| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
       দুঃখ
তুই আমার দুঃখ হলি প্রাণের সুখ পাখি,
তুই আমারে করলি ঋণি সুখের স্বপ্ন আঁকি।
তুই বিহণে জীবনটা আজ নিদারুণ মরুভূমি,
অশ্রুজলে সিক্ত করি তা নিত্য দুখী আমি।
দুঃখ দুঃখ খেলায় মোরে রেখেছিস সুখ পাখি,
শোকের সাগর নোনা সাগর নিত্য নতুন আঁকি।
     বিরহ
শোকের সাগর ব্যথার পাথর
প্রেমের আকর।
অশ্রু মালা,
দীর্ঘ শ্বাস,
প্রতীক্ষা সীমাহীন সমুদ্র সুনীল।
পদ্ম পুকুর ,তপ্ত দুপুর;
গোধূলীর আলো।
বৃহৎ চ্যুতি,
মরুভূমি মরিচিকা চন্দ্র দ্যুতি।
বালুকাবেলা মরু কাফেলা
নির্জন একেলা।
বাহিরপানে চেয়ে থাকা,
ভেতর পানে দুঃখ গাঁথা।
 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। 
 
২| 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১২
কান্ডারি অথর্ব বলেছেন: 
দারুণ, দারুণ কবিতা +++++++++ রইল। 
 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা।কান্ডারী।
৩| 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৩৭
আশিক মাসুম বলেছেন: আহারে বিরহ চুইয়ে চুইয়ে পরে
 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বিরহসাগরে ভাসিয়েছি ভেলা
আমি একেলা।  
 
কবি কেমন আছেন্? অনেকদিন পর। 
 
ধন্যবাদ কমেন্টে।
৪| 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৫
আশিক মাসুম বলেছেন: আছি ভাই ফাপরে 
 
 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সব ঠিক হয়ে যাবে
কিন্তু আমার দুঃখ কি ফুরোবে?
ভাল থাকবেন সবসময় আর মনে রাখবেন  
 
৫| 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:১৬
মাহতাব সমুদ্র বলেছেন: বৃহৎ চ্যুতি। ভালো লাগ্লো সেলিম ভাই।
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মাহতাব ভাই। ভাল থাকবেন সবসময়। 
 
৬| 
১০ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
সুমন কর বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর ভাই কেমন আছেন? 
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
আমার দুঃখেআমি ভাল লাগা দিয়েছেন। আমি আবেগাপ্লুত।আপনিই বলেন অনেক সইড টকই তো হয় তাই বলে প্রিয়তমা সেগুলো বিশ্বাস করবে। তার ভালবাসার মানুষটিকে নয়।এটা অনুচিত। 
 
৭| 
১০ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:২০
নেক্সাস বলেছেন: বাহ বাহ সেলিম ভাই দেখি বিরতিহীন চালিয়ে যাচ্ছেন। সুন্দর কবিতায় অনেক ভাল লাগা। অনেকটা সত্যেন্দ্রনাথ বাবুর আমেজ পেলাম
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় নেক্সাস ভাই। আপনার কমেন্টে দারুণ উৎফল্ল  বোধ করি।বেদনা কিছুটা লাঘব হলো।   সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর।আমি  কবিগুরুকেইআদর্শ মানি। হেলাল হাফিজ, জীবনানন্দ মধুসূদন দত্ত নজরুল তাদের লেখা ভালবাসি।
ভাল থাকবেন সবসময়।এই কামনা থাকলো।আর মনে রাখবেন সবসময়। 
  
৮| 
১০ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
গোর্কি বলেছেন: 
ছন্দময় কবিতাগুচ্ছ পাঠে তৃপ্তি পেলাম। আবৃত্তি সুরে পড়তে খুব ভাল লাগল।  
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।
৯| 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৫৯
শ্যামল জাহির বলেছেন: সুন্দর!
মুগ্ধ পাঠে।
কিন্তু বিরহ যে চাইনা কবি!
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাধ। বিরহ চাই না তাতে কি তাতো চলে আসে।
১০| 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৫৯
মোঃ ইসহাক খান বলেছেন: দুঃখ এবং শোক সুন্দর তুলে এনেছেন।
 
১০ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা। 
 
১১| 
১১ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর!
 
