নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শরৎ তোমার এবং প্রলুব্ধি (কবিতা)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮





শরৎ তোমার কাশবনে কাশফুল তুলি

শাদা মেঘের ভেলায় চড়ে দোল খেলি।



শরৎ তোমার নীল আঁকাশে এঁকেছো প্রেম অঞ্জলী,

সোনারোদের আলোরে তাই দেই দোলী।



মানিক বোনা অলংকার তোমার অঙ্গুলী,

তোমার রুপে পাগল এ প্রাণ আন্দোলী।



চারিদিকে আজ আনন্দমুখর সঙ্গীতে্

মনময়ূরী নাচে যেন আজ তোমার নাচের ভঙ্গিতে।



এসো সখি শরৎ হাওয়ায় ভালবাসার দোল খেলি,

বিরহ ব্যথা ভুলে গিয়ে মিষ্টি মধুর বুল বলি।




(রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম একটা কবিতা পড়েছিলাম বেশ আগে।তেমনটি নিজেই লেখার চেষ্টা করলাম অনুকরণে রবীন্দ্রনাথ)



প্রলুব্ধি







জানি পাছে লোকে ভয় তোমার

স্বাধীন ভাবে বলতে পারছো না কথাটি ভাললাগার ;

কিংবা লোকলজ্জায় প্রিয় মানুষটির কাছে প্রকাশ্যে আসছো না।



নিরবে নিভৃতে আস দৃশ্যমান হওনা।

তারপর চলে যাও ; দূর অরণ্যে লুকাও।

ভালবাসি বললে কৃত্রিম রাগ দেখাও!





আসলে প্রেমের জ্বরে ভোগছ

মুখ ফোটে বলতেও নাহি পারছো ,





তোমার আমার রংমহলের এই বিচরণে গর্বের কিছু নেই

বছরের পর বছর এখানে পদচারণায় কিছুই পাওয়ার নেই।

কারো উপস্থিতিতে এখানটা সম্মানিত বোধ করে

কেউ বা এখানে থাকতে পেরেই গর্ববোধ করে।



তুমি একযুগ বিচরণে আঁকাশ হয়ে যাওনি

আর আমি ক্ষণিকের পদচারণায় ক্ষুদ্রটি রইনি।



আমিও হেটে এসিছি বিস্তীর্ণ এক পথ

আমারও আছে বর্তমান, পুরাতন ইতিহাস আর সম্মুখে ভবিষ্যৎ।



ঘটনাবহুল এ জীবন ফেলে তুমি খুজিছো ঘটনা কত জনে

গল্প লিখতে চাও সে আছে ঢের এ জীবনে

আর কারো কাছে যাওয়া অমূলক

দেখতে কি চাও প্রকৃতির রূপ?

আমি ছুটে চলেছি অনন্ত এক পথ।



তোমরা যে পথে হাটো তার কয়েকশো মিটার গভীরে আমার দৃষ্টি,

আমার দুচোখে ধরা পরে যায় আগামী প্রভাতের বৃষ্টি।

আর উপরে জ্যোতিষ্ক মন্ডলী;

আমি খুলে যাই দারুণ জটের দূর্বোধ্য কুন্ডলী।



তুমি চাও প্রাচুর্য সফলতা!

সেগুলো পিছু ছুটেছে ঢের

নেইনি দুহাত ভরে জানি সবই তা ক্ষণিকের।



তুমি চাইলে নেব উজাড় করে তাও,

তুমি সঙ্গীত ভূবনে নক্ষত্রটি হতে চাও?

আগামীতে আমি করে দেবো যাদু তাও!!





ছবি মোবাইলে তুলা কানাইঘাট,সিলেট।



উৎসর্গ: তোমার জ্বর ভালো হয়ে যাক।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
সুন্দর দুটি কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

রাধাচূড়া ফুল বলেছেন: ছবি এবং কবিতা খুব সুন্দর হয়েছে।

উৎসর্গ করেছেন যাকে তার সুস্থতা কামনা করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।
উৎসর্গকারিণীর সুস্থতা কামনা করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ডি মুন বলেছেন: বেশ ভাল

