নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ও হৃদয়হীনা (কবিতা)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১



তোমাকে খুব কষ্ট দিতে ইচ্ছে করে

অথচ তুমি কষ্ট পাবে বলেই তা দিই না!

কষ্টে কেষ্ট মেলে;

অথচ কেষ্ট আমি নই তোমার কাছে তাই না?



ভালবাসার বিনিময় তুমি ঘৃণা দিয়ে শোধ কর

প্রশংসার পৃষ্ঠে তুমি দাও সমালোচনা।



আমার শান্তির মিছিলে তুমি কর কুরুক্ষেত্র রচনা

সাইক্লোনের মত আসো প্রচন্ড গতিতে

ভেঙেচূড়ে একাকার করে দিয়ে

তুমি ছুটে চলে যাও দূর অজানায় অচীন কোন গাঁয়ে।



যাবার বেলা ভালবাসার পরশ দিয়ে যাও

জানিনা শত বানোয়াট অজুহাত কোথায় তুমি পাও।



শুধু দূরে সরে থাকো,

আপন মনে কাহরে নিয়ে রঙিন স্বপ্ন আঁকো?



এভাবেই যাচ্ছে কেটে বেলা

কষ্টে কষ্টে কষ্ট কষ্ট খেলা নিষ্ঠুর ধরাধামে

কষ্টে মেলে কেষ্ট;

এ জীবনে সখা তুমি মোর তপস্যা শ্রেষ্ঠ।

ও হৃদয়হীনা,

শত সাধনে কষ্টক্লেশে তুমি মেল কিনা?








মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২

টুম্পা মনি বলেছেন: তোমাকে খুব কষ্ট দিতে ইচ্ছে করে

- খুব খারাপ কথা।

অথচ তুমি কষ্ট পাবে বলেই তা দিই না!

-এই তো ঠিক বলেছেন। মুগ্ধতা!

কষ্টে কেষ্ট মেলে;
অথচ কেষ্ট আমি নই তোমার কাছে তাই না?

-আপনার মত কবি কেষ্ট না হয়ে যাবি কনে?

হাহাহা পুরা কবিতা এনসার লিখতে পারলে ভালো লাগতো। কিন্তু ঘুমে ধরছে। শুভরাত্রি।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। পুরো কবিতার জবাব চাই।

নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

মেহেদী হাসান মানিক বলেছেন: :(( :(( :(( :(( :((
এত কস্ট কেনু

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এত কষ্ট জীবন নষ্ট। কবিতার নাম লিখেছিরাম কষ্ট।পরে তা চেঞ্জ করেছি। কষ্ট রাখলেই বোধ হয় ভাল হতো।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার শান্তির মিছিলে তুমি কর কুরুক্ষেত্র রচনা
- এই লাইনটা চমৎকার লাগলো!

শুভকামনা রইলো সেলিম ভাই!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । :)

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
জলিল স্যারের ছবিতে ১টা গান ছিল মনে হয় ও হৃদয়হীনা নামে, ঐটার কথা মনে পড়ে গেলো।
শুভরাত্রি সেলিম ||

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: জলিল স্যারের কোন গান।আমার জানা মতে একটা গান ছিল

ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না।
এই আমাকে ..........

সেটি ব্যান্ড মিউজিক।আমিএখন রবীন্দ্রসংগীত শুনছি। মনে রবে কিনা রবে আমারে।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভ কামনা কবি...

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনে মোর ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২০

তাসজিদ বলেছেন: এত কষ্টের কাব্য কেন?

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কষ্টে কেষ্ট মেলে তাই
যদি প্রাল সখারে হৃদয়মাঝে পাই
কষ্ট করে যাই
আকাশলীনাকে যেন আমার করে পাই।

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: একদম যথার্থ লিংক দিয়েছেন। অনন্ত জলিল.আইএম ফম গানা......কমেন্টে ধন্যবাদ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

একজন আরমান বলেছেন:
ভালবাসার বিনিময় তুমি ঘৃণা দিয়ে শোধ কর
প্রশংসার পৃষ্ঠে তুমি দাও সমালোচনা।


চমৎকার দুটী লাইন।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আরমান।দুঃখ দিয়ে নতুন বছরে পদার্পন করতে চাই না ।বিধায় তড়িঘড়ি করে একটা বর্ষপূর্তি পোস্ট দিলাম।


শুভকামনা থাকলো নিরন্তর ।

৯| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সেলিম ভাই।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শ্রদ্ধেয় আমিনুর ভাই। নিরন্তর শুভকামনা থাকলো।

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

মাক্স বলেছেন: চমৎকার!
ইউ নো? প্লাস বাটন বেইমানি করতাসে!

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ঘটনা হলো আমি প্লাস দিতে পারছি। আমাকে কেউ দিতে পারছে না। অভিশাপ লাগলো কিনা। প্লাস বাটন ব্যবহারে স্বজনপ্রীতি, আত্তীকরন, দূর্নীতির কারণে বোধ হয় ওটাকে বিদায় করা হয়েছে । পোস্টে লাইকেব অভাব পরিলক্ষিত হয়েছে।

বেইমান থাকবেই হিরু জিতে যাবে ।


কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

শ্যামল জাহির বলেছেন: ...হৃদ রোগে আক্রান্ত হৃদয়হীনা।
যত কষ্ট কেষ্টব্যাটার!
কেষ্টব্যাটা কষ্ট করাই সমীচীন হবে। যেহেতু- 'কষ্টে মেলে কেষ্ট' :(
পড়ে আনন্দ পেলাম। :)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

অনির্বাণ প্রহর বলেছেন: আমার শান্তির মিছিলে তুমি কর কুরুক্ষেত্র রচনা
সাইক্লোনের মত আসো প্রচন্ড গতিতে


সুন্দর লেখা, আরো পড়ার অপেক্ষায় রইলাম।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কষ্টময় ভালো লাগা রেখে গেলাম ! :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সব সময় ।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,

বেশ কষ্ট নিয়ে লিখেছেন -
"....ও হৃদয়হীনা,
শত সাধনে কষ্টক্লেশে তুমি মেল কিনা?"


গানের সুরেই বলি -
"এক হৃদয়হীনার কাছে....
হৃদয়ের দাম কি আছে ......"


শুভেচ্ছান্তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.