১১ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। 
ভালথাকবেন সবসময় আর মনে রাখবেন। 
 
১২| 
১১ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৪
আহসান জামান বলেছেন: 
শুভেচ্ছা কবি!
 
১১ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা। 
 
১৩| 
১১ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৯
মামুন রশিদ বলেছেন: অশ্রু মালা,
দীর্ঘ শ্বাস,
প্রতীক্ষা সীমাহীন সমুদ্র সুনীল। 
দুঃখ কথন ভাল লেগেছে ।
 
১১ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: হাসি কান্না সুখ দুঃখ এসব কিছু নিয়ে ই তো  আমাদের এইসব দিনরাত্রি। 
আপনার দিচ্ছেন হাসি আর আমি দিচ্ছি দুঃখ। বিষাদের স্বাদ সবচেয়ে সেরা। কুরবানী মানে তো কষ্ট  একজন বিখ্যাত কবি রাতদিন পড়ছে আর আমি ব্লগিং নিয়ে ই থাকছি পরীক্ষা একটাই ।অসম প্রতিয়োগীতা হায়।
ভাল থাকবেন সবসময়।  আর মনে রাখবেন। 
 
১৪| 
১১ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:৪০
বোকামন বলেছেন:  
দুঃখ দুঃখ দুঃখ !
চারিদিকে শুধু দুঃখ ...।
দুঃখ কাব্যে রইলো দুঃখ্খময় ভালোলাগা ।। 
কবি
ভালো থাকুন সবসময় -এই কামনা করছি ।।
 
১১ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়। 
 
১৫| 
১১ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
 
১১ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। 
 
১৬| 
১১ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৫৮
ভিয়েনাস বলেছেন: বিরহ দু:খের কাব্যে ভালো লাগা সেলিম ভাই....
 
১৩ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ভিয়েনাস। ভাল থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা থাকলো। 
 
১৭| 
১২ ই অক্টোবর, ২০১৩  সকাল ৮:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিরহ আমার ভালো লাগে...
 
১৩ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ বিরহ বরাবরই হিট। বিরহ গান গুলি যেমন অনন্য তেমনি বিরহ মুভি সব কিছুই হিট।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
১৮| 
১৩ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৭
লাবনী আক্তার বলেছেন:  দুঃখ দূর হোক। সুখগুলো জীবনে ধরা দিক। 
কবিতা বেশ ভালো লাগল। ভালো থাকবেন কবি। 
 
০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভালথাকবেন সবসময়।
১৯| 
১৩ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫১
মায়াবী ছায়া বলেছেন: কেন জানি বিরহের কবিতা গুলি বেশী বেশী সুন্দর !!
কবিতায় ভাল লাগা ...
ভাল থাকুন ।।
 
০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বিরহের কবিতা গান সবই বেশী বেশী সুন্দর।কমেন্টে ধন্যবাদ। 
 
২০| 
০৭ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দুঃখ দুঃখ খেলায় মোরে রেখেছিস সুখ পাখি,
শোকের সাগর নোনা সাগর নিত্য নতুন আঁকি।
অনেক সুন্দর 
অফুরন্ত ভাললাগা
 
০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২১| 
২১ শে ডিসেম্বর, ২০১৩  রাত ২:০৪
অপ্রচলিত বলেছেন: দুঃখের ছটি লাইন সম্মোহিত করে রেখেছিল আমায়। এত সুন্দর করে লেখেন কী করে?
 
২১ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: ওটা কবিতা নয় হৃদয়ের আকুতি ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:০৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক সুন্দর লেখা!!! কয়েকবার পড়লাম, ভালোলাগা উত্তোরত্তর যেন বেড়েই গেল!!!