নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কুর্নিশ তোমাদের

০১ লা মে, ২০১৪ রাত ১:৩৮





তোমাদের ঘামে গড়া অট্টালিকায় আমাদের বসবাস

তোমাদের স্কন্ধে চড়ে আজিকে আমাদের সব আনন্দ- উল্লাস;

তোমাদের শক্তিশালী পেশি আর সূর্যদগ্ধ কৃষ্ণ আবরণে—

বয়েছো কষ্টের পাহাড় সৃজেছো মায়বন বিহার এই ভূবনে।



তোমাদের হাতে,

ঘুরছে রাজশ্রীর চাকা, মানবের ললাটে

দিয়েছো ঢেলে থোকা থোকা সোনা;

তাই বুঝি তোমাদের ললাটে এতই ভোগান্তি —যায় না যে তা গুনা।



রানা প্লাজায় ধ্বস, তাজারিনে পোড়ে ছাই

তোমাদের বুঝি ত্যাগের সীমা- পরিসীমা নাই।



সেই পেশীবহুল সে হাত— যা দিয়ে আমাদের পৃথিবী গড়ো

সেটির যতনে ভ্রুক্ষেপ নাহি আজ আমাদের কাহারো,

তাই অযাচিতের মত সব অগ্নিদহন —দহনে দহনে ছাই

তোমাদের যেন ভোগান্তির সীমা নাই;

আমাদের অধিকারে প্রাসাদ গড়ে চল ,অথচ তোমাদের অধিকার নাই!



বছরের এই দিন

মানুষের মনে প্রশ্ন ছুড়ে দাও —

‍‌‌ ‍"ভেবেছো কী কোনদিন?"

শ্রমিকের শ্রম ছাড়া —যায় না যে গড়া সুখের একটি দিন।



তোমাদের শ্রম ছাড়া —

মানব সভ্যতার যা কিছু আছে সবই অবাস্তব— সবই আধারে লীন।



আজিকার এই দিনে শ্রদ্ধবণত মনে

বলছি তোমাদের কথা কবিতার ছলে

যতটুকু রঙ আছে আমাদের এই রঙ মহলে

সবই তোমাদের দান—

তাই কুর্নিশ তোমাদের ,তোমরা যে ভগবান।



করিতেছি শুভকামনা ,আজকের মহেন্দ্র এই দিনে আর কোন অবিবেচনা নয়;

বর্ষ পরিক্রমার সব গুলো দিন যেন মেহনতি মানুষের হয়।

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ রাত ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


করিতেছি শুভকামনা আজকের মহেন্দ্র এই ক্ষনে আর কোন অবিবেচনা নয়
বর্ষ পরিক্রমার সব গুলো দিন যেন মেহনতি মানুষের হয়।

০১ লা মে, ২০১৪ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। আর শুভকামনা ।

০১ লা মে, ২০১৪ রাত ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: জান কান্ডারী মালয়েশিয়ার আজকের এত ডেভেলপমেনট এতে বাংলাদেশের
শ্রমিকদের ব্যাপক অবদান।

২| ০১ লা মে, ২০১৪ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



করিতেছি শুভকামনা আজকের মহেন্দ্র এই ক্ষনে আর কোন অবিবেচনা নয়
বর্ষ পরিক্রমার সব গুলো দিন যেন মেহনতি মানুষের হয়।



চমৎকার !!! অনেক শক্তিশালী হয়ে উঠেছে আপনার কিবোর্ড। শুভকামনা কবি।

০১ লা মে, ২০১৪ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। আর শুভকামনা থাকলো নিরন্তর।

৩| ০১ লা মে, ২০১৪ ভোর ৪:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা!

০১ লা মে, ২০১৪ সকাল ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।

৪| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //রানা প্লাজায় ধ্বস, তাজারিনে পোড়ে ছাই
তোমাদের বুঝি ত্যাগের সীমা- পরিসীমা নাই।//
:(

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৫| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানবাধিকারবিহীন মহাদুণীতিবাজ দেশ হল বাং...।

০১ লা মে, ২০১৪ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: তা নাহলে তো বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো। দিনমজুর শ্রমিক তারা কিন্তু দূর্নীতি করছেন না।তারা ন্যায্যটুকু পাচ্ছেন না। আমাদের শ্রমিকদের শ্রমে অন্যরা উঠে যায়।

৬| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৩

হাসান বিন নজরুল বলেছেন: সবাই শুধু এইদিনই তাদের গুন গায় অথচ প্রতিটি দিন শ্রমের-প্রতিটি দিন ঘামের :(

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। তাদর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক ।

৭| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৯

তাসজিদ বলেছেন: মে দিবস সফল হোক। শ্রমিক তার অধিকার ফিরে পাক। ফিরে পাক তার ন্যায্য মজুরী ও সম্মান।

০১ লা মে, ২০১৪ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। আর কমেন্টে ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। আর কমেন্টে ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। আর কমেন্টে ধন্যবাদ ।

৮| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: "ভেবেছো কী কোনদিন?"
শ্রমিকের শ্রম ছাড়া —যায় না যে গড়া সুখের একটি দিন।



মে দিবসের শুভেচ্ছা কবি ।

০২ রা মে, ২০১৪ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভেচ্ছায় অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন রশিদ ভাই।

৯| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:৫৯

মশিকুর বলেছেন:
মে দিবস সফল হোক...

