নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কত ব্যথায় কটিয়েছো দিন
যখন গর্ভে ছিলাম তোমার
কতটুকু যন্ত্রণা দিয়ে তোমায়
মাগো জন্ম হলো আমার।
এত কষ্ট পেয়েও তুমি হয়েছিলে কেমন খুশি!
জনমে আমার কেঁদেছি আমি অথচ তোমাতে সুখের হাসি।
কত রাত যে কাটিয়ে দিয়েছো অনিদ্রায় জেগে জেগে
নিজের সুখগুলো বিলীন করেছো আমার কথাটি ভেবে।
কতকষ্টে শীতের রাতে আমার ভেজানো চাদর
তুমি থেকেছো্ ঠান্ডা ভেজায় আমার জন্য আদর।
তোমার স্তনে জীবন আমার
তোমার কোলে বাস;
তোমার কথায় বলছি কথা
দীর্ঘ বরষ মাস।
অসহায় শিশুটিরে কত কষ্টে তিলে তিলে করেছো বড়
ভালবাসা তোমার এতটুকু কমেনি বেড়ে গেছে তা আরো।
স্কুল শেষে যদি কোনদিন হয়েছে একটু দেরী
তুমি আশংকায় কটিয়েছো সময় প্রভুর আশীর্বাদ হেরী।
আজও কোনদিন অফিস শেষে ফিরতে হলে রাত;
প্রাণের প্রিয়াটি নেয়না যে খোঁজ সেথায় শুধু তোমারই নিরব অশ্রুপাত।
আমার ব্যথায় তুমি ব্যথী
আমার সুখে সুখী
তোমার মূল্য যে জন দেয়নি সেজন চরম দুখী।
তোমার দোয়া থাকলে মাগো শঙ্কা নাহি মনে
কোন বাঁধাই পরোয়া করি না রাখি না ভীতি প্রাণে।
মৃত্যুশাসিত এ জীবনে যেদিন থাকবে না তুমি ভবে
আমার সুখের সূর্য গুলি মাগো সেদিন অস্ত যাবে।
যতদিন মাগো এ দেহে প্রাণ আছে
তোমার জন্যে নিবেদীত এ প্রাণ শত ব্যস্ততা মাঝে।
শুধিতে পারবনা ঋণ মাগো তোমার
সেই সাধ্য মানুষের নাই
সারা জনম পদতলে তোমার মাগো ,দিয়ো এই অভাগারে ঠাই ।
তোমার চেয়ে বড় সাধক এই ভুবনে নাই
তোমার সেবায় বেহেশত জানি দোজখ অবহেলায়।
স্বর্গনরক মাগো আমার থাকো চিরদিন সুখে
এই অভাগেরে সারাটি জীবন আগলে রেখো বুকে।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।আগে মাকে নিয়েই লিখলাম।
স্মরনীয় হয়ে থাকুক আমাদের মা।এই কবিতা লিখার সময় আমার চোখে পানি চলে আসছে। পাঠকদেরও আসবে।
শুভকামনা।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
রাধাচূড়া ফুল বলেছেন: বেশ লিখেছেন। খুব ভালো লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ভাললাগায়।
স্মরণীয় হয়ে থাকুক আমাদের মা এই কবিতায়।
আই এম দা বেস্ট
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
এহসান সাবির বলেছেন: বেশ লাগলো।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার কেমন আছেন। আপনিও লিখে ফেলুন মাকে নিয়ে একখানি জবরদস্ত কবিতা।
ভালথাকবেন সবসময়।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
স্বপনচারিণী বলেছেন: মা কে নিয়ে বলে শেষ করা যাবেনা। মাকে জানানো, বোঝানো বেশী জরুরী যে তাঁকে আমরা অনেক ভালবাসি
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।
মা কে নিয়ে লিখুন। লিখুন বাবাকে নিয়ে। জয় আমাদের সুনিশ্চিৎ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর শ্রেষ্ঠ রমনী মা কে নিয়ে লেখাটি ভাল লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা পৃথিবীর শ্রেষ্ঠ রমনী মা। আর সে যে মানুষ শ্রেষ্ঠ। সবার সেরা মমতাময়ী মা।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ঢাকাবাসী। এই কবিতায় শুধু ঢাকা নয় আমন্ত্রিত সকল দেশবাসী।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
একজন আরমান বলেছেন:
অনেক সুন্দর।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আরমান ভাই।
মা কে নিয়ে লিখুন ।লিখুন বাবাকে নিয়ে।
ভালথাকুন সবসময়।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
ঘুমন্ত আমি বলেছেন: অসাধারন ,সুন্দর এবং সাথে ভালোলাগাটুকুও জানিয়ে গেলাম !
