নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে







রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে

মৃতের থাকে কবরের নিরবতা______________

আচড় কেটেও তাকে রক্তাক্ত করতে পারবে না

জীবাবসানের সঙ্গে তার অনুভূতিরও মৃত্যু হয়

ব্যর্থতা আর সফলতা শব্দ দুটো মৃতের সঙ্গে বড্ড বেমানান—

রাগের বহিপ্রকাশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মত

সমস্ত উত্তাপ লাভা উগড়ে দিয়ে শান্তির সমীকরণ

আগুন প্রশমনে মূল্যবান মনিকের বিস্তরন;

তারপর কঠিন থেকে কঠিনতর হওয়া

সংরক্ষিত মৃতদেহের মমির মত

যেখানে সম্পর্কের শেষ সুতোটিও ছিড়ে যায়

অনন্ত প্রতীক্ষা শূণ্যতায় পর্যবসিত হয়,

তখন জীবনের বৈশিষ্ট্য প্রমানে একটু রাগ কিংবা কিঞ্চিত ক্রোধ

একেবারে অর্থহীন নয়—

ওতে ক্ষণিকের প্রশান্তি মেলে

কিছুটা অধিকার বোধ থেকে

কিছুটা স্বসান্ত্বনার প্রলেপ নিতে

রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে।









প্রতিক্ষার বৃষ্টি







গ্রীষ্মের কাঠ ফাটা রৌদ্রে রুদ্র মূর্তি নিয়ে বিরাণ প্রকৃতি

নিষ্ঠুর প্রেমিকার মত দেহের ঘর্মগ্রন্থে রন্ধ্রে রন্ধ্রে তিক্ততার স্বাদ

করেছে দান —প্রচন্ড প্রেমের প্রতিদানে দিয়ে চলেছে শূন্যতার বিষাদ,

সম্ভাবনার জমিন ফেটে গেছে, বহুপ্রতীক্ষীত চাতক ঘোলা দৃষ্টিতে প্রতীক্ষায়,

নদীর বুকও শুকিয়ে গেছে — জলজ অনুভূতি আজ মরুর শুষ্কতায়

রাখালের বাঁশিতে কিষাণের গানে শ্রমিকের ক্রমাগত হ্যামারের ধ্বনিতে

প্রেমিকের হাহাকারে যেন শুধু জলজ প্রার্থনা—একটাই আকুতি

____________ঢালো ,করুনা ধারা ঢালো________________

শুকনো হাহাকার জমিতে প্রশান্তির বৃষ্টি আনো —হয়ে যাক গভীর বর্ষণ

প্রশান্ত হোক প্রেমিক মন—জোটে যাক শত সাধনার ধন

নীল সোনার যাদুর বর্ষনে ধূসরের আভা সুদূরে মিলাক হয়ে যাক সবুজের বন।







মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: প্রতীক্ষার বৃষ্টি নামুক আকাশ জুড়ে ।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা মামুন ভাই। এখানে রেগুরালার বৃষ্টি হচ্ছে কিন্তু আজ সাপ্লা্ছ পানি বন্ধ।পানি হলো নীল সোনা্ ।সোনালী সোনার দিন গেছে, কালো সোনা মানে পেট্রোলিয়ামের দিন চলছে সব ছাপিয়ে নীল সোনা মানে পানি সবচেয়ে মূল্যবান হয়ে ওঠছে।

আমিও চাই বৃষ্টি নামুক, আমার বাগান বিলাস শুকিয়ে যাচ্ছে। তাই বৃষ্টি চাই।

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

জুন বলেছেন: একটাই আকুতি
____________ঢালো ,করুনা ধারা ঢালো________________
শুকনো হাহাকার জমিতে প্রশান্তির বৃষ্টি আনো

সত্যি এটাই এখন আমাদের একমাত্র কামনা সেলিম আনোয়ার ।
+

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: জুন আপি অনেকদিন পর আমার ব্লগে সুস্বাগতম। ব্লগে আছি বলেই আপনাদের সান্নিধ্য পাচ্ছি অনলাইনে ।

ধন্যবাদ। আর শুভকামনা ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:



কবির কবিতা পড়ে বৃষ্টির কামনা বেড়ে গেলো।

দুটো কবিতায় ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬

ফা হিম বলেছেন: হয়ে যাক গভীর বর্ষণ

তার অপেক্ষায়ই তো আছি। কবিতায় ভালো লাগা।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সে আসুক । সে আসলেই বৃষ্টি নামে । সে জানে ।

কমেন্টে ধন্যবাদ ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তবে তাই হোক... :)


শুভেচ্ছা, জনাব সেলিম আনোয়ার...

