নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হিসেবি প্রেম

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪





ভালবাসতে এত কার্পন্য !

এমনভাবে ভালবাসো মনে হয় এই বুঝি তা শেষ হয়ে গেল!

কিংবা ভালবাসা হয়ে গেলে তুমি শেষ হয়ে গেলে;

ব্যাপারটাতো এমন নয়!



হাজারজনের ভালবাসার মূল্য কি আছে বলো?

সে তো বহুগামিতার মতন অশুদ্ধ প্রেম

মৌলিক ভালবাসা চাই।



শুধু তোমাতে আমাতে অন্যে কেহ নয়

এখানে প্রেমিক মন নীড় খুঁজে পায়;

এখানে প্রেমেরা পূর্ণতা পায়।



কলি ফুটে ফুল হয় ফুল থেকে ফল হয়

অন্য ভাবে কিছু হয় না;

সাময়িক সুখানুভূতি মেলে হাজার পুরুষ কিংবা নারীর কামনায় ধন্য বোধ হয়

আসলে এ ভ্রম এটি সুখময়তা নয়।



এ যে বিড়ম্বণা

প্রেম মানে শুধু তুমি আমি

প্রেম মানে একটি ছোট নীড়

দুটি প্রাণ দুটি প্রাণে হারিয়ে যাওয়া কামনায় অধীর।






ছবি : সহকর্মী আরেফিন এর এলবাম ,দঃ কোরিয়ার আদিম ছোট্ট ঘর

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: হাজারজনের ভালবাসার মূল্য কি আছে বলো?
সে তো বহুগামিতার মতন অশুদ্ধ প্রেম
মৌলিক ভালবাসা চাই।
চমৎকার। ++

ছবিটাও সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ বড় ভাই, দারুণ

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । :)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: সেইরাম হয়েছে ভাইজান

++++

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "প্রেম মানে শুধু তুমি আমি
প্রেম মানে একটি ছোট নীড়
দুটি প্রাণ দুটি প্রাণে হারিয়ে যাওয়া কামনায় অধীর।"
অনেক ভাল লাগা!!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন:



ভালা হইছে সেলিম ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

লেখোয়াড় বলেছেন:
ছবিও সুন্দর, কবিও সুন্দর, কবিতাও সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ লেখোয়াড় ভাই।


নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: ভালো কবিতা পড়লাম।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

মেহেদী হাসান মানিক বলেছেন: কবিতা ভাল হইছে কিন্তু পিলাস দিতে পারি না যে :( :( :( :( :(

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। + বুঝে পেলাম।

এই শুভকামনা থাকলো যাতে অচিরে ই + দিতে পারেন। :)

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

শামীম সুজায়েত বলেছেন: প্রেম মানে শুধু তুমি আমি
প্রেম মানে ছোট্ট নীড়

আবার এমনও কিছু কিছু প্রেম থাকে, যা কখনও নীড় বাধা হয়না।

ভাল থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

ভাল থাকবেন সবসময় । :)

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: মনে করেছিলুম চলতি হিসাবই খুলি
যেতে যাতে ভাবলুম বৃদ্ধি তো হবে না বাড়বে না ভালোবাসার ঝুলি
তাই পরামর্শ নেই -
যেই ভাবনা সেই -
ক্যাশিয়ার বেটা কয় একবার
আমি কই কন আরো-একবার -
বুঝি সঞ্চয়ী হিসাব - যখন তখন -
পাবো অবশ্য কম -
তাতে কি ?
চিন্তায় ফেললেন - তাহলে কি ফিক্সড ই ভালো -
- ধরা ছোয়াঁ যাবে না যে-
ওমা সে কি ?
-তা হলে মান্থলী নেন -
সেই ব্যাবস্থা আছে নি হে -
-তবে আর বলছি কি -

হুম - বড় ই চিন্তার বিষয় - কন তো ভালোবাসা রাখি কোন হিসাবে -


(বিদ্রঃ ........................... )

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কি ফিক্সড ই ভালো - ইয়াপ ফিক্সড ভালো ।

ধন্যবাদ । কমেন্টে নিরন্তর শুভকামনা।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মৌলিক ভালবাসা জিনিস টা কি ! এই প্রথম শুনলাম !

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি নতুন শব্দ ব্যবহার করা চেষ্ঠা করছি।


মৌলিক ভালবাসা হলো ভালবাসা
বাকি সব সর্বনাশা ।

আরো অনেক নতুন শব্দ আসবে। :)

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

ড. জেকিল বলেছেন: ভালবাসায় সামান্য ভেজাল থাকলে আর সেটা ভালবাসা থাকেনা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ড. জেকিল ।

নিরন্তর শুভকামনা থাকলো।


ভালবাসায় সামান্য ভেজাল থাকলে যেমন সেটা আর ভালবাসা থাকে না তেমনি ভেজাল মানুষের ভালবাসাও ভালবাসা নয়। এদের থেকে শতহাত দূরে থাকা উচিৎ। :)

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

লাবনী আক্তার বলেছেন:
শুধু তোমাতে আমাতে অন্যে কেহ নয়
এখানে প্রেমিক মন নীড় খুঁজে পায়;
এখানে প্রেমেরা পূর্ণতা পায়।


ভালো লাগল কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

একজন আরমান বলেছেন:
শেষ প্যরাটা দারুণ কবি।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আরমান ভাই কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: কবি। দারুন লিখেছেন। এবার আড্ডায় আসবেন

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: থাকার চেষ্টা করবো মাহতাব ভাই। :) ২৬ তারিখের পরে হলে থাকতে পারবো।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! কবিতায় ভালো লাগা রইলো সেলিম ভাই!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় । :)

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হাজারজনের ভালবাসার মূল্য কি আছে বলো?


চমৎকার কবিতা, ছবিটাও দারুন ।


:) :) :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!! চমৎকার লেখনী।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

ঢাকাবাসী বলেছেন: ছবি আর কবিতা দুটোই চমৎকার, কবি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লিখেছেন কবি

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

২১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

সায়লা বলেছেন: ভালো লাগল

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.