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
মায়ের জন্য ভালবাসা।মায়ের জন্য শুভকামনা।
ভালথাকবেন সবসময় আর মনে রাখবেন।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা ,,,,,,,,শুভকামনা
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
সুপ্রিয় ব্লগার আপনিও মাকে নিয়ে লিখে ফেলুন কবিতা কিংবা গল্প।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
মামুন রশিদ বলেছেন: চোখে পানি এনে দিলেন সেলিম ।
পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।
এটি লিখতে গিয়ে আমার চোখ দিয়ে পানি বেড়িয়েছে কয়েকবার।
কারণ যাকে নিয়ে লিখেছি তিনি যে আমাদের মা।যার ঋণ কোনদিন শোধ করতে পারবো না।
ধন্যবাদ মামুন ভাই। আমি কবিতা লিখলাম এইবার আপনার গল্প লিখার পালা।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর লিখেছেন বড় ভাই।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: অভি আমার কবিতা লিখলাম এইবার আপনার কবিতা চাই।
ধন্যবাদ কমেন্টে।
শুভকামনা সবসময়।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫
আহমেদ আলিফ বলেছেন:
"মা" কে ভালোবেসে যে পরিশ্রম করেছেন
তা সার্থক হয়েছে!!!
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
মাকে নিয়ে লিখতে পেরে সত্যি ভাল লেগেছে।
আপনিও লিখে ফেলুন।মা অথবা বাবাকে নিয়ে।
ভাল থাকবেন সবসময় ।
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪
সুমন কর বলেছেন: সুন্দর, ছন্দময় এবং অসাধারণ হয়েছে।
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
শ্যামল জাহির বলেছেন: মা'কে নিয়ে লিখা ভালো লাগলো।
স্বর্গের সঙ্গে নরকটাকে না রাখলে কেমন হয় কবি?
ভাল থাকবেন।
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় শ্যামল জহির ভাই মাএর প্রতি কর্তব্য পঅলন করলে বেহেশত।আর মাএর অবহেলা করলে মাকে কষ্ট দিলে নরক।এই অর্থে স্বর্গ নরক বলা হয়েছে।যে স্বর্গ চায় সে অবশ্যই মায়ের সেবা করবেআর যে করবে না তার জন্য কষ্টআযাব।
তাই আমি মনে করি প্রসঙ্গিক ভাবেই স্বর্গ নরক ব্যবহার করেছি।
সুন্দর কমেন্টে ধন্যবাদ।
এই রকম সমালোচনা মূলক কমেন্ট আশা করছি।এতেআত্নিকউন্নতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে কবিতাটা ||
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়।
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন।
আমার ছোট কটি শব্দ...
মায়ের নিত্য
স্মরনে কখনো
ভুলনা হয় কভু;
প্রভূ,
যদিও তোমায়
কখনো ভুলেও যাই।।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
মোঃ ইসহাক খান বলেছেন: কথাগুলো চেনা, তবে লেখার ভঙ্গীটি অপূর্ব।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে এসে কমেন্ট করে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। ভাল থাকবেন সবসময়আর মনে রাখবেন।
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই । কাব্যে প্লাস ।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। লিটন ভাই কেমনআছেন?
ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
"কতকষ্টে শীতের রাতে আমার ভেজানো চাদর
তুমি থেকেছো্ ঠান্ডা ভেজায় আমার জন্য আদর।"
সুন্দর লিখেছেন সেলিম ভাই,
মা কে নিয়ে লিখে একটি ভালো কাজে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা
শুভ কামনা..............