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।+

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

টুম্পা মনি বলেছেন: একটা কবিতা আছে না ''বৃষ্টি এলো কাশবনে, জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথায় রে, লুকিয়ে গেলো বাঁশবনে'' আপনার প্রথম কবিতা পড়তে গিয়ে এটার কথা মনে পড়ল।

দু টো কবিতাই সুন্দর হয়েছে। শুভেচ্ছা জানুন, কেমন?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ওটাতো অনেক ছোট বেলায় পড়েছি।

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন সবসময়।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার কবিতা বড় ভাই +++++++ রইল

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: চমৎকার হইছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

শ্যামল জাহির বলেছেন: আসলে প্রেমের জ্বরে ভোগছ
মুখ ফোটে বলতেও নাহি পারছো,


উৎসর্গ: তোমার জ্বর ভালো হয়ে যাক।

কবিতা পড়ে আমার মনে হয়ে গেল "প্রেমের জ্বরে মরেছি কেঁপে,
দাওনা মুখে থার্মোমিটার" গানটা। :D

আপনার মোবাইলে অনেক সুন্দর ছবি উঠে!

ভাল লাগলো। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ছবি ভাল লাগায় খুশি হলাম।সুরমা নদী কিন্তু বাংলাদেশের দীর্ঘতম। দারুণ নদী। অসাধারণ সুন্দর।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:

কাশফুলতুলি এটা কি এক শব্দ ?

আর মানিক বুনা... বুনা কি 'বোনা'কে বুঝিয়েছেন ? 'বুনন' যেটা ?

কাশ ফুলের কবিতাটা বেশি ভালো লাগলো ।

উৎসর্গ ... ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সব গুলি ঠিক করে দিলাম কবি।
আপনি এখন কেমন আছেন? বুঝেনই তো জ্বর সঙ্গে কাশি আর মাথাও ধরা ।পানিও দিতে হচ্ছে । ;) তার সুস্থতা দরকার।

ভাল থাকবেন সবসময়। :)

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

নেক্সাস বলেছেন: চারিদিকে আজ আনন্দমুখর সঙ্গীতে্
মনময়ূরী নাচে যেন আজ তোমার নাচের ভঙ্গিতে...


লাইন দুটো বেশ ভাল লাগছে।

কবিতা পুরাই জটিল


++++++++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি।সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।


আপনার সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।নতুন কবিতা চাই।



ভাল থাকবেন সবসময়।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই

খুব ভালো লেগেছে লিখাটি...শরতীও শুভেচ্ছা...

কাশফুল... মন ভালো হয়ে যাওয়ার আরেকটা নাম...

শুভকামনা...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অদৃশ্য ।

আপনাকেও শারদীয় শুভেচ্ছা।

আর নদী।নদীও মন ভাল করে দেয়।

সুরমা নদী একটু বেশি। ওখান থেকে মেঘালয় দেখা যায়।

ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:

'আরজুপনি' কখনোই কবি পরিচয়ে পরিচিত হতে রাজি নয় ।
তার সেই যোগ্যতা্ও নেই । :|

মারমার কাটকাট বিষয়েই তার যত আগ্রহ B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেকেই অনেক কিছুতে রাজী নয়। এখন দেখি কবিতাতেও ছন্দ খুঁজে বেড়াচ্ছেন। কবিকে কবি বলতেই হয়। নাহলে কবিত্ব শেষ হয়ে য়াবে যে।

তুমি কি কেবলই কবি
শুধু ছন্দ মাখা
ওই যে নীহারকা
নও কবি নও কবি নও শুধু কবি 8-|


কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

অদৃশ্য বলেছেন:





আপনাকে কিন্তু আমি ''শরতীও শুভেচ্ছা''ই জানিয়েছি... এবার একটি সুরমা নদীর পাশের এক সমূদ্র কাশফুলের শুভেচ্ছা জানালাম... সাথে শরতের আকাশের পেজা মেঘের শুভেচ্ছাও দিলাম...

শুভকামনা...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ। আবারো শুভকামনা।

শরতীয় শুভেচ্ছা পেয়েছি।

আকাশের পেজা মেঘের শুভেচ্ছা বুঝে পেলাম।


ভাল থাকবেন সবসময়।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর কবিতা! ভালো লাগা রইলো!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ঢাকাবাসী । আমিও ঢাকাবসী জন্মের পর থেকেই। ভাল থাকবেন সবসময়।শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.