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনি , শুভকামনা

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বন্ধু।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


লাইনটা ভীষণ মনে ধরছে সেলিম ভাই।

রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: লাইন মনে ধরাতে ধন্যবাদ । শুভকামনা কান্ডারী ।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: দুটোই ভাল লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

উপপাদ্য বলেছেন: অসাধারন। খুব পছন্দ হয়েছে। বিষয়ভিত্তিক হলো মনে হচ্ছে। জিবরান এমন করে লিখতেন। ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: আমি বৃষ্টি চাই।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই ।ও আসলেই বৃষ্টি নামে ।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সময় সাময়িক

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

মুহম্মদ আলমগীর তৈমূর বলেছেন: চাই বৃষ্টি

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: হুম বৃষ্টি চাই।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লেখা। হ্যাঁ প্রকৃতিকে আমরা মেরে ফেলছি, নদী খুন করছি, বন হত্যা করছি নেতারা মন্ত্রীরা গাছ খাচ্ছেন লক্ষ লক্ষ পিস হারে । বৃস্টি কেন হবে? প্রকৃতি তো প্রতিশোধ নিবেই, না নিলেই অবাক হতুম।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। প্রকৃতিকে তার হাতে ছেড়ে দিতে হবে ।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

চুক্কা বাঙ্গী বলেছেন: আল্লাহ! করুনা ধারা ঢালো আল্লাহ! গরম আর সহ্য হয়না।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি নামুক।কমেন্টে ধন্যবাদ ।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

মোঃ ইসহাক খান বলেছেন: আসুক বৃষ্টি, শান্তি নিয়ে।

প্রশমিত হোক সমস্ত ক্ষোভ আর ক্রোধ।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অতপর বৃষ্টি হলো বোধ হয়। আমাদের !নীরব চোখাচোখিতে বৃষ্টি হলোধ হলো বোধ হয়

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ভাই বৃষ্টি সিরাম জিনিস যখন দরকার তখন পাইনা যখন দরকার নায় তখন সিরাম আকারে হয়।



রাগ বলো আর ক্রোধ বলো ওটা জীবিতদের থাকে।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: এখন বোধ হয় ঢাকায় বৃষ্টি হচ্ছে! বহুপ্রতীক্ষিত বৃষ্টি।
কে

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

নিশাত তাসনিম বলেছেন: শেষটা দারুণ লাগলো ।

গ্রীষ্মের কাঠ ফাটা রৌদ্রে রুদ্র মূর্তি নিয়ে বিরাণ প্রকৃতি
নিষ্ঠুর প্রেমিকার মত দেহের ঘর্মগ্রন্থে রন্ধ্রে রন্ধ্রে তিক্ততার স্বাদ
করেছে দান —প্রচন্ড প্রেমের প্রতিদানে দিয়ে চলেছে শূন্যতার বিষাদ,
সম্ভাবনার জমিন ফেটে গেছে, বহুপ্রতীক্ষীত চাতক ঘোলা দৃষ্টিতে প্রতীক্ষায়,
নদীর বুকও শুকিয়ে গেছে — জলজ অনুভূতি আজ মরুর শুষ্কতায়
রাখালের বাঁশিতে কিষাণের গানে শ্রমিকের ক্রমাগত হ্যামারের ধ্বনিতে
প্রেমিকের হাহাকারে যেন শুধু জলজ প্রার্থনা—একটাই আকুতি
____________ঢালো ,করুনা ধারা ঢালো____________

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০

এহসান সাবির বলেছেন: সে আসুক । সে আসলেই বৃষ্টি নামে । সে জানে ।

++++

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় এহসান সাবির ভাই।

বৃষ্টি কিন্তু এসেছিল।

শুভকামনা নিরন্তর।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো দুটিই।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ভাই।সয়েল মেকানিক্স এর জটিল গনিতে কষছি।ত্রাহি ত্রাহি অবস্থা !

২০| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো দুটোই।
শুভকামনা, কবি।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকানা থাকলো।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

রাগ, ক্রোধ জীবিতদের থাকলেও চেপে রাখতে হয়, নইলে অপরপক্ষ অসন্তুষ্ট হয় ।

কবিতায় ভালো লাগা রইল, সেলিম ।।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগা ভাল লাগা।

সুন্দর কমেন্ট।

রাগ ক্রোধ চেপে রাখা স্বাস্থ্যের জন্য কেমন সেটা নিয়ে প্রশ্ন আছে।

তবে সম্পর্ক মরে গেলে রাগ আর ক্রোধ অবাঞ্ছিত।

২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দুটি কবিতাই ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

একজন আরমান বলেছেন:
প্রথম কবিতার শিরোনামটাই দুর্দান্ত হয়েছে কবি। আর কবিতার তো জবাব নেই।

শুভকামনা। :)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আরমান ভাই। ভাল থাকবেন সবসময় ।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার লিখেছেন। আপনি ভালো লেখক। শুভকামনা।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: লিখলাম কবিতা হলাম লেখক।

শুভকামনায় অনেক ধন্যবাদ ।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

মশিকুর বলেছেন:
২য় টি বেশী ভাল লেগেছে। তবে নামুক বৃষ্টি :)

ভাল থাকুন।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে কবি!


:)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৭| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন:





''ব্যর্থতা আর সফলতা শব্দ দুটো মৃতের সঙ্গে বড্ড বেমানান'' ... আমরা যদি এই ব্যর্থতা আর সফলতাকে কিছুটা ভিন্নভাবে দেখি তবে সেটা সম্ভবত মৃতদের সাথেও যাবে...

দুটি লিখাই খুব ভালো লেগেছে আমার... সুন্দর ...

শুভকামনা...

০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্

মৃত্যু টা সম্পর্কেরও হতে পারে সে ক্ষেত্রে দুজনের মধ্যকার রাগ ক্ষোভ এগুলোরও মৃত্যু ঘটে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.