নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাবা নিয়েও লিখুন।মায়ের পাশাপাশি বাবার সম্মান রক্ষার্থে অশালীন পোস্টগুলোকে হঠিয়ে বাবার মহত্ব বিষয়ক পোস্ট দেয়া ও বেশি বেশি পাঠ করার আহবান।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি,পিতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি।গুরুত্ব পূর্ণ ও নির্ভরযোগ্য হাদীস।এটি আমাদের দশম শ্রেণীর ইসলামধর্ম বইতে ছিল।আরও আছে বাবার শাসন সন্তানের জন্য রহমত স্বরূপ।এমন কি পবিত্র কোরআনে মৃত মা বাবার জন্য দোয়া কিভাবে করতে হবে সেটাও বলা হয়েছে। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগীরা। আরও আছে জীবরাইল আঃ দোয়া করেছেন “ধ্বংস হোক ঐ ব্যক্তি যে বাবা মাকে জীবিত পেয়েও বেহেশত হাছিল করতে পারলো না।”রসুল সঃ বলেছেন আমিন। বাবার শাসনে আদরে একজন সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে।বাবার কষ্টার্জিত অর্থে একটা পরিবার পরিচালিত হয়।বাবার রক্ত ঘাম পানি করা পরিশ্রমের উপর একটা পরিবার পরিচালিত হয়।বাবা সন্তানের শুধু অভিভাবক বা গাইড নন।একটা সময়ে বাবা হয়ে ওঠেন বন্ধু।বাবা একজন শিক্ষক।বাবা পরিবারের সিদ্ধান্ত গ্রহণ কারী।কর্তা ব্যক্তি।এক কথায় বটবৃক্ষ।যে বৃক্ষের ছায়ায় বাস করেন মা সন্তান সহ সকলেই।একজন মায়ের মা হয়ে ওঠার জন্য যেমন কষ্ট ,ত্যাগ তিতিক্ষা।সন্তানকে দশমাস দশদিন গর্ভে ধারণ করা।সন্তানের খাওয়ানো ,সন্তানের শিশু বেলায় পেশাব পায়খানার কাপড় বদলানো সারারাত জেগে থেকে সন্তানের লালনপালনের যে সীমাহীন কষ্টদায়ক কাজ করা।এসমস্ত সবগুলো কাজ কিন্তু একজন বাবাও করে থাকেন।শুধুমাত্র সন্তান গর্ভধারণ ও তাকে বুকের দুধ পান করানো বাদে সমস্ত ব্যাপার গুলোতে একজন বাবার অংশীদারিত্ব থাকে।সারাদিন বাবা অফিস করে এসে ক্লান্ত শ্রান্ত থাকা সত্ত্বেও ঠিকই সন্তানের ন্যায্য অন্যায্য আবদারগুলি পূরণ করেন।পরিবারের দায়িত্ব চাহিদা মেটাতে গিয়ে এমনকি অসততায় জড়িয়ে পড়েন।নিজে ভাল কোন পোশাক কিনেন আর নাই কিনেন তার স্ত্রী সন্তানকে ঠিকই জামাকাপড় কিনে দিয়ে নিজে পুরানো পোশাকেই পার করে দেন ঈদ পূজা পার্বন ইত্যাদি অনুষ্ঠান ।এমন বাবার সংখ্যা কম নয়।অথচ সেই বাবাকে নিয়ে অরুচিকর অশালীন ব্যাপার স্যাপারে পোস্টের অভাব নেই।বাবা/পিতা লিখে সার্চ দিলে নেটে চলে আসবে অশালীন সব ঘটনা সম্বলিত লেখা।বাবার সম্মান সমুন্নত রাখতে তাই বাবা নিয়ে অনেক লেখালেখির দরকার আছে।বাবার মহত্ব ,দায়িত্ব আর অপরিহার্যতা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।যতই বড় হচ্ছি ততই বাবার গুরুত্ব উপলব্ধি বাড়ছে। এইতো বছর দুয়েক আগেও বাবা আমাকে গোছল করিয়ে দিয়েছেন ঈদের দিনে।আমি নাকি ঠিকমত গোছল করতে পারিনা।এত বড় হয়েছি এ কথা পড়লে হয়ত মানুষ হাসবে অবিশ্বাস করতে চাবে।কিন্তু ঘটনা সত্যি।এত বড় হলাম বাবার কাছে শিশুটিই রয়ে গেলাম।যখন বড় হলাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার অনুপস্থিতি শপিং এ গেলে বাবা দুটি শার্ট কিনতেন।তারপর বাসায় এসে আমাকে দিতেন আমি আমার যেটা পছন্দ সেটা নিব অন্যটা বাবা নিবেন।শুরু হত মা আর ছেলে মিলে বাবাকে ঠকানোর কর্মসূচী ।ঠকে বাবা খুশি হতেন।সেই শার্টগুলিই আমার প্রিয়।চিন্তাও করিনি বাবাকেই ভাললাগারটা দেয়া উচিৎ।বাবা বড়।কোথাও বেড়াতে গেলে সেই শার্টগুলো বাবা বেটা পড়তাম।এখনো বাবা কোথাও গেলে আমাকে সঙ্গে পেলে সবচেয়েবেশি খুশি হন।সেই বাবা। আকাশের চেয়ে যিনি আমার কাছে বড়।সেই বাবা শব্দটাকে অপদস্থ করা আর্টিকেল ও খবরে খুব মর্মাহত হই।মায়ের মর্যাদা সম্মান রক্ষা করার জন্য যেমন প্রচুর আর্টিকেল পোস্ট করা উচিৎ ঠিক তেমনি বাবাকে নিয়েও অসংখ্য আর্টিকেল বা লেখা পোস্ট করা উচিৎ। যাতে করে নেটে সার্চ দেয়া মাত্র বাবার প্রশংসামুলক পোস্ট চোখের সামনে ভেসে ওঠে আর বাবার প্রতি সত্যিকার শ্রদ্ধানুভূতি কাজ করে।বাবা মা দুজনই অনেক শ্রদ্ধার বিষয় ।বাবার প্রতি শ্রদ্ধা জানাতে তাই আমার উদাত্ত আহবান চলুন মায়ের পাশাপাশি বাবাকে নিয়েও লিখি গল্প কবিতা আর বাস্তব স্মৃতি চারণ।বাবা আমাদের কাছে আকাশের মত বড় হয়ে থাক।