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কৃতজ্ঞতা আপনাকেও । কমেন্ট করেএ ভালো কাজে উৎসাহিত করার জন্য।
ভার থাকবেন আর মনে রাখবেন সবসময় ।
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: আনোয়ার ভাই, অসাধারণ......+++++
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি অপার হয়ে বসেআছি ওহে দয়াময় পারে লয়ে যাওআমায়।
কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।আপনিও লিখে ফেলুন দারুণএকখানি গল্প কবিতা।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে মায়ের প্রতি নিখাদ ভালোবাসার কবিতা পড়তে।
পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুন, সুখী হোন এই কামনা করি।
আপনার জন্য শুভকামনা থাকলো ভাইয়া
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের সবচেয়ে ট্যালেন্ট ব্লগারের কমেন্টে খুব খুশি হয়েছি।
একেবারে সহমত সব ময়েরা সুখে থাকুক। শুভকমনা সব মায়ের জন্য। অপর্ণা মন্ময় আপু আপনকেও । এই পোস্টে আপনাকে পেয়ে ভাল লেগেছে।
আপনি হয়তো সবচেয়ে চসৎতার পোস্ট দিবেন মা অথবা বাবা কে নিয়ে সেই প্রত্যাশায় থাকলাম।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় ।
২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
বোকামন বলেছেন:
অনেক ভালো লাগলো লেখাটি ......
“+”
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
ভার থাকবেন আর মনে রাখবেন বোকামন ভাই
আপনি অসাধারণ লিখেন। চমৎকার একটি কবিতা বা গল্প লিখে ফেলুন ঝটপট।
২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো মা'কে নিয়ে লিখা কবিতা।
পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুন, সুখী হোন........
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ইরফান ভাই । কমেন্টে উৎসাহিত হলাম। আপনিও লিখে ফেলুন মা কে নিয়ে অথবা বাবাকে নিয়ে কোন লেখা।
২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
এম মশিউর বলেছেন: মা মায়ের মতই। তার সাথে তুলনা হয় না কারো।
কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। আমাদের সবার উচিৎ মা কে নিয়ে অন্তত একটি করে পোস্ট দেওয়া।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। মা কে নিয়ে পোস্ট দিয়ে ফেলুন ।
ভাল থাকবেন আর মনে রাখবেন।
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
আম্মানসুরা বলেছেন: খুব চমৎকার লিখেছেন, ভালো কাজ চলমান থাকুক
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।ভাল থাকবেনআর মনে রাখবেন সবসময়।
মা অথবা বাবাকে নিয়েএকটি পোস্ট দিয়ে ফেলুন্।
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
মেহেদী হাসান মানিক বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই অনেক ভাল লাগল। মায়ের প্রতি আমাদের ভালবাসা অমলিন থাকুক চিরদিন।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: মেহেদী হাসান মানিক ভাই আপনি প্রথম এ ব্যাপারে উল্লেখ করেছেন আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: মেহেদী হাসান মানিক ভাই আপনি প্রথম এ ব্যাপারে উল্লেখ করেছেন আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
২৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
নিক নূরুল বলেছেন: ভাই পড়ে খুব ভাল লাগল। নিয়মিত আপনার কবিতা পড়বো।
পৃথিবীর কোন মা যেন সন্তানের কাছ থেকে কষ্ট না পায়।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । মায়ের সেবা করলে বেহেশত নিশ্চিত। কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
লেখোয়াড় বলেছেন:
মাকে নিয়ে যে কোন কিছুতেই যেন মনের সকল নিষ্পাপ অনুভূতি জেগে ওঠে।
মাকে নিয়ে অপূর্ব একটি অস্তিত্বময় ভালবাসা নিয়ে কবিতা লিখলেন।
এটা না পড়লে মনেহয় মাকেই অবজ্ঞা করা হবে।
আপনাকে এবং আপনার কবিতার মাধ্যমে সকল মাকে শ্রদ্ধা আর প্রণাম।
অনেক অনেক শুভকামনা।
২৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১
লেখোয়াড় বলেছেন:
মাকে নিয়ে যে কোন কিছুতেই যেন মনের সকল নিষ্পাপ অনুভূতি জেগে ওঠে।
মাকে নিয়ে অপূর্ব একটি অস্তিত্বময় ভালবাসার কবিতা লিখলেন।
