নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জানি আসবে না

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

জানি আসবে না কোনদিন এই বকুল তলে।হারিয়েছি সব ,পাখির কলতান সমধুর কলরব।তোমার চলায় আমার উঠুন আর মেতে উঠেনা।জানি দূরেই থাকো।ওতে কষ্ট হয় কিনা হৃদয়ে তোমার জানিনা।হয়তো গাইছো গুণগুণিয়ে নতুন কোন গান আনমনে ,হয়ত সুখের খুনসুটি করেই কাটছে জীবন তোমার-যেথা বিরহ ব্যথার অথৈ কাব্য নিত্য গড়ছে আমার।



জানি বেদনার সব রঙ আমার ললাটে তবহৃদয়জুড়ে সুখগুলো সব তোমার,সুখের পাখিরা বাসর গড়েছে সুখের খেলা বেশ খেলিছে তোমার প্রাণে তোমার হৃদয় দুয়ার।



রেখেছো ঘর বন্ধ করে ,আমায় রেখে অনেক দূরে; আপন করেছো পর।কারে লয়ে আজ মেতেছো প্রেমে তোমার জন্য অবুঝ মনে ব্যর্থতা হাহাকার,দুখের পাহাড় শোকের নদী জল দিয়ে যায় নিরবধী,চোখের জলে কোলাহলে সকল খেলাই যাচ্ছি খেলে আমার নির্জনতার ঘরে।



মেঘ জ্যোৎস্নার কাব্য ।চন্দ্রিমা রাত। আলোর বন্যায় লেগে থাকা অবাক ধারাপাত।জেগে আছে শশি।ঘুমায় মানুষ, ঘুমায় না প্রেমিক মন।নিশি জেগে থাকা প্রজাপতির মতন।বিবাগী এক স্বপ্ন কারিগর।কড়া নাড়ে তোমার বদ্ধ দরজায়।নাড়তেই থাকে উন্মাদ প্রেমিক মন।



কোন এক দেবদূত বলে গেল আজ।তোমার মন ভাল নেই আজ । কার বিহনে সখী? ভাল থেকো তুমি আমি যেমনই থাকি?কার আচরণে মনের এ হাল তুমিই জানো ভালো?সে তোমার প্রেমিক হলে বেসো তারে কিছুটা ভালো। হতে পারে এমন তোমার বিহণে বিদ্রোহী সে আজ করিছে জ্বালাতন।তোমার প্রেমের লাগি। তোমার সোহাগে সুখের নোঙর চা্চ্ছে দিতে পারি।



তোমার অথৈ জলে ভাসায়েছে যে জন তরী।তার তরী ভরে দাও সখি সোনারূপা ভরিভরি ।তুমিহীনা যে জনে কাঁদিছে আপন মনে।করিছে জ্বালতন।তারে সখি তুমি প্রেমের বাঁধনে ফেল বেঁধে করে যতন।




তাতে সুখ খোঁজে পাবে তুমি পাবে খোঁজে এক খাটি প্রেমিক।তার প্রেমেই পরশমানিক তার ছোঁয়াতেই শত সাধনার ধন মুক্ত মানিক।



আশার ঝিলিক। সুখের প্রদীপ ।



যদি আসতে হৃদয়ে আমার!জানি আসবে না কোন দিন ।বুঝবেনা মম ব্যথা,বুঝবে না তুমি আমার প্রাণের আকুলী বাকুলী কথা।

মন্তব্য ৫৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

শফিক১৯৪৮ বলেছেন: দারুণ!

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লাগল এই কষ্ট-কাব্য ।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ পাঠে ও কমেন্টে ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো, কবি।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ||

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মুন । ভাল থাকবেন।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

কয়েস সামী বলেছেন: আবেগের প্রকাশ ভাল লাগলো।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: অন্যরকম.............

ভাল লাগছে....

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।ভাল লাগায় । :)

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



যদি আসতে হৃদয়ে আমার!জানি আসবে না কোন দিন ।বুঝবেনা মম ব্যথা,বুঝবে না তুমি আমার প্রাণের আকুলী বাকুলী কথা।
সুন্দর!!!
+++

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

অদ্বিতীয় জিসান বলেছেন: দারুন লাগছে।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৪

প্রিন্স মাহমু দ বলেছেন: চমৎকার ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ভ্রাতা। ভাল থাকবেন।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৫

সাদা আকাশ বলেছেন: এত আকুতি? তারপরেও কেউ কি অগ্রাহ্য করে থাকতে পারে?

এত আকুতি জানার পরেও যদি কেউ তা অগ্রাহ্য করে, তবে তার আসলে মন বলতে কিছু নেই.......


কেউ একজন বলেছে "কষ্টের ভাষা চমৎকার লাগে শুনতে যদি উপস্থাপন ভাল হয়। কিন্তু বক্তার বেদনা কেউ খেয়াল করে না.."

