| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কি স্বাধীন?
তুমি কি  বলতে পারো সব নির্দ্বিধায় ?
নাকি বলে ফেল কারো ইঙ্গিতে ইচ্ছায়।
তুমি নাকি বীর !
তুমি প্রতিবাদ করো 
যুক্তি দেখাও;
যুক্তির পৃষ্ঠে যুক্তি
তুমি কর না কাহারেও ভক্তি ।
তুমি উদ্ধত তুমি সংযত নও
তোমার ক্ষমতার তোড়ে ভেসে যায় জানি সব।
স্বাধীনতার পক্ষ নিয়েছো নাকি নিজেই পরাধীনতা কিনে নিয়েছো!
তোমার চলা কি কারো হুকুমের বলা
তবে তো তোমার স্বাধীনতা নেই।
তোমার বলাও অন্য কারো চাপিয়ে দেয়া বোঝা
যা তুমি বয়ে বেড়াও কুলির মতন
বিনিময়ে বাহবা জুটে তোমার
জুটে অর্থকড়ি মেলা
তুমি বীরবাহাদুর বনে যাও।
অন্যকে হেয় করতে পারলে তোমার খুশির সীমা নাই
তুমি জিতে যাও সবাই বাহবা দেয় তোমায়।
তুমি কি স্বাধীন?
চিন্তায় চেতনায় বলায়।
নাকি কারো দারুন নিয়ন্ত্রণে কারো চরম অধীন
বিধি নিষেধের বেড়াজালে পরেছো ধরা
দাম্ভিকের মতন ধরাকে করছো সরা!
তোমার মত বিক্রিত মস্তিস্কের কতটুকু মূল্য আছে?
দেশ মাতৃকা আর শত মানুষের কাছে।
তুমি রাজার অনুচর
ক্ষমতাসীন মহাক্ষমতাধর
কিংবা কোন পুরুষের হুকুমের দাসী
খোপায় গুঁজেছো হাস্নাহেনা
মুখে সুখের বাঁশি।
এভাবে স্বধীনতারে করছো কলংকিত
এত এত প্রাণ ঝরেছে
এত এত আত্ন বলিদান
রক্তসোপান পেরিয়ে এসেছে স্বাধীনতা সুমহান।
অথচ তোমরা দাসী
গয়া কিংবা কাশী
তোমাদের গর্জনে স্বাধীন যারা, হয়ে যাবে দিশেহারা তারা?
তা হবে না
হবে সততার জয়
প্রেমে সিংহাসনে সবখানে
তোমাদের মত মৃতবাঘের দাম নেই কোন।
শান্ত শিষ্ট সুবোধ বালক যে বিক্রি হয়ে যায়নি
যে স্বাধীন সেই শ্রেষ্ঠ বীর
বেঁচে থাকার আনন্দ তার আছে।
তুমি গর্জ কাহার হর্ষে ?
তুমি বর্ষ কাহার বিষাদে?
তুমি মুক্ত বলাকা নও
বিকশিত আলোক নও।
আমি তোমায় অবজ্ঞায় বলি যাও।
তুমি আঁধারে বন্দি ;
স্বাধীনে অধীনে হতে পারে না কোন সন্ধি ।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তুর শুভকামনা।
টাইপো ঠিক করার চেষ্টা করেছি।
আমি ভাল আছি।
আপনি কেমন আছেন?
টাইপো গুলি ধরিয়ে দিলে ভাল হত।
নিজের ভুল বের করা কঠিন। 
 
আরেকজনের ধরে ফেলি সহজেই। 
 
তাই হেল্পান।অনুরোধ থাকলো 
২| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৫৯
সদয় খান বলেছেন: অসাধারণ +++ আমার খুব ইচ্ছা করে কবিতা লিখতে কিন্তু কেন জানি পারি না । ভাবটা প্রকাশ করতে পারি না ।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করেন হয়ে যাবে।
চেষ্টায় বান্দা মদদে খোদা  
 