বাবা কে নিয়ে লেখা

হাসি-কান্নার এক জোড়া ঈদ গল্পঃ ঈভ টিজার এবং স্কুলড্রেস মামুন রশিদ



যারা লিংক দিবেন তাদের পোস্ট সংযোজন করা হবে।



মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

মোমেরমানুষ৭১ বলেছেন: গত কয়েকদিন আগে আব্বুর সাথে রাগ করে দূরে চলে গিয়েছিলাম....... সেখানে গিয়েই আব্বুর কথা মনে পড়ল। আর থাকতে পারলাম না। পিতা-মাতা হল আল্লাহর একটি বড় নেয়ামত। তারা যতদিন জীবীত আছেন তাদের যেন সন্ত্রুষ্ট করে রেখে যেতে পারি......।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।এটা একটা আন্দোলন। ডিজিটাল মুভমেন্ট ফর আওয়ার বিলাভেড ডেড এন্ড মাম্। অপশক্তিকে পরাস্ত করে আমাদের বিজয়মাল্য ছিনিয়ে আনেতে হবে। মেহেদী হাসান মানিক ভাই ,অভি ভাই তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্য বাদ।


সবার আন্তেরিক প্রচেষ্টা আমাদের সাফল্য মন্ডিত করবে।

ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

টুম্পা মনি বলেছেন: আমি ভেবে পাই না কোন নোংরা মস্তিকের লোকগুলো এ সব লিখে! গতকাল অভির পোষ্ট পড়ে মা লিখে সার্চ দিতে গিয়ে এমন ঘেন্না এসেছে কি বলব! আমার মনে হয় যারা বাবা, মা এর মত পবিত্র সম্পর্কগুলোকে নোংরা করতে চেষ্টা করে তাদের সামাজিকভাবে বর্জন করা উচিত।

পোষ্টের সাথে পুরোপুরি একমত।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বাবা, মা এর মত পবিত্র সম্পর্কগুলোকে নোংরা করতে চেষ্টা করে তাদের সামাজিকভাবে বর্জন করা উচিত। সহমত।

আর আমাদের উচিৎ বাবা মার ব্যাপারে বেশি পরিমানে পোস্ট দেয়া এবং সেগুলোকে বহুল পঠিত করা।যাতে গুগল বাবা লিখে সার্স দেয়ার সঙ্গে সঙ্গে বাবা মহত্ব আমাদের সম্মুখে প্রকাশিত হয়।


ধন্যবাদ কমেন্টে ও পাঠে।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সহমত ! সহমত !

