নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সেদিনের আকাশে

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩





সেদিনের আকাশে উঠেছিল এক পূর্নিমার চাঁদ,

রূপালী আলোর মায়ায় এ দুটি নয়ন হয়েছিল উন্মাদ।



সেদিনের চোখে তাই ঘুমেরা গিয়েছিল অবসরে;

স্বপ্নেরা করেছিল ভর অবাক জোছনা ঘিরে

পৃথিবীর পরে রাত থেকে ভোরে।



উদাসী হাওয়ার ছোঁয়ায়

ঘুমন্ত শহরে পিনপতন নিরবতা ছিল

ছিল লুকোচুরী খেলা

তাতে মেতেছে পূর্ণিমার চাঁদ আর দুষ্ট মেঘমালা।



মেঘের ভেলা ঠেলে ঠেলে

রূপের পরসা দিয়েছিল ঢেলে— যতটুকু ছিল তার

সেদিনের আকাশে তাই ছিল নাকো আঁধার।

নীল দরিয়ায় উঠেছিল ভালবাসার ঢেউ,

একটি পাখি গেয়েছিল হয়তো শুনেনি কেউ!



যেন চিরচেনা এক সুরে,

পৃথিবীর বুক জুড়ে— সবার অগোচরে,

তোমার ভালবাসা হয়ে শুভাগমন —রুপোলী জোছনার।



বিষন্ন একেলা প্রাণে তোমার স্মৃতিরা ক্ষণে ক্ষণে

দিয়েছে দোলা উদাসী হাওয়ায় — অচেনা পাখির গানে

কেটে গেল তাই সুদীর্ঘ এক রাত —আনমনে।



এমনই জোছনা ভরা রাতে

খোলা আকাশে— বিস্তীর্ণ সবুজের এক মাঠে,

কাটিয়েছি চন্দ্র্গ্রস্ত স্মৃতির প্রহর।



সেদিনের আকাশে উঠেছিল পূর্ণিমার চাঁদ

অবাক জোছনা স্নানে— মুগ্ধ নয়নে

সেদিনের রাত যেন কেটে গেল —বেদনা হলো দূর।







মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

নিরব পাঠকং বলেছেন: সুন্দর লিখেছেন

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা।

২| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার স্নিগ্ধতা অন্তরকে স্পর্শ করে গেল সেলিম ভাই।
নিরন্তর শুভকামনা। :)

১৬ ই মে, ২০১৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:১১

মামুন রশিদ বলেছেন: অবাক জোৎস্না স্নানে এভাবেই বেদনা দুর হয়ে যাক ।

১৬ ই মে, ২০১৪ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: মালয়েশিয়ায় গত পূর্নিমার রাত এমনই ছিল ।

৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: উদাসী হাওয়ার ছোঁয়ায়
ঘুমন্ত শহরে পিনপতন নিরবতা ছিল
ছিল লুকোচুরী খেলা
তাতে মেতেছে পূর্ণিমার চাঁদ আর দুষ্ট মেঘমালা।

সুন্দর লেখনী কবি +

১৭ ই মে, ২০১৪ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু।ভাল থাকবেন সবসময় ।

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩২

ঢাকাবাসী বলেছেন: পুর্ণিমার রাতের জোসনাতে রাত কেটে গেল। ভাল।

১৭ ই মে, ২০১৪ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ঢাকাবাসী কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কবিতার শিরোনাম দেখে এই কবিতার কথা মনে পড়েছে----

শব্দাকাশে চাঁদ উঠেছে – আবু হাসান শাহরিয়ার

‘আকাশ’ লিখতে চন্দ্রবিন্দু বসিয়ে দিলে‘আ’-এর মাথায়-
লিখলে ‘আঁকাশ’।
বললে হেসে, ‘আজ আঁকাশে চাঁদ উঠেছে।’
এই যে তুমি শব্দাকাশে চাঁদ ওঠালে,
এ চাঁদ কেবল বাঙলা ভাষায় উঠতে পারে।
অন্য ভাষায় এই ঘটনা অনিবর্চন।
তুমিই বলো, তর্জমা হয় এই কবিতার ?
বাঙলা ছাড়া কোন ভাষাতে চন্দ্রবিন্দু হয় বা আছে ?
‘আকাশ’ লিখতে এখন থেকে বিন্দুসমেত চন্দ্র দেব।
শব্দাকাশে উঠুক না চাঁদ।
এখন থেকে ‘আকাশ’ ভুলে ‘আঁকাশ’ লিখব তোমার জন্য।



শিরোনামের চন্দ্রবিন্দু বাদ দেন, এর প্রয়োগ কবিতায় পেলাম না :-/

আপনার কবিতা ভালো লেগেছে :)

১৭ ই মে, ২০১৪ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চন্দ্রবিন্দু বাদ দেয়া হলো।
এখন

৭| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১৮ ই মে, ২০১৪ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৮| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯

অপ্রতীয়মান বলেছেন: অবাক জোছনা স্নানে— মুগ্ধ নয়নে
সেদিনের রাত যেন কেটে গেল —বেদনা হলো দূর

চমৎকার!!

১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
আপনাকে অনুসুরণ করে ভুল