তাকে আসতেই হবে। ফেয়ার খেলা। 
 
৩| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:০৬
শ্যামল জাহির বলেছেন: প্রতিবাদী কবিতা।
অনেক ভাল লাগলো কবি!
বিক্রিত মস্তিস্কের সঙ্গে সন্ধি হবেনা কোন! 
শুভ কামনা।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: শব্দটা কিন্তু বিক্রিত ও ব্যবহার করেছি।বিকৃত নয়।  
 
যারা সত্যকে অস্বীকার করে যারা সত্যকে রুখতে জোটবদ্ধ সে মেয়ে হোক আর ছেলে হোক।অসুস্থ। দে শোড গো টু হেল। 
 
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। 
 
৪| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ইদানিং আপনার লেখাগুলো বেশ ভালো লাগছে!
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। কেমন আছেন আপনি।
সাক্ষাতের ফুরসত মিলছেনা। 
তারপর কথা দিলাম কথা হবে দেখা হবে।
ভাল থাকবেন সবসময়।শুভকামনা থাকলো ।
৫| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তুর শুভকামনা অভি কেমন আছেন ?
৬| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৩০
ফয়সল নোই বলেছেন: 
৫ম লাইনে মনে হয় `প্রতিবাদ' হবে ?
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ঠিক করে দিলাম। অনেক ধন্যবাদ।  আরো কোন টাইপো থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ থাকলো ।
আর অবশ্যই ভাল থাকবেন আর মনেরাখবেন সবসময় ।
৭| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর লিখেছেন... ভালো লাগল খুব 
 
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
আপনি সুস্হ হয়ে ফিরে এসেছেন দারুন খুশি হয়েছি।
হ্যাপী ব্লগিং।
৮| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০০
শ্যামল জাহির বলেছেন: শব্দটা কিন্তু বিক্রিত ও ব্যবহার করেছি।বিকৃত নয়।  
কবি আমি 'বিক্রিত মস্তিস্ক-ই' পড়েছি।
যে মস্তিস্ক বিক্রি যায়(!) এমন তাই না?
শুভ কামনা।
অনেক ভাল লাগা রইলো।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ধরেছেন।   আবারো ধন্যবাদ। 
হুম যে মস্তিষ্ক বিক্রী হয়ে যায়। যারা নিজেদের বিচরণ সীমিত করেছে। যারা ছোট মেন্টালিটির। যারা মিথ্যা প্রপাগান্ডায় কিংবা আৃঙুর ফল টক ভাবনায় হীনমন্যতায় আছেন।সেই সমস্ত বিবেচনাহীন ক্ষুদ্রমানসিকতার মেয়ে ও পুরুষ।
শুভকামনা থাকলো।
৯| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
কবি ক্যামন আছেন ? 
আপনার লেখা পড়া হয় , মন্তব্ব্য করা হয়ে ওঠে না ! 
শিরোনামটা খুব পছন্দ হয়েছে বলে সাইন ইন করতে বাধ্য হলাম ... 
অনেক ভালো লেগেছে ...
খুব খুব সুন্দর!
প্রেমে সিংসাহসনে সবখানে , এখানে সিংহাসনে হবে বোধ হয়! 
 
 
ভালো থাকুন কবি!
শুভেচ্ছা !! 
 