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। চলুন সবাই মিলাই হাত অসভ্যরা নিপাত যাক।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর পোস্ট; সহমত।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী বাবা বিষয়ে পোস্ট দিতে হবে।অসাধারণ পোস্ট। আপনার মত সুনাম ধন্য ব্লগারদের সামনে থেকে দুহাতে লেখে আমাদের এই প্রয়াস স ফল করতে হবে।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

রাধাচূড়া ফুল বলেছেন: হুম! ঠিক বলছেন। সহমত ভাই আপনার সাথে।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুঙ্গে থাকা ও সহমত প্রকাশ করার জন্য। এটা কোন আন্দোলনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।বাবা মার সম্মান প্রতিষ্ঠিত করতে হবে।অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে।

শুভকামনা জানবেন।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

অস্পিসাস প্রেইস বলেছেন: সুন্দর পোস্ট;


সহমত ভাই আপনার সাথে।


সাথে আছি।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

এটাতে সবারই সমপৃক্ত থাকা উচিত।

সবাই মিলে প্রচেষ্টা নিলে আমরা সফল হতে পারবো।

আশা করি এর সঙ্গে দ্বিমত পোষন করবে না কোন সুস্থ বিবেক সমপন্ন ছেলে বা মেয়ে।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: বাবা মার আদেশ নিষেধ মানা কি সব সময় জরুরী ? কখন জরুরী ? কখন না ?

আমদের দেশের বেশীর ভাগ বাবাই কি ঘুষখোর ?

তারা যদি তাদের আদর্শ অনুসরণ করে বড় লোক হওয়াতএ খুশী হন তবে আমরা কি করব ?

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: বাবারা ঘুষখুর নন।তবে কেউ যদি তেমনটা করেন পরিবারের স্বার্থে ই করেন। এব্যাপারে হাদিস ও আছে একজন মানুষের যখন হিসাব নেয়া হবে সে সঙ্গে কাউকে পাবে না সন্তান স্ত্রী কেউ নয়।সে থেকেই ওভাবে লিখা। বাবাকে ছোট করার জন্য নয়।বরঞ্চ তার বাবাত্ব বড়ত্ব বুঝানোর জন্য।

বাবা মা আল্লাহর ফরয হুকুমের বিপরীতে কিছু বললে সেটি মানা যাবে না।তবে তাকে বিরক্তিসূচক উহ শব্দটিও করা যাবে না।

নিজে আদর্শ নিয়ে বেড়ে ওঠতে হবে।অন্যায় বর্জন করতে হবে। আমাদের মাত্রারিক্ত চাহিদা কমাতে হবে অল্পে তুষ্টি আনতে হবে যাতে করে বাবাদের অমনটা করতে না হয়।


ধন্যবাদ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: সহমত!!!!

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শোভন ভাই এ ব্যাপারে দলমতনির্বিশেষে সবাই আত্ননিয়োগ করতে পারে । একমাত্র যাদের মস্তিষ্ক বিকৃত তারা হয়ত দুরে থাকবে।


সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার বাবাকেও ভীষন ভালবাসি,,,,,,,,,,,,আপনার সাথে আমি সহমত

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেক মেয়ে তার বাবাকে শ্রদ্ধা করে এবং ভালবাসে একটা কথা আছে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

আপনি তো চমৎকার লিখেন।সহজেই লিখে ফেলতে পারেন আপনার বাবা নিয়ে চমৎকার কোন লেখা।যা আন্দোলিত করবে একজন মেয়েকে তার বাবা সম্পর্কে ও তেমনি করে লিখতে।

এটি একটি সামাজিক আন্দোলন। এটি অতি গুরুত্বপূর্ণ আন্দোলন। এটি আমার আপনার প্রত্যেকটি মানুষের আন্দোলন।

শুভকামনা। :)

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: হুম .........।। :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বাবাকে আক্রমন করে লেখা বেশি।দুই একজন নীতিহীন পুরুষের কারনে বাবা শব্দটি কলুষিত হতে পারে না। :(

বাবার মহত্ব বিষয়ক পোস্ট চাই।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

মদন বলেছেন: +++++++++++++++

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মদন ভাই। এ ব্যাপারে কি কি করা যায়। অন্য যে কোন আন্দোলনের চেয়ে এটি গুরুত্বপূর্ণ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: সহমত প্রকাশ করছি।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত প্রকাশ করায় ধন্যবাদ। সবার প্রতি উদাত্ত আহবান। বাবা সম্মান রক্ষা করুন।প্রতিষ্ঠিত করুন মায়ের সম্মান। সন্তান হিসেবে সবার এটা নৈতিক দায়িত্ব।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “বাবা মা দুজনই অনেক শ্রদ্ধার বিষয়।”
বাহ্ ভালো কথা মনে করিয়ে দিলেন, সেলিম ভাই:)


“মাতার ভালোবাসা যদি পেতে না পারো, পিতার ভালোবাসাকে অর্জন করো।”

You don't have to deserve your mother's love. You have to deserve your father's. (Robert Frost)

শুভেচ্ছা!