কিন্তু তারপরেও বলবো, চমৎকার কিছু কথা বলেছেন।।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি কষ্ট হৃদয় ছুয়ে যায়। তারপরও কষ্ট কে চায়। কবি বেদনা খুজে। সেই বেদনা থেকেই কবিমন সৃষ্টি করে ফেলে ভাললাগার কিছু ।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮

জেরিফ বলেছেন: রেখেছো ঘর বন্ধ করে ,আমায় রেখে অনেক দূরে; আপন করেছো পর।কারে লয়ে আজ মেতেছো প্রেমে তোমার জন্য অবুঝ মনে ব্যর্থতা হাহাকার,দুখের পাহাড় শোকের নদী জল দিয়ে যায় নিরবধী,চোখের জলে কোলাহলে সকল খেলাই যাচ্ছি খেলে আমার নির্জনতার ঘরে

অনেক অনেক ভালো লাগলো কথা গুলো :#> :#> :#>

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। শুভকামনা জানবেন।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তোমার অথৈ জলে ভাসায়েছে যে জন তরী।তার তরী ভরে দাও সখি সোনারূপা ভরিভরি ।তুমিহীনা যে জনে কাঁদিছে আপন মনে।করিছে জ্বালতন।তারে সখি তুমি প্রেমের বাঁধনে ফেল বেঁধে করে যতন।++++++++++++++্

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

আহসান জামান বলেছেন:
বাহ্!

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ভালো লাগলো :)

অনেক কষ্ট :( :(

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

কষ্ট কাব্য পড়ে আনন্দ লাভ করা যায়।কষ্ট কষ্ট লাঘব করে। :)

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,


........বিবাগী এক স্বপ্ন কারিগর,
কড়া নাড়ে তোমার বদ্ধ দরজায়........

সেই বদ্ধ দরজা কেউ খোলে, কেউ খোলে না ! খুললে পরে সেই বিবাগী স্বপ্নেরা অবৈরাগী হয় ।

শুভেচ্ছান্তে ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: তারপরও দরজা খুলুক।


প্রেমে ভেসে যাবে অপ্রিয় সব।



ধন্যবাদ

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: তোমার অথৈ জলে ভাসায়েছে যে জন তরী।তার তরী ভরে দাও সখি সোনারূপা ভরিভরি ।তুমিহীনা যে জনে কাঁদিছে আপন মনে।করিছে জ্বালতন।তারে সখি তুমি প্রেমের বাঁধনে ফেল বেঁধে করে যতন।

ভাল লাগল সেলিম ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বাশার ভাই । ভাল থাকবেন সবসময় ।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

বৃতি বলেছেন: সুন্দর, আবেগী কথাগুচ্ছ ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

ধূর্ত উঁই বলেছেন: যদি আসতে হৃদয়ে আমার!জানি আসবে না কোন দিন ।বুঝবেনা মম ব্যথা,বুঝবে না তুমি আমার প্রাণের আকুলী বাকুলী কথা।

বুঝবে । বুঝবে না কেন? :)

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।।

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: থ্যাংঙ্কস এ লট। শুভকামনা থাকলো । :)

২০| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন সেলিম ভাই.......
+++++

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শ্রদ্ধেয় এহসান সাবির।ভাল থাকবেন সবসময় ।

২১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,জানি আসবে না কোনদিন...! :(

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

২২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ঘুমায় মানুষ, ঘুমায় না প্রেমিক মন।নিশি জেগে থাকা প্রজাপতির মতন।বিবাগী এক স্বপ্ন কারিগর।কড়া নাড়ে তোমার বদ্ধ দরজায়।নাড়তেই থাকে উন্মাদ প্রেমিক মন।


অসাধারণ!

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মায়াবীহরিনী বলেছেন: কষ্ট-কাব্য ।

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা মায়াবীহরিণী । :)

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

মোঃ ইসহাক খান বলেছেন: বেদনাহত আকুতি। মন স্পর্শ করবার মত।

১৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কমেন্টে ।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দারুণ লিখেছেন কবি ।

১৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়।

২৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কেহ কয় ধারুন
শুভকামনা
সামু আর আগের মত নাই

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বন্ধু

২৭| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

সুমন কর বলেছেন: এইখানে বেশ হয়েছে:

মেঘ জ্যোৎস্নার কাব্য ।চন্দ্রিমা রাত। আলোর বন্যায় লেগে থাকা অবাক ধারাপাত।জেগে আছে শশি।ঘুমায় মানুষ, ঘুমায় না প্রেমিক মন।নিশি জেগে থাকা প্রজাপতির মতন।বিবাগী এক স্বপ্ন কারিগর।কড়া নাড়ে তোমার বদ্ধ দরজায়।নাড়তেই থাকে উন্মাদ প্রেমিক মন।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেমন আছেন সেলিম ভাই ?? =p~ =p~

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? লিটন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.