০২ রা মে, ২০১৪ সকাল ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: মে দিবস সফল হোক্ ।কমেন্টে অনেক ধন্যবাদ

১০| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:৪৯

বোকার ডায়রী বলেছেন: ‍"ভেবেছো কী কোনদিন?"
শ্রমিকের শ্রম ছাড়া —যায় না যে গড়া সুখের একটি দিন।

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:১৫

ফা হিম বলেছেন: মেহনতি মানুষের প্রতি শুভকামনা।

কবিতা ভালো লাগল।

০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ।ভালথাকবেন সবসময়

১২| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:২২

তারছেড়া লিমন বলেছেন: জগৎ এর সকল মেহনতি মানুষের জয় হোক........

০২ রা মে, ২০১৪ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা

১৩| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন:
অসাধারণ একটা কবিতা । অনেক ভাল লাগল ।
প্রত্যেকে তার প্রাপ্য টা পাক - এটাই আমাদের কাম্য হোক । প্রিয় তে নিলাম ।
ভাল থাকুন সেলিম ভাই :)

০২ রা মে, ২০১৪ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মাহমুদ ০০৭। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

০২ রা মে, ২০১৪ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মাহমুদ ০০৭। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৪

কলিকালের কালপ্রিট বলেছেন: অনেক ভালো লাগলো

০২ রা মে, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।

১৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫১

অরুদ্ধ সকাল বলেছেন: তোমরা শুয়ে আছো রানা প্লাজার নিচে__আমরা পালন করছি শ্রমিক দিবস!
তোমাদের রক্তের মূল্য কিইবা বিত্তবানের কাছে?
ঈশ্বরও বসে আছেন অসহায়দের আর্তি বিনোদন নিয়ে। তবুও বেচেঁ থাকা।

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন কবি।

কমেন্টে ধন্যবাদ।

১৬| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৪

আব্দুর রহমান মিল্টন বলেছেন: চমৎকার কবিতা!

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

১৭| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৯

এনামুল রেজা বলেছেন: মেহনতি মানুষেরা তাদের ন্যায্য অধিকার পাক, এই প্রার্থনা..

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার প্রার্থনা ।

কমেন্টে ধন্যবাদ ।

১৮| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

নিশাত তাসনিম বলেছেন: কবিতা ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৪ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২০

টুম্পা মনি বলেছেন: অসাধারণ হয়েছে!

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ০২ রা মে, ২০১৪ রাত ২:০১

উপপাদ্য বলেছেন: কুর্নিশ মেহনতি মানুষদের।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

২১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:২০

বাংলার পাই বলেছেন: যতটুকু রঙ আছে আমাদের এই রঙ মহলে
সবই তোমাদের দান—
তাই কুর্নিশ তোমাদের ,তোমরা যে ভগবান।

করিতেছি শুভকামনা ,আজকের মহেন্দ্র এই দিনে আর কোন অবিবেচনা নয়;
বর্ষ পরিক্রমার সব গুলো দিন যেন মেহনতি মানুষের হয়।

----------অসাধারণ কবিতা। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।


কমেন্টে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

২২| ০২ রা মে, ২০১৪ বিকাল ৩:০৮

অপ্রচলিত বলেছেন: আজিকার এই দিনে শ্রদ্ধবণত মনে
বলছি তোমাদের কথা কবিতার ছলে
যতটুকু রঙ আছে আমাদের এই রঙ মহলে
সবই তোমাদের দান—
তাই কুর্নিশ তোমাদের ,তোমরা যে ভগবান

করিতেছি শুভকামনা ,আজকের মহেন্দ্র এই দিনে আর কোন অবিবেচনা নয়;
বর্ষ পরিক্রমার সব গুলো দিন যেন মেহনতি মানুষের হয়।


নিদারুন চমৎকার একটি কবিতা। মে দিবসে মহান শ্রমিকদের অজস্র সালাম আর ভালোবাসা।
ভালো থাকুন সর্বদাই প্রিয় কবি।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: রানা প্লাজায় ধ্বস, তাজারিনে পোড়ে ছাই
তোমাদের বুঝি ত্যাগের সীমা- পরিসীমা নাই।

+++++++

০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.