এটা না পড়লে মনেহয় মাকেই অবজ্ঞা করা হবে।
আপনাকে এবং আপনার কবিতার মাধ্যমে সকল মাকে শ্রদ্ধা আর প্রণাম।
অনেক অনেক শুভকামনা।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক সুন্দর কমেন্ট করেছেন। কবিতা লিখার সময় আবেগের গভীরে চলে যাই।তারপর মা শব্দটি ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসে। কতটুকু ভাল বাসি মাকে আর কতটুকু খেয়াল রাখি মায়ের। যে মা সামান্য কোন আশংকায় অস্থির হয়ে ওঠেন আমার জন্য কেমন চিন্তিত থাকেন। এত যে বয়স হলো মা বললেন না বয়স হয়েছে।
সে ই মায়ের জন্য বা বাবার জন্য কি করেছি কিছুই করতে পারিনি্ যার বাবা নাই যার মা নাই সেই বুঝে কি হারিয়েছে তারা।
কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ কথা সম্রাট।
আপনিও লিখে ফেলুন মা নিয়ে একটি কবিতা। আমি তো সেভাবে লিখতে পারি না। আপনি লিখলে হয়তো অনেকেই কমেন্ট করবে পড়বে।
আমাদের প্রচেষ্টা তো মা শব্দটিকে উপলব্ধিটিকে সম্মানিত করা। অশুভ শক্তি নোংরা শাক্তিকে পারাস্ত করা সবাই মিলে এটি করলে সফল হওয়া অসম্ভব নয়।
২৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর হয়েছে কবি।
++++++
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভালথাকবেন সবসময়।
কবিতা লিখে ফেলুন কবি মা কিংবা বাবাকে নিয়ে।
৩০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
নেক্সাস বলেছেন: আজও কোনদিন অফিস শেষে ফিরতে হলে রাত;
প্রাণের প্রিয়াটি নেয়না যে খোঁজ সেথায় শুধু তোমারই নিরব অশ্রুপাত
mayer jonno srodda selim vai
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই কবিতা পাঠে ও কমেন্টে ।
মাকে নিয়ে লিখতে হবে। লিখতে হবে বাবাকে নিয়ে। তাহলেই উদ্দেশ্য সফল হবে।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
নিক নূরুল বলেছেন: ভাই খুব ভাল লাগল। আরও কবিতা আশা করি।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো । লেখার চেষ্টা করবো।
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
খেয়া ঘাট বলেছেন: আপনার কবিতাগুলো সহজ, সরল, সুন্দর, সাবলীল।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ নিরন্তুর শুভকামনা সুপ্রিয় ব্লগার।
বুঝি সহজ সরজ আমি মানুষ ও সহজ সরল। তাই লিখিও সহজ সরল।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় ।
৩৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার। কি অবলিলায় দারুন একটা কবিতা লিখে ফেললেন! সত্যি মুগ্ধ!
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
শান্তির দেবদূত আপনিও লিখে ফেলুন চমতকার একটি গল্প। মা কে নিয়ে কিংবা বাবাকে নিয়ে।
৩৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০
নক্ষত্রচারী বলেছেন: জননীকে নিয়ে লেখা কবিতা তেমন একটা চোখে পড়ে না
খুব ভালো লাগলো পড়ে ।
শুভকামনা ।
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আসলে এই বিষয়টা নিয়ে বেশি লেখা উচিৎ। আমরা আছি ওল্টোস্রোতে। আর বাবাকে নিয়েতো লেখা আরও কম। অথচ বাবা ছাড়া একটা সন্তান অকল্পনীয়।
৩৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
আমি সাজিদ বলেছেন: শুরুতেই দেখলাম, দুঃখকাব্য।
আমার দুঃখ ভালো লাগে না।তাই মা কে নিয়ে কবিতাটা পড়লাম।
অনেক ভালো লেগেছে।ছুঁয়ে গ্যাছে।আসলে মা কে লেখা নিয়ে যেকোন কবিতা আর গান আমায় ছুঁয়ে যায়।
শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা। সুখ দুঃখ থাকবেই। সেটা তো আর অস্বীকার করা যাবে না। কারো কষ্টকথন পড়লে মনটা দেখবেন হালকা হয়ে যায়। নিজেকে সুখি সুখি মনে হয়।
৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
আমি সাজিদ বলেছেন: এক রাশ মুগ্ধতা সেলিম ভাই।
ভালো থাকবেন সবসময়।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
বেলা শেষে বলেছেন: it is a very good Poem, good - better-best. it had touched my heart , unknownly a drop of water....
...but i have to say no no .... i am ...not crying!!!
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর লিখেছেন বড় ভাই।