নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ,অভিনন্দন :)

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫





শুভ নববর্ষ,সবাইকে অভিনন্দন

বেঁচে আছো যারা ,আপনজন।





একটি বছর গেল

কত ঘটনার অবতারণা হলো।

কত আনন্দ বেদনা!

কত না বিড়ম্বণা!

কত বিরহস্মৃতি,

আনন্দ মাখা অনুভূতি।



কত প্রিয়হারা ,

কত নতুনের আগমন,

কত উৎসব,

তারুণ্যের কলরব।

কত ব্যর্থতা!

কত সফলতা!



কত ঘটনার জন্ম হলো,

গেল একটি বছর,

সবার চেয়ে বড় ঘটনা বেঁচে আছি

সুখে দুঃখে কাটাচ্ছি কত প্রহর।



বেঁচে আছি তাই!



সবাইকে অভিনন্দন,

বেঁচে আছো যারা

হে সুহৃদ,ওহে আপন জন।



শুভকামনা তোমাদের,

সুখে থাকো সমৃদ্ধি লাভ করো,

নিজে ভাল থেকে সুখী সমৃদ্ধ দেশ গড়ো।



গাই মিলনের গান,

মানুষে মানুষে অশেষ ভালবাসা পর্বতসমান।



বেঁচে থাকো ভাল থাকো,

গেয়ে সাম্যের গান।

অশুভ শক্তি ধ্বংস হোক

হোক মানবতার পরিত্রাণ।



শুভনববর্ষ ,অভিনন্দন

ভুলে গিয়ে সব দুঃখ ক্রন্দন,



সুখী ,সমৃদ্ধ জীবন গড়ো।







..................

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।নতুন বছর আমাদের জন্য সুখ,শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক। শুভকামনা নিরন্তর।:)

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা আর শুভকামনা নতুন বৎসরের।

হুমায়ুন ফরীদি কি আপনার খুব প্রিয়?

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ুন ফরীদি কি আপনার খুব প্রিয়?
হা অনেক অনেক অনেক।

আমার প্রিয় তালিকায় অতি প্রিয় ছোট্ট একটা তালিকা।

তারাও জানেনা তারা আমার কত প্রিয়।

এ সংখ্য অতি নগন্য।


আপনাকেও নববর্ষের শুভেচ্ছা । :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

লেখোয়াড় বলেছেন:
আমার মতে হুমায়ুন ফরীদি বাংলাদেশের এপর্যন্ত সর্বশ্রেষ্ঠ অভিনেতা।
তার অভিনয় অন্য রকম যা আর কেউ করে দেখাতে পারবে না।

সেলিম।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এতে কোন সন্দেহ নেই।মুক্ত বিহঙ্গ নাটকের শুটিং এ ছিলাম।ওটার সহপরিচালক আমার বন্ধু মানুষ।তখন বইমেলা চলছিল। ঢাবিতে একটা দৃশ্য শুটিং হবে ফরীদি আর অপি করিম রিকশায় করে ক্যাম্পাসে ঘুরবে। ফরীদি টেনশন করছিলেন বই মেলার ভীড়ে ওই শুটিং করা যাবে না। আমি দায়িত্ব ঘাড়ে নিলাম। শুটিং হলো ।

সেই দিন সন্ধ্যাতেই ফরীদির অংশ স্যুটিং শেষ। আর বাকীরা দীর্ঘসময় ধরে তাদের অনুমশীলন চালাচ্ছেন। আরো কয়দিন লাগিয়েছে কে জানে।

কাজেই আমরা ফরীদির অল্প সময়ের অভিনয়কে অন্যদের অনেক সময় নিয়ে বারবার অনুশীলন করে করা কাজের তুলনা করি।

তাই বলি ফরীদির তুলনা নেই। তিনি নিজেই নিজের তুলনা অভিনয় কঠিন কাজ আর সেটি নিয়ে তিনি খেলেছেন।আমারা যেমন পুতুল খেলি তেমন।


ফরীদি অতুলনীয়।


আর মানুষ হিসেবে।


বিহঙ্গ নাটকে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে।

আমার বন্ধুর বদান্যতায় নয়।

শুনলে অবাক হবেন। গ্রেট ফরীদির অনুরোধে।


আমাকে একটা রুলে অভিনয় করতে বলা হয়েছিল্।

কাজীর চরিত্র।

আমি নিজের অযোগ্যতা প্রকাশ করি।


এখন মনে হয় করলে ভাল করতাম।

অন্তত ফরীদির সঙ্গে আমার একটা স্মৃতি থাকতো।


ফরীদির হৃদয়টা ছিল সাগরের মত বিশাল।

তার সন্নিধ্যে নিজের অন্তরের প্রশস্ততা অনুভব করেছি।

তিনি ছিলেন একটা মহা তারকা। তারকাদের তারকা।

একজন দেশপ্রেমিক ।

একজন মুক্তিযোদ্ধা।

যদিও খুব সামান্য সময় তার কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

এম মশিউর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার! :)




নতুন বছরে নতুনভাবে লুলামী করার আহবান! :P
লুল রুলস!

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা। লুলরা যে প্রতিভাবান সেটা চমৎকার সব ব্লগিং প্রমান হবে।

আজকে যেমন অসাধারণ একটি পোস্ট দিয়েছেন।সেই ভাবে।


গল্প কবিতা রম্য।

তিন সেক্টরে জলি মাইন্ডেট যারা লুল পার্টি হলাম। তার চমৎকার অবদান রাখবো।

এই হোক আজকের দিনের অঙ্গীকার।


নেতা যারাই হোক সবাই কিন্তু আমাদের সমর্থক।


:P :) !:#P

এটাই হলো লুল রুলস ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

লেখোয়াড় বলেছেন:
সুন্দর।

আপনার অভিনয়ের সুযোগ এসেছিল অথচ আপনি কাজে লাগাননি!!

আমার অমন সুযোগ আসলে আমি লুফে নিতাম। যদিও আমার অভিজ্ঞতা দিয়ে আমি জানি অভিনয় ব্যাপারটি মোটেও সহজ নয়।

আমি এখনো আশায় আছি অমন সুযোগের।

সেলিম।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: লজ্জা লাগছিল। তবে অভিনয় পারবো না তা কিন্তু নয়। ব্লগ ডে তে ভালই পাট নিলাম।

অভিনয়ের সুযোগ বলতে ফরীদির সঙ্গে অভিনয়।

এখন হাজার চেস্টা করলেও ওটি আর হচ্ছে না।

বন্ধু এখন পরিচালনা করে।খান মুহাম্মদ বদরুদ্দিন।সুবর্ণা আর ফরীদির অতি ঘনিষ্ঠ জন।

ভাল রকমের মাইন্ড করেছিল।

ফরীদি আমাকে সামহাউ লাইক করেছিল্।

ওগুলো অতীত। সুদূর অতীত।

শুধু স্মৃতি। আর স্মৃতি মন্থন।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:




নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।আর শুভকামনা ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ,

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও সুপ্রিয় কবি।


নিরন্তর শুভকামনা ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ ।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা



!:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

মামুন রশিদ বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা সেলিম !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও মামুন রশিদ ভাই। :)

শুভকামনা থাকলো । :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার !! !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ইখতামিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা রইল

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা :)
ভাল থাকুন ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । শুভকামনা

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

এয়ী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার !! :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা, সুন্দর উপরের আলোচনা গুলো। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

এহসান সাবির বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

সোহানী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!!!!! !! !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও হ্যাপি নিউ ইয়ার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.