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

মনিরা সুলতানা বলেছেন: একজন জন্মদাতা ,সবচাইতে ভাল বন্ধু ,সন্তানদের কে নিজের ছায়ার আগলে রাখা একজন পিতার মাহাত্ম্য বর্ণনা করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই ভাইয়া............।
তবে আমি আমার বাবা কে নিয়ে লিখেছি ...

আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষ এর কথা বলছি পোস্ট এ ।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লিখারর জন্য।আপনি অনেক ভাল লিখেন। আপনার পরমশ্রদ্ধেয় এবং সবচেয়ে ভালবাসার ব্যক্তিটি নিয়ে আরও চমৎকার লিখা লিখবেন সেই প্রত্যাশায় থাকলো আপনার কমেন্টই বা কম কিসে? একজন বাবার কিংবা মার সম্মান প্রতিষ্ঠার লড়াই সেটাতে অংশ নেওয়া উচিৎ সকল সন্তানের।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

নেক্সাস বলেছেন: সেলিম ভাই সহমত

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নেক্সাস ভাই সঙ্গে থাকার জন্য।


ভাল থাকবেন সবসময় এই শুভকামনা।

কতটা ভয়াবহ ভাবুন বাবা লিখে সার্চ দিবে সব নোংরা পেজ এসে ভরে যাবে। কতটা প্যাথেটিক!

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

আম্মানসুরা বলেছেন: সম্পূর্ণ ভাবে সহমত।
আমি কিছুতেই বুঝি না এই চমৎকার ও পবিত্র সম্পর্ক নিয়ে বাজে লেখা কি করে লেখে?? যারা লেখে তারা কি কারো সন্তান নয়? তাদের কি কোন সন্তান নেই??

তবে আপনাকে ধন্যবাদ সামুর চমৎকার আয়োজন টা কে সম্পূর্ণ করার জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপু চমৎকার কমেন্টে ধন্যবাদ। আয়োজনের শুরু হলো বলতে পারেন। এটি শেষ হবে ও স্বার্থক হবে যেদিন সবাই একবাক্যে এব্যাপারে একমত হয়ে কাজ শুরু করে দিবে। :)


ভালথাকবেন আর মনে রাখবেন সবসময়।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭

খেয়া ঘাট বলেছেন:
আম্মানসুরা বলেছেন: সম্পূর্ণ ভাবে সহমত।
আমি কিছুতেই বুঝি না এই চমৎকার ও পবিত্র সম্পর্ক নিয়ে বাজে লেখা কি করে লেখে?? যারা লেখে তারা কি কারো সন্তান নয়? তাদের কি কোন সন্তান নেই??

তবে আপনাকে ধন্যবাদ সামুর চমৎকার আয়োজন টা কে সম্পূর্ণ করার জন্য।
Khub chomotkar likhesen. Mobile theke porlam.onek valo post Selim bhai

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।





ভাল থাকবেন আর মনে রাখবেন।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

সোচ্চার বলেছেন: একটা গান মনে পড়ে গেল- বাবা বলতো বড় হয়ে নেয় খোকা, তোকে নিয়ে যাব একটি ঐ পাহাড়ের চূড়ায়।........... বাবা তুমি যে কোথায় দূর আকাশের ঐ সীমায়........

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গান ।জেমসেরও খুব সুন্দর একটা গান আছে ।ছেলে আমার বড় হবে........


কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সব বাবাই খোকা আর খুকিকে নিয়ে কত স্বপ্ন দেখে। কত ভালবাসে স্নেহ দেয় লালন পালন করে।


ধন্যবাদ কমেন্টে ভাল থাকবেন সবময়। :)

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

ইখতামিন বলেছেন:
পোস্টে সহমত ++++

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


এই ব্যাপারে সকলেই সহমত পোষণ করার কথা।


ইখতামিন কেমন আছেন? :)

২০| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সহমত!!!


++++++++


চলুন মায়ের পাশাপাশি বাবাকে নিয়েও লিখি গল্প কবিতা আর বাস্তব স্মৃতি চারণ

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবা একাত্বতা ঘোষণা করার জন্য। নিরন্তর শুভকামনা আপনার জন্য। :)

২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট সেলিম ভাই !

