া যাচ্ছে না।তারপর হয়তো দেখা যাবে অন্যের পোস্ট দেখা যাচ্ছে না। তার পর নিজে পোস্ট করা যাচ্ছেনা। ..........................ডিজিটাল চক্রান্ত বোধ করি।
এটারা রাজনৈতিক বক্তব্য
আঃ লীঃ.বিরোধী দলের চক্রান্তে পোস্টে লাইক দিতে পারছে না সাধারণ মানুষ। সরকারের অক্লান্ত প্রচেষ্টায় এখনো কমেন্ট ও পোস্ট দেয়া যাচ্ছে।আগামী নির্বাচনে আমাদের বিপুল ব্যবধানে জয়ী করলে আমরা লাইক দেয়ার ক্ষমতা ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।
বি এন পিঃ সরকারী দলের সূক্ষ ষড়যন্ত্রের কারণে দেশবাসী লাইক দেয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জনগনকে সঙ্গে নিয়ে বি এনপি এ দাত ভাঙা জবাব দিবে ।
ডিজিটাল ছাগু ফাইটার (আসলে ছাগল) এটা যুদ্ধাপরাধী রাজাকার চক্রের ষড়যন্ত্র।
হাম্বা নিধন কারী( আসলে নিজেরাই হাম্বা) এটা রুশ ভারতের দাললদের সূক্ষ ষড়যন্ত্র যে কোন মূল্যে এটি প্রতিহত করতে হবে।
নিরব কর্মীর বড় অভাব। অভাব দেশপ্রেমিকের। আছে দেশপ্রেমের নামে ফায়দা লুটেরা। আছে বক্তব্য সর্বস্ব ৪২০রা।
আমার বক্তব্যঃ প্রিয় সামু কর্তৃতপক্ষ আপনারা এ ই ধরণের সমস্যার সমাধান করুণ। দৃষ্টি কটু টেকনিকাল প্রবলেম। যাদের কারণে এসব হয় তাদেরকে অযোগ্যতার কারণে শাস্তির ব্যবস্থা করুন।
ধন্যবাদ কমেন্টে।
১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিকে দেখছিনা যে ?
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: এসে গেছি মামুজান। খোজেনই না আবার পাবেন কিভাবে?
কমেন্ট এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫
আমিনুর রহমান বলেছেন:
ছবিতায় +++
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় আমিনুর ভাই ।ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৬| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮
রোমেন রুমি বলেছেন:
সুন্দর ; সেলিম ভাই ।
ছবি ও কবিতার বিন্যাস ভাল লাগল ।
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৭| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
আহসান জামান বলেছেন:
ভালো লাগছে কবি, ভালো থাকবেন।
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভাললাগায় ও শুভকামনায়। আপনিও ভাল থাকবেন আর মনে রাখবেন।
১৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭
আরজু পনি বলেছেন:
আপনার আরো বেশি বেশি এবং আরো তথ্য সমৃদ্ধ লেখা, আরো দারুণ দারুণ গল্প, আরো উপমা ভরা কবিতা চাই ।
ফ্লাডিং এর নীতিমালায় ধরা না পড়লেই হলো ।
কে কি বলবো তাতে কান দিলে নিজেরই ক্ষতি ।
আপনার লেখাকে থামাতেই চাইবে, থেমে গেলেন তো হেরে গেলেন ।
মনে রাখবেন অসির চেয়ে মসি শক্তিশালী ।।
ফেসবুকের চেয়ে ব্লগের লেখায় মনোযোগী বেশি হোন ।
আর ক্ষমা করবেন, গ্রেট, শ্রেষ্ঠ এসবে আমি নিজের জন্যে বিশ্বাসী নই , কারণ আমি জানি অনেক বেশিই সাধারণ এই আরজুপনি ।
শুভকামনা ।।
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সাধারণের পদটা একমাত্র আমার ।ঐটা নিয়া টানাটানির সুযোগ নাই ।আপনি হলেন ব্লগের রত্ন।মিথ্যা বলি নাই।
ফ্লাডিং এর নীতিমালায় ধরা না পড়লেই হলো ।
নীতিমালা জানাতে মুন চায়......তারপর বুঝবো ফ্লাডিং কি?
ভালবাসার বন্যায় ভেসে যাবে অন্যায়।
১৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
মাগুর বলেছেন: স্নিগ্ধতায় ভরা একটি কবিতা। ভালো লেগেছে। শুভকামনা জানবেন হে কবি
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
২০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার উপস্থাপনায় মুগ্ধ
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।