নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোর জন্য গন্দম খেয়েছিলাম
তোর ভুলে সে আমার প্রথম ভুল
তারপর স্বর্গ থেকে নিক্ষেপিত হলাম
স্বর্গরাজ্যের রাজা্ থেকে মর্ত্যের পৃথিবীতে লাঙল জোয়াল কাঁধে নিলাম।
আর সাড়ে তিনশো বছর কেঁদেছিলাম
বিরানভূমিতে অশ্রু নদী সৃজেছিলাম।
তোকেই ভালবেসেছিলাম;
তোকেই সঙ্গী করেছিলাম।
মর্ত্যের পৃথিবীতে তোকে নিয়েই স্বর্গ গড়েছিলাম
তুই সঙ্গে থাকলে আমি স্বর্গ গড়তে পারি
তুই না থাকলে শুধু ব্যর্থতা এমনকি নিঃশেষও হতে পারি।
খ্যাতির লোভ পেয়েছে তোকে
বিভীষণেরা লেগেছে পিছে।
লোভে মরণ
কহে গুণিজন।
এক সত্য আমি
আর এক সত্য তুই
আর সকলই মিথ্যে যাদু
এই কথাটি কই।
তুই ভুল বুঝিস ,তুই ভুল শুনিস ,তুই ভুল করিস
আর আমিও একটা কাজই করি
সেটা হলো তোকে ভালবাসি,বুঝিস?
তুই কিছুই বুঝিস না!
এটাতো সহজবোধ্য ভালবাসা
তাতো বুঝিস ?
নাকি সেটিও বুঝিস না।
এত যে ভুল করিস
সুযোগ পেলে ভুলের বশে একটুকু ভালবাসিস।
তোর জন্যেই ভালবাসা
তোর জন্যেই সর্বনাশ
তোর জন্যেই বাঁচা মরা
তোর জন্যেই স্বর্গবাস।
ছবি নিজস্ব সংগ্রহ..দক্ষিণ কোরিয়া সাগর।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালবাসার জন্যই পৃথিবীতে বাস।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: গন্দম খেয়ে সাড়ে তিনশ বছর! এর নাম ভালবাসা। ভাল।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: এটা আদম হাওয়া প্রেম থেকে রূপকার্থে।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
বশর সিদ্দিকী বলেছেন: শব্দ বিন্যাষ গুলো খুব আকর্ষনিয় হয়েছে। ভাল লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর
শুভকামনা।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
লাবনী আক্তার বলেছেন: বেশ লিখেছেন কবি!
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
নেক্সাস বলেছেন: সেলিম ভাই দারুন... লিখেই যাচ্ছেন।
লিখতে থাকুন
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।সুপ্রিয় নেক্সাস ভাই।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
মাহতাব সমুদ্র বলেছেন: ভালও লিখেচেন।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: মাহতাব ভাই কমেন্টে ধন্যবাদ।কেমন আছেন?
দেখা হবে শীঘ্রই।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
দ.কোরিয়ায় কবে গেসিলেন ? জোস তো !
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার কলিগ গিয়েছে। ওর তোলা ছবি। একেবারে রিসেন্ট । এসেছে ৭ দিন হলো।ভাল থাকবেন সবসময়।
এই চাকুরী করি এই জন্য যাতে দেশে বিদেশে ঘুরতে পারি।পুরো পৃথিবী ঘোরার ইচ্ছা আছে্
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬
আম্মানসুরা বলেছেন: তোর জন্যেই ভালবাসা
তোর জন্যেই সর্বনাশ
তোর জন্যেই বাঁচা মরা
তোর জন্যেই স্বর্গবাস।
দারুণ লাগল
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ। কেমন আছেন?
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
টুম্পা মনি বলেছেন: মর্ত্যের পৃথিবীতে তোকে নিয়েই স্বর্গ গড়েছিলাম
তুই সঙ্গে থাকলে আমি স্বর্গ গড়তে পারি
তুই না থাকলে শুধু ব্যর্থতা এমনকি নিঃশেষও হতে পারি।
চমৎকার লেখনী।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
সুমন কর বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন এই কবিতাটি। খুব ভালো লাগল।
তুই ভুল বুঝিস ,তুই ভুল শুনিস ,তুই ভুল করিস
আর আমিও একটা কাজই করি
সেটা হলো তোকে ভালবাসি,বুঝিস?
আর যে চাকরী করেন পড়লাম (মাঝে মাঝে বিদেশ যাওয়া যায়), হিংসে হচ্ছে!!
ভালো থাকবেন।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আমি প্রফেশনাল ট্যুরের কথা বলেছি। ওভাবেই রাজকীয় স্টাইলে অনেক জায়গা ঘুরার সুয়োগ আছে। বিনা খরচে নয় ওল্টো সম্মানিসহ দেশ বিদেশ ভ্রমন।
হিংসে করিয়েন ভাই।আপনি ও যেন ঘুরতে পারেন সেই শুভকামনা থাকলো ।
১২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১
শ্যামল জাহির বলেছেন: কবিতায় মুগ্ধ!
চমৎকার লাগলো!
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
ভাল থাকবেন আর মনে রাখবেন।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার এই কবিতার প্রথম মন্তব্য কারী আমিও হতে পারতাম , শুধু সকালে কি বোর্ডটা কাজ করছিল না --------------
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আফসোস পারলেন না প্রথম হতে পারতেন কিনা জানিনা।
এমনও তো কেউ হয় প্রথম পাঠ শেষে নিরবে নিভৃতে রয়।
লিটন ভাই কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছবি ও কবিতা দুটোতেই ভাললাগা ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
অবচেতনমন বলেছেন: তুই ভুল বুঝিস ,তুই ভুল শুনিস ,তুই ভুল করিস
আর আমিও একটা কাজই করি
সেটা হলো তোকে ভালবাসি,বুঝিস?
ভালবাসা রইল অফুরন্ত ভালথাকবেন প্রতিক্ষন এই কামনা।
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।বাবা হতে গিয়ে আগে একটা মেয়েকে রাজী করাতে হয় বউ হতে।তারপর পরিবার তারপর সন্তান। বাবা হওয়া চাট্টিখানি কথা নয়।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেনন্টে ধন্যবাদ প্রফেসর।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
সেইরকম হইছে লিখাটি... আমারতো দারুন লাগলো
শুভকামনা...
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ভাল লাগায় অদৃশ্য আমি।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
মায়াবী ছায়া বলেছেন: তোর জন্যেই ভালবাসা
তোর জন্যেই সর্বনাশ
তোর জন্যেই বাঁচা মরা
তোর জন্যেই স্বর্গবাস।
........সবই তোর জন্য....বেশ ভাল লাগলো।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
এসএমফারুক৮৮ বলেছেন: ভালবাসা আছে বলেই পৃথিবীটা অনেক বেশি সুন্দর ।