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

মার পাশাপাশি বাবাকে নিয়েও লেখা চাই। তাহলে ই উদ্দেশ্য সফল হবে।



ভাল থাকবেন সবসময় ।

২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মামুন রশিদ বলেছেন: মা-বাবা দুজনের জন্যই ভালোবাসা ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: যাদের বাবা বেঁচে নেই তারাও বাবা অনুপস্থিতি নিয়ে লিখতে পারেন। যার যাদের আছেন তাদের সুখানুভূতি আর বাবার প্রতি কৃতজ্ঞতা। আপনি তো খুব ভাল গল্প লিখেন ।অনুরোধ থাকলো বাবা কে নিয়ে একাট সুন্দর গল্প লিখার। :)


ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় ।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মা , বাবা একজন মানুষের সবথেকে বড় আশ্রয় । ঘৃণা তাদের জন্য যারা বাবা , মা নিয়ে বাজে পোস্ট দেয় । একবার তাদের বাবা , মায়ের কথা ভেবে এসব লেখে কি এরা ? আমি ঠিক বুঝতে পারিনা কতটা নিচে মানুষ নামতে পারে !

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বলেছেন। সহমত। আ মাদের এগিয়ে আসতে হবে এটির একটা বিহীত করার জন্য যদি সবাই মিলে কাজ করি তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত।


শুভকামনা থাকলো ।

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগীরা।


সুন্দর পোস্ট , সেলিম ভাইএর জন্য শুভকামনা ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেনেট ও শুভকামনায় ধন্যবাদ। বাবা মা মারা যাবার পরও এই দোয়া করে তাদের হক আদায়ের প্রচেষ্টা নিতে বলা হয়েছে। জীবিত বাবা মার জন্য কতটুকু করা উচিৎ সহজে ই অনুমেয়। বাবা নিয়ে একটি চমৎকার পোস্ট আশা করছি সবসময়ের সুহৃদ লিটন ভাই এর কাছে। :)

ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় । :)

২৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ পোষ্ট!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বর্ণা আপনার উপস্থিতি আমার ব্লগে আশীর্বাদ সরূপ। বাবাকে নিয়ে একটি চমৎকার পোস্ট আপনি দিতে পারেন। সময় পেলে অবশ্যই দিবেন। আপনার পোস্ট অনেকে ই পড়বে।অনেকে উৎসাহিত ও হবেন।


ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় । :)

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

মোঃ ইসহাক খান বলেছেন: ব্যাপারটা চিন্তা করার মত।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ইসহাক ভাই আপনি তো চমৎকার গল্প লিখেন। সুতরাং অনুরোধ থাকলো বাবাকে নিয়ে লিখে ফেলুন চমৎকার একটি গল্প। :)

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

শান্তির দেবদূত বলেছেন: পোষ্টের বক্তব্যের সাথে সহমত। চেষ্টা থাকবে সব ধরনের সহযোগীতা করার।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকা ও সহযোগিতার করার আশ্বাসে খুশি হলাম।

এটা সবারই দায়িত্বের মধ্যে ।অশুভ শক্তির বিরুদ্ধে নৈতিকতার লড়াই।যে লড়াইয়ে আপনার মত মেধাবী ও সৃজনশীলরা হারিয়ে দিতে পারেন অশুভ শক্তিকে। :)

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

মামুন রশিদ বলেছেন: বাবাকে নিয়ে ছোট্ট একটা গল্প লিখেছিলাম স্কুলড্রেস

অনেক ধন্যবাদ প্রিয় সেলিম । সময় করে একবার গল্পটা পড়ে নিয়েন ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গল্প বাবা মা আর সন্তান এর আবেগাপ্লুত গল্প ।খুব ভাল হয়েছে। মামুন ভাই আরো সুন্দর গল্প চাই।

একজন জনকের গল্প।একজন অভিভাবকের গল্প। একটি বটবৃক্ষের গল্প।

অপনাকে অনেক ধন্যবাদ। আর অনেক শুভকামনা। :)

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন:

আমার একটি অসম্ভব ভাল লাগার গান।যদি গানটা খুকু নিয়ে তারপরও গানটিতে কেমন বাবার ভালবাসা আর আবেগের ছুঁয়া পাই। :)

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,

আপনার এবং আপনাদের এই অনুভূতিকে সম্মান জানাই ।

"বাবা-মা" আমাদের কাছে আকাশের মত বড় হয়েই থাক।


শুভেচ্ছান্তে ।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।বাবা মা লেখার জন্য দারুণ বিষয় বস্তু হতে পারে। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কতই না বিখ্যাত। তাই যারা গল্প কবিতা লিখেন তারা মা কিংবা বাবাকে নিয়ে লিখতে পারেন অনায়াসে।মায়ের বাবার প্রতি সম্মান জানানোর দারুণ একটি উপায় এটি।



ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.