নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শৈবাল শিশির

০৫ ই মে, ২০১৪ রাত ১০:২৩





শৈবালের মত জল করেছি দান যত তোমার এ্ই বিশাল জলাশয়ে

ওতে তোমার কলেবর বৃদ্ধি হয়নি ,রূপলাবণ্যের জৌলুসও বাড়েনি

কখনো হয়তো অবিবেচকের মত সৃজেছি ক্ষত ,সুশ্রী ঐ দেহে বিষফোড়ার মত

তাই উল্টো শ্রীহানি ঘটেছে, সমালোচনার ঝড় বয়েছে ,তুমি হয়েছো বিব্রত।

ফেলেছি তোমাকে কতটা বিড়ম্বনায় বুঝিনি কভু হায়! তবু তুমি ছিলে,

উৎসাহ প্রেরণা হয়ে , বৃক্ষের মত সুশীতল আশ্রয় তুমি দিয়েছিলে।

আমি ভেসে চলেছি জলে শত শত ভুলে ;তুমি তুলেছো পাল তাতে ধ্রুবতারা হয়ে

আমি চলেছি বিস্তর পথ উল্টো কোন রথে; তুমি দিয়েছো আলো শত বেদনা শয়ে।

দিয়েছি আমি যা ,তা ছিলনা কাম্য তোমার কাছে,বিড়ম্বণা জোটেছে পাছে

তাই ভেবেছি যে কত ! দাবী করার মত, কোন অধিকার কি আর আছে ?

পেয়েছি তোমাকে সঙ্গীর মত প্রতীক্ষার সুদীর্ঘ রাত্রি-দিনে আনন্দ তানে

কষ্ট ভুলিয়েছো ধৈর্য্য দিয়েছো অবাক করা আসক্তি দিয়েছো বিরহ প্রাণে।

আমি দিয়েছি কাঁটা তুমি দিয়েছো ফুল

তুমি দিয়েছো ঠিক আমি দিয়েছি ভুল।

এভাবে চলছে এই মিথোজীবিতা মানিকজোড়ের মত

আমার হেটে চলা যেন সবুজের বুকে ঘাসফড়িঙের মত।










মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমি দিয়েছি কাঁটা তুমি দিয়েছো ফুল
তুমি দিয়েছো ঠিক আমি দিয়েছি ভুল।
এভাবে চলছে এই মিথোজীবিতা মানিকজোড়ের মত
আমার হেটে চলা যেন সবুজের বুকে ঘাসফড়িঙের মত।

অসাধারন ++++++++++

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ বন্ধু। ভাল থাকবেন সবসময় ।

২| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: আমি দিয়েছি কাঁটা তুমি দিয়েছো ফুল
তুমি দিয়েছো ঠিক আমি দিয়েছি ভুল।


কি বলবো বুঝতে পারছি না! ভালো থাকবেন সেলিম ।

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই কমেন্টে ধন্যবাদ।

এটা আমার উপলব্ধি । সবাই কত ভাল পোস্ট দেন আর আমি ?
প্যাথেটিক :(

৩| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: আপনার উপলব্ধি ছুঁয়ে গেছে বলেই কবিতা নিয়ে কিছু বলতে পারিনি । সবাই কত ভালো দেয়, আর আপনিও অনেক সুন্দর কবিতা লিখেন । সুতরাং এ নিয়ে মন খারাপের কিছু নেই ।


০৫ ই মে, ২০১৪ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: লজ্জা দিলেন মামুন ভাই। তবে আপনার কমেন্টে ভাল লাগলো।

৪| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
কষ্ট ভুলিয়েছো ধৈর্য্য দিয়েছো অবাক করা আসক্তি দিয়েছো বিরহ প্রাণে।

সুন্দর কবিতা, সেলিম।

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।শুভ সকাল।


ভাল থাকবেন সবসময় ।

৫| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল কবিতা ৷

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুবকামনা ।

৬| ০৬ ই মে, ২০১৪ রাত ২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর । ভালো লাগলো।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।

৭| ০৬ ই মে, ২০১৪ সকাল ৮:১৯

মায়াবী ছায়া বলেছেন: আমি দিয়েছি কাঁটা তুমি দিয়েছো ফুল
তুমি দিয়েছো ঠিক আমি দিয়েছি ভুল।
এভাবে চলছে এই মিথোজীবিতা মানিকজোড়ের মত
আমার হেটে চলা যেন সবুজের বুকে ঘাসফড়িঙের মত।""" চমৎকার লিখা,,,খুব ভাল লাগলো।।

০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দেয়া শিশিরের মত আমার উপস্থিতি হয়তো তার চেয়েও কম।

কবিতা ভাললাগায় ধন্যবাদ ।

৮| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই আপনি সব সময় খুব ভাল লেখেন। এই নিয়ে বিচলিত হবার কিছু নেই। আর আপনি হলেন কবি, কবিদের কবিতা নিয়ে মন খারাপ করতে নেই। কারণ কবিতা হল নিজ মনের একান্ত ভাবনা। এভাবেই ভাবনাগুলো মেলুক পাখা।

০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ কান্ডারী। আসলে স্মৃতি তাড়িত হয়ে লিখা।কোন এক অপসরার কথা মনে করে্ লিখা।

তোমার মত অনেকে দারুন সব পোস্ট দেয়।

আমি পারি না ।


৯| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,

বেশ অন্ত্যমিল দেখছি কবিতায় ।
এই ই হয় ... এরকমটাই মনে হয় নিখাদ প্রেমে ।

যে ভাবটুকু কবিতায় রেশ ছড়িয়েছে তাতে শেষের কবিতার মতো করে বলতে হয় - "গ্রহন করেছো যতো, ঋনী ততো করেছো আমায়..."


ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

০৬ ই মে, ২০১৪ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা প্রতি দুই লাইনে মাত্রা ও অন্তমিল ঠিক লেখে লেখার চেষ্টা করেছি।

১০| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই বিদেশে আছেন তো তাই একাকীত্ব গ্রাস করছে আপনারে। দেশে ফিরে এলে দেখবেন আবার সব ভাল লাগছে। শুভ কামনা রইল সব সময়ের জন্য।

০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয়।

শুভকামনা তোমার জন্য ।

১১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:০৩

শ।মসীর বলেছেন: ব্যাপারনা :)

০৬ ই মে, ২০১৪ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

১২| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো, কবি।

০৬ ই মে, ২০১৪ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

১৩| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

তওসীফ সাদাত বলেছেন:

ভালো লেগেছি ভাই। কথাগুলো সুন্দর। :)

ভেতরটা যদিও বেদনাদায়ক।

০৭ ই মে, ২০১৪ সকাল ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৫২

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর! !

০৭ ই মে, ২০১৪ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: এভাবে চলছে এই মিথোজীবিতা মানিকজোড়ের মত
আমার হেটে চলা যেন সবুজের বুকে ঘাসফড়িঙের মত।




কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই বিদেশে আছেন তো তাই একাকীত্ব গ্রাস করছে আপনারে। দেশে ফিরে এলে দেখবেন আবার সব ভাল লাগছে। শুভ কামনা রইল সব সময়ের জন্য।


সহমত ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.