নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র সঙ্গম

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩









থেমে যাও খরস্রোতা নদী

পলি সঞ্চয়ে সবুজ দ্বীপ গড়তে চাও যদি।



শান্ত হও স্নিগ্ধ হও তোমার ভাঙার শক্তি হারাও

চলার শক্তি রহিত করো

থেমে যাও,চলায় ক্ষয়;

থেমে থাকায় সঞ্চয়।



অনেক পথ ক্ষয় করেছো

অনেক পাহাড় পর্বত কেটে সম্মুখে চলেছো;

ভেঙেছো কূল বুকে ধরেছো পলি

সামনে সমুদ্র ,উত্তাল ঢেউ

বিশাল জলরাশি জোয়ার ভাটার খেলা।



মোহনায় চলে এসেছো নদীর

এবার নত কর শির;

এবার সমুদ্র বক্ষে বিলীন হওয়ার পালা

এবার হতে হবে মিলন মিলন লীলা।



এতকাল ভরেছো উপত্যকা মরুভূমিখাত লেভী

এবারে তোমার ভরার পালা;

সমু্দ্র যৌবনে নতুন সৃষ্টির খেলা

থেমে যাও আছড়ে পরবে এখনি তোমার উপর সমুদ্র তরঙ্গ মালা।



ভয় পেয়োনা কিংবা অপ্রস্তুত থেকনা

নিশ্চুপ শয্যায় ভরে যাও তুমি

নোনা জলে নোনা কাব্য ;তুমি ভরাট ভূমি।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ||

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। :)

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
গরু কিনসেন ?

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: এখনো কিনি নি ।কিনবো । গরুর হাট পরিদর্শন চলছে। :)আপনি কিনেছেন? কানে কানে একটা কথা বলি আমি কাজ করার প্রচেষ্টা নেই কিন্তু বলতে পারেনআমড়া কাঠের ঢেকি।বাবা কিনবে সব করবে আমি শুধু কোনটা পছন্দ হলো না হলো ব্লা ব্লা ব্লা । :)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লিখছেন। কবিতার টাইটেলটা চমৎকার হইছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ছবিও খারাপনা দক্ষিণ কোরিয়া সাগরের জেগে ওঠা দ্বীপ সবুজ দ্বীপ।


ভাল থাকবেন সবসময়আর মনে রাখবেন। :)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগা

১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা হ্যাপি ব্লগিং :)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নিক নূরুল বলেছেন: ভাললাগার মতো কবিতা। ঈদ মুবারক।

১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ভাল থাকবেন সবসময়। আর মনে রাখবেন। :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,

আপনি দেখি উল্টো কবিতা লিখলেন ! খরস্রোতা নদীকে থেমে যেতে বলছেন । একেই ফারাক্কার ঠ্যালায় বাঁচিনে , সব নদী শুকিয়ে মাঠ-ঘাট আমসত্ব হচ্ছে আর আপনি আবার বাকীগুলোকেও ভরাট করতে চাচেছন !
কেন ? হাউজিং সোসাইটি বানিয়েছেন ? B-))

অবশ্য কারো মনের নদীকে যদি থেমে যেতে বলেন , তো ঠিক আছে । এসব নদীকে আস্কারা দিতে নেই । দিলেই দু'কূল ছাপিয়ে সবার মনের ঘর ভাসিয়ে নিয়ে যাবে । আপনি ডুবে মরবেন ! :((

আর কিছূ প্রশংসা করতে হবে ?

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়। :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: এটাতো মনের নদী ই ।কবিরা সচররাচর নদী নিয়ে কবিতা লিখে না। লিখলে সেটা মনের নদী। ভাল থাকবেন সবসময় ।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ ইসহাক খান বলেছেন: নদী-সমুদ্র-পাহাড়।

অনেক ভালোলাগা।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নদী সমুদ্র পাহাড় সব কিছুই সেইম।একদিন নদী পাহাড় হয়।সমুদ্র নদী হয়।আবার পাহাড়ওইরোডেড হয়ে নদী হয়। :)

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


সমু্দ্র যৌবনে নতুন সৃষ্টির খেলা
থেমে যাও আছড়ে পরবে এখনি তোমার উপর সমুদ্র তরঙ্গ মালা।



দারুণ

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়। :)

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: কবি কবিতা ভালো লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। !:#P

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: সুন্দর।

ভালো লেগেছে খুব।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় । :)

১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রাকৃতিক কাব্য চমৎকার।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো । :) :)

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

অস্পিসাস প্রেইস বলেছেন:

থ্যাংকস বড় ভাই, ব্লগে একটি লুলহীন নিখাদ প্রাকৃতিক কবিতা পড়ে ভালো লাগলো। আপনার নদী দর্শন চমৎকার।

আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

ইনশাল্লাহ সুখে আনন্দে নিরাপদে কাটুক ঈদ :)

ঈদ মোবারক!!

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।ঈদের শুভেচ্ছা

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো লিখা।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। :)

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন! ইশ আপনার কয়েকটা লেখা বোধয় মিস হয়ে গেল! সময় করে পড়ে নিব কেমন? সুন্দর থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো। :)

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভয় পেয়োনা কিংবা অপ্রস্তুত থেকনা
নিশ্চুপ শয্যায় ভরে যাও তুমি
নোনা জলে নোনা কাব্য ;তুমি ভরাট ভূমি।



ভালোলাগা ও ইদের শুভেচ্ছা আনোয়ার ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।

আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাল লাগল

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নীল েমঘ বলেছেন: লেখাটা পড়ে চমৎকৃত হলাম 8-|

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভালথাকবেন সবসময়।

এখন কবিতা আসছেনা। কবিতা লিখতে পারছিনা। কবিতারা মরে গেল বোধ হয়।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই । এখনও সমুদ্র দেখা হয় নি :(

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সমুদ্র দেখে ফেলবেন একদিন।হয়তো সেদিন আবেগে উচ্ছসিত হয়ে সমুদ্র স্নানে মুখর হবেন। সেইদিন দ্রুত আসুক।


ভাল থাকবেন আর মনে রাখবেন।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা সেলিম ভাই... আমার খুবই ভালো লেগেছে...

আপনি অনেক লিখেন আর পোষ্ট দেন, আমি মাঝে মাঝেই তাল হারিয়ে ফেলি... যদিও গত ১০/১২ দিন ছিলামই না...

ভালো থাকবেন
শুভকামনা...

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। তাল হারিয়ে ফেলেন। আর বোধ হয় তাল হারাতে হবে না। ব্যস্ততা পেয়ে বসেছে। আর কবিতারা হয়তো মরে গিয়েছে। লিখতে পারছি না নতুন কোন কবিতা।

ভালথাকবেন সবসময় এ ই শুভকামনা থাকলো প্রিয় কবি।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: চমৎকার নদী নিয়ে কবিতা আমার খুব ভাল লাগে

+++++

ভালো থাকবেন

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নদী কার না ভাল লাগে।নদী যে অনেক সুন্দর
সুন্দরী রমনীর মতন।

নদী দেখুন নদীর সুন্দর দৃশ্য উপভোগ করুণ।


ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.