| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালবাসি বাংলা ভালবাসি বাংলার মাটি
ভালবাসি বাংলার আঁকাশ অবারিত সবুজ রূপসী বাংলার নদী ;
ভালবাসি মা ভালবাসি প্রিয়তমা ভালবাসি পূর্ণিমা
ভালবাসি বাংলার জল ভালবাসি শাপলা ভালবাসি বাঙালীপনা।
ভালবাসি খেটে খাওয়া মুজুরের তৃপ্তির হাসি
ভালবাসি রাখাল বালকের সমধুর বাঁশি।
ভালবাসি বাংলার মানুষ ভালবাসি মধুর কিষানীর হাসি
ভালবাসি শিশুদের দল ;ভাল কিশোর কিশোরী সদা চঞ্চল।
ভালবাসি বাউল ,ভালবাসি বটবৃক্ষের ছায়া, ভোরের সূর্যের হাসি
ভালবাসি বাঙালী নদীর ঢেউ, ভালবাসি সমুদ্র সফেদ ফেনা সেও।
ভালবাসি ইলিশের ঝাঁক পদ্মার বুকে ভালবাসি শরৎ হেমন্ত
ভালবাসি ভোরের শিশির শীতের সকাল শীত শেষে অপরূপ বসন্ত।
ভালবাসি বর্ষার জল গ্রীষ্মের অলস দুপুর
ভালবাসি নৃত্যরতা প্রেমিকের চঞ্চল নুপূর।
ভালবাসি বাংলা ভালবাসি দেশ ভালবাসি বাংলার মানুষ
ভালবাসি রূপালী চাঁদ ;পড়ন্ত লালটকটকে সূর্য
গোধূলীর আলো রাঙা প্রভাত ,অবারিত সবুজ, সোনার বাংলার রঙিন মানুষ। 
 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কয়েকদিন দেশের বাইরে থাকবো তাই দেশপ্রেম জেগে ওঠেছে। কমেন্টে ধন্যবাদ।
২| 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:৫০
অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো।+।
 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
৩| 
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ১১:৩২
বেকার সব ০০৭ বলেছেন: ভাই কোন দেশে যাবেন জানা বার মন চায়
 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন:  
 
৪| 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:১৯
সুমন কর বলেছেন: ভাল হয়েছে।
 
২২ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
৫| 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ৭:১৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: 
ভালবাসি সেলিম ভাইয়ের কাব্য 
  
 
 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা কাগজের নৌকা রাসেল।
 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা কাগজের নৌকা রাসেল।
৬| 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৫৪
দূষ্ট বালক বলেছেন: ভালবাসি বাংলা ভালবাসি দেশ ভালবাসি বাংলার মানুষ
ভালবাসি রূপালী চাঁদ ;পড়ন্ত লালটকটকে সূর্য
গোধূলীর আলো রাঙা প্রভাত ,অবারিত সবুজ, সোনার বাংলার রঙিন মানুষ
চমৎার হয়েছে ভাই
 
২২ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| 
২২ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫২
শ্যামল জাহির বলেছেন: ভালবাসি বাংলা ভালবাসি দেশ ভালবাসি বাংলার মানুষ 
কবিতায় ভাল লাগা।
 
২২ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।  
 
৮| 
২৫ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৫০
মুশাসি বলেছেন: উচ্চ মাপের কবতে হইছে ভাই
 
২৫ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৯| 
২৬ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৪৭
মোঃ ইসহাক খান বলেছেন: ভালোবাসার কবিতায় ভালোলাগা রেখে গেলাম। 
অনেক অনেক শুভেচ্ছা। 
 
২৭ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৭
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার লেখছেন, পোস্টে++++++++++++++++++++++++++++++++++++++++
ভালবাসি ইলিশের ঝাঁক পদ্মার বুকে ভালবাসি শরৎ হেমন্ত
ভালবাসি ভোরের শিশির শীতের সকাল শীত শেষে অপরূপ বসন্ত।