০৫ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: লেখক বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্য ধন্যবাদ। ঠিক করে দিলাম।
 কবিতা মনোযোগ সহকারে পাঠ করেছেন খুব খুশি হয়েছি। 
  
 ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার।
১০| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৮
বশর সিদ্দিকী বলেছেন: চমৎকার কবিতা। তিন বার পরলাম। তিনবারই ভাল লাগল।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো । 
 
ভাল থাকবেন সবসময় । আর মনে রাখবেন।
১১| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
তাসজিদ বলেছেন: ১০০ টি প্লাস কবিতায়।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: প্লাস বুঝে পেলাম। আপনাকে ১০০ টি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 
ভালথাকবেন সবসময়  আর মনে রাখবেন। 
 
১২| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: শান্ত শিষ্ট সুবোধ বালক যে বিক্রি হয়ে যায়নি
যে স্বাধীন সেই শ্রেষ্ঠ বীর
বেঁচে থাকার আনন্দ তার আছে।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সেই লোক মুক্ত চিন্তার অধিকারী, দেশের ভাল মন্দ স্বাধীনভাবে বিচার করতে জানে। ব্যাক্তি স্বাধীনতা হীন মানুষ তো মৃত ।তার কথার কি দাম আছে?তারই বা কি দাম আছে।সে তো প্রতারক। সে দেশ বিক্রি করে দিবে নিজের মিথ্যা আদর্শ আর ব্যক্তি স্বার্থের কাছে।
ধন্যবাদ কমেন্টে ও পাঠে। 
 
১৩| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
শিরোনামের অর্থ বুঝতে ৫ মিনিট লাগল। এটা কি, 'আমি তোমায় অবজ্ঞায় বলি, যাও'? 
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম ঠিক করে দিচ্ছি। কবিতাও বুঝতে হবে। এখানে যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে না তাদেরকে অবজ্ঞা করা হয়েছে।কারণ তারা দলের স্বর্থের উর্ধ্বে ওঠতে পারে না।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। স্বর্ণা বলেন দেশ বড় না কি দল বড়? দেশের মানুষ বড় নাকি নোংরা রাজনীতি বড়। 
যারা দেশের সমূহ ক্ষতি করার পক্ষে যুক্তি দাড় করায় দেশের মানুষদের অবজ্ঞা করে তারা কি ভাল? নাকি নিকৃষ্টতম। 
 
১৪| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৮
চাদের জোসনা বলেছেন: কবিতার ধারে কাছে যাই না। কেমন যেন কাঠের মত শক্ত শক্ত লাগে। এই কবিতার শিরোনাম জোর করে ভিতরে আনলো। পড়লাম বিমোহিত হলাম। রক্তে প্রতিবাদের একটা রি রি অনুভব করলাম। তুমি স্বাধীন। কবি তুমি লেখ আরো লেখ। আমরা তোমার লেখায় উজ্জিবিত হতে চাই। অসংখ্য ধন্যবাদ।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার  এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে জীবন দিয়েছে দেশের জন্য দেশের মানুষের জন্য । অথচ সেই দেশের নব্য রাজাকার ও তাবেদার শ্রেণীর জন্ম হয়েছে।তাদের কথায় ঘৃণা ধরে যায়। এ তাবেদার চামচিকার দল নিজেদের স্বাধীনতার ধারক বাহক ভাবে।    
সবার আগে দেশমাতৃকা,স্বদেশভূমি তারপর অন্যকিছু । 
তাবেদাররা নিজেদের হিরু ভাবে।অথচ তারা চামবাজ। 
 
