নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেম বিষয়ক সমীকরণ

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৩৪





প্রেম বিষয়ক সমীরকণ গনিতের সমাধানের মত

যদিও নামে তা সমাধান ,সেটি ঘিরে উল্লাস করে ঝামেলা শত শত।

যতবেশি ভেরিয়েবল ততবেশি জটিলতা

সমাধানে পৌছতে গেলে পিছু নেয় ব্যর্থতা

কলেবর বাড়ে শুধু ,

আনন্দের লেশমাত্র নেই যেন বালুচর মরুভূমি ধূধূ

অনিশ্চয়তার ডালপালা ছেটে ছেটে

স্রষ্টার কৃপায় যদি সঠিক উত্তর জোটে!

নিষ্ঠুর হাতে সঠিক পথে

ভেরিয়েবলগুলো যতটুকু সম্ভব ইলিমিনেশন করতে হয়

জটিলতার ভেদ তাতেই সমাধান হয়।

নির্ভূল পথে এগুতে পারলে তবেই সফলতা জোটে

উত্তর পেয়ে মনের আনন্দে সব হাসনাহেনা ফুটে।

প্রেম বিষয়ক সমীকরন গণিতের সমাধানের মত

সহজে তা করতে হলে ইলিমিনেশন করে যাও অবিরত

যত বেশি ভেরিয়েবল তত বেশি ঝামেলা

কেটে ছেটে সবগুলো থেকে সরাতে হবে কাফেলা

একটি ভেরিয়েবল সঙ্গে নিয়ে আনন্দে কষা যায়

প্রেম বিষয়ক গণিতের সব ছক, দারুণ স্বার্থকতায়।

খুব সহজে সংসার বিষয়ক খেলায় মেতে ওঠা যায়

জীবন নামের জটিলতা তাতে পাবে না কোন ঠাঁই।

তাই বলি একটি ভেরিয়েবল মনের আঁকাশে দাও ঠাই

তবেই শুধু সুখের জ্যোৎস্নাধারা নামবে তব ধরায় ।





মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭

সাজিদ উল হক আবির বলেছেন: দুর্দান্ত এনালজি!
তবে সেলিম ভাই, প্রেম আর গণিত কি এক করে দেখা চলে? একটা মস্তিষ্ক প্রসূত, আরেকটি হৃদয় ঘটিত।
স্টাইল ভাল লেগেছে কবিতার।

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত।
হৃদয়ও আজকাল গণিতের নিয়মে চলে।গণিতের হিসেব কষে পরিণয়ের পথ বন্ধ প্রায় অবস্থা।

মস্তিস্ক আর হৃদয় হয়তো খুব কাছাকাছি।

হৃদয়ঘটিত ব্যাপারে যার হৃদয়ে ঐশ্বর্য আছে তার সঙ্গে আর কারো পেরে ওঠা সম্ভব নয় ।

২| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:২৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই বলি একটি ভেরিয়েবল মনের আঁকাশে দাও ঠাই
তবেই শুধু সুখের জ্যোৎস্নাধারা নামবে তব ধরায়
ভালো বলেছেন

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।


হ্যা শুধুমাত্র একটি ভেরিয়েবল ..... শুধু একজন।

৩| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ভালো লাগলো

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ডি মুন বলেছেন: আনন্দের লেশমাত্র নেই যেন বালুচর মরুভূমি ধূধূ :( :(

৫| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ডি মুন বলেছেন: সেলিম ভাই কাউয়াদের ছবিটি দিয়ে নিশ্চয়ই বুঝাতে চাইছেন যে - ইদানিং মানুষের চেয়ে কাউয়াদের প্রেম অধিকতর সমীকরণীয় ভেজাল মুক্ত।

ঠিক কইলাম নাকি সেলিম ভাই ??? ;) ;)

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এটা কিন্তু আগুনচোখা পাখি্ ।বোধ হয় ময়না পাখি। কালো ময়না । :)

৬| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:১৩

ডি মুন বলেছেন: ময়না পাখিরে ভালা পাই :) কাকপক্ষীরেও :)

১৩ ই মে, ২০১৪ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: মালয়েশিয়াতে কাকপক্ষির ডাক প্রথম শুনতে পেয়েছি কুয়ালালামপুরে।যে এলাকায় আমার বাস সেখানে কোন কাক নেই!

এরা বোধহয় সব রাজধানী আর অভিজাত এলাকায় বাস করে ।

কাকের ডাক শুণে আমার খুব ভাল লেগেছিল ।বিশ্বাস।

৭| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
অস্থির কবিতা।


এক্কেরে সেই।

প্লাস :D :D :D

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে জোছনা রাতের শুভেচ্ছা।

৮| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর সমীকরণ দিয়েছেন... :)

কবির জন্য অনেক শুভেচ্ছা...

১৪ ই মে, ২০১৪ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:৩২

এহসান সাবির বলেছেন: প্রেম বিষয়ক সমীরকণ গনিতের সমাধানের মত
যদিও নামে তা সমাধান ,সেটি ঘিরে উল্লাস করে ঝামেলা শত শত।

++++++++

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এহসান সাবির ভাই।নিরন্তর শুভকামনা ।

১০| ১৪ ই মে, ২০১৪ সকাল ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: প্রেমের রসায়ন আর গনিতের সমীকরণ মোটেই এক নয় । হ্যাঁ, কিছু কিছু ব্যাপার মিলে যেতেই পারে ।

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: মামুন এটা তো সে বুঝলো না।
শেষ মেস গণিতের মারপ্যাচ দিয়ে সরে যেতে চাইলো। :(
আফসোস।

সুন্দর কমেন্টে ধন্যবাদ।
একজন মানুষের কত পরিবর্তণ হয় তাকে পর্যালোচনা করে জীবন পার হয়ে যায়...তবু অনেকে চিনতে ব্যর্থ হয়। শেখানে একাধিক মানুষ নিয়ে গবেষণা কতটা কঠিন!


একজন ভালবাসার মানুষ ইজ এনাফ জীবনে সুখী হতে চাইলে।

১১| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

অদৃশ্য বলেছেন:






চমৎকার লাগলো সেলিম ভাই...



শুভকামনা...

১৫ ই মে, ২০১৪ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১২| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:০৫

আমি গাঙচিল বলেছেন: আপনার লিখাটা মাল্টি ভেরিয়েবল ইকুশানের মত কঠিন লাগ্লো :(

কিন্তু আপনি ইচ্ছা করলেই তো ভেরিয়েবল ইলিমিনেইট করতে পারবে না =p~
এতে আবার ইরোর বেড়ে যাবে । B-))

বাট লিখাটা কিন্তু ভালো লেগেছে :)

১৩| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত +++

১৪| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: গানিতিক প্রেম !

১৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩০

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর ++

১৬| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৯

তারছেড়া লিমন বলেছেন: জীবনের সমীকরণ গুলো একটু মেলাবার চেষ্টা করছিলাম............ দারুন হয়েছে সেলিম ভাই।

১৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গণিত পাঠ ভালো লেগেছে :P

১৮| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: প্রেম আর গনিত! ভাল।

১৯| ১৬ ই মে, ২০১৪ সকাল ৭:৫৮

আপেক্ষিক বলেছেন: প্রেমের মধ্যে লজিক সবসময় আনার ফলাফল খুবই খারাপ হয়। তবে হ্যা প্রেমের সাথে গানিতিক সম্পর্ক আছে। এই লাইনগুলো ভাল লেগেছে বেশ

যতবেশি ভেরিয়েবল ততবেশি জটিলতা
সমাধানে পৌছতে গেলে পিছু নেয় ব্যর্থতা
কলেবর বাড়ে শুধু ,
আনন্দের লেশমাত্র নেই যেন বালুচর মরুভূমি ধূধূ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.