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
১৫| 
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: সময়টা ভাল, সামনে পূজা-ঈদ আছে । বলি-কোরবানি হতে চাইলে হয়ে যান । রিলেশনশিপ স্ট্যাটাসে পরিবর্তন আসলে ভাল লাগবে ![]()
 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। পাত্রী কোথায়? তিনি না আসলে স্ট্যাটাস পরিবর্তন করবো কিভাবে?
ভাল থাকবেন সবসময় ।
১৬| 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর কবিতায় +++ রইল। 
 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়।
১৭| 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৭
লেখোয়াড় বলেছেন: 
দিন দিন এক নতুন সেলিমকে পাচ্ছি।
তীব্র আর ধারালো লেখনী বের হচ্ছে।
এটাই চাই। আপতত এটুকুই।
সময় পেলে এই কবিতাটি নিয়ে কথা বলে যাব।
ভাল থাকেন।
 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৮| 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ২:২১
হৃদয় রিয়াজ বলেছেন: ফাটাফাটি সেলিম ভাই।
"তুমি কি স্বাধীন?
চিন্তায় চেতনায় বলায়।
নাকি কারো দারুন নিয়ন্ত্রণে কারো চরম অধীন
বিধি নিষেধের বেড়াজালে পরেছো ধরা
দাম্ভিকের মতন ধরাকে করছো সরা!
তোমার মত বিক্রিত মস্তিস্কের কতটুকু মূল্য আছে?
দেশ মাতৃকা আর শত মানুষের কাছে।"
লাইনগুলো এখনও মাথায় ঘুরছে।
 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। হায়দর হোসেনের সেই বিখ্যাত গান স্বাধীনতা নিয়ে। কি দেখার কথা কি দেখছি .............।স্বাধীনতা নিজেরাই বিকিয়ে দিয়ে গোলামীর জিঞ্জির পায়ে পরে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
নিরন্তর শুভকামনা থাকলো। 
 
১৯| 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্বাধীনতা নিয়ে ভাবছি...
কবিতায় ভালো লাগা 
 
কবিকে শুভেচ্ছা!
 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা নিয়ে ভাবার সময় হয়েছে। নাগরিক অধিকার নিয়েও ভাবার সময় এসেছে। 
  
 
কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
২০| 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি তোমায় অবজ্ঞায় বলি ,যাও ।এটি অবজ্ঞা হতে পারে। হতে পারে শতাব্দীর সবচেয়ে রুমানটিক আহবান। একজন প্রেমিকাকে প্রেমিকের কাছে ডাকার আহবান। 
 
২১| 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০২
এম মশিউর বলেছেন: স্বাধীনতা, সত্যিই কি পেয়েছি? 
ভালো লেগেছে।  
  
 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। পাওয়া স্বাধীনতা আমরাই জলাঞ্জলী দেই।  স্বাধীনতার স্বাদ কয়জন লাভ করে।স্বাধীনতার মূল্য কয়জন বুঝে ।
 
 
২২| 
০৫ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:০০
টিসেলিম বলেছেন: দারুন কবিতা
 
০৫ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
স্বাধীনতা নাই আজও নব্য উপনিবেশবাদ জেকে বসে । ভারতের রামপাল প্রকল্প তেমনি একটা চাপিয়ে দেয়া ষড়যন্ত্র।    ভালথাকবেন।
২৩| 
০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১২
টুম্পা মনি বলেছেন: চমৎকার হয়েছে। অনেক ভালো লাগল। অনেক না বলা কথা উঠে এসেছে। অনেক শুভেচ্ছা জানুন ভাইয়া।
 
০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২৪| 
০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:২৬
নেক্সাস বলেছেন: তুমি কি স্বাধীন?
চিন্তায় চেতনায় বলায়।
নাকি কারো দারুন নিয়ন্ত্রণে কারো চরম অধীন
বিধি নিষেধের বেড়াজালে পরেছো ধরা
দাম্ভিকের মতন ধরাকে করছো সরা!
তোমার মত বিক্রিত মস্তিস্কের কতটুকু মূল্য আছে?
দেশ মাতৃকা আর শত মানুষের কাছে। 
চমৎকার
 
০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন সবসময়।
২৫| 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:১৯
আরজু পনি  বলেছেন: 
বাহ্ দারুণ !
বিক্রিত-র ব্যবহারের ধরণে মজা পেয়েছি...অভিনব ।
 
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: মজা শুধু বিক্রিততে পেলেন।আর বাকী কাবতা ফাও । কবিতায় কত সুন্দর মেয়েলি অলংকরণ ঢুকিয়ে দিয়েছি ।তা কেওউল্লেখ করলো না।
কমেন্টএ ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৪৬
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় +++
টাইপো আছে ঠিক করে নিয়েন সেলিম ভাই।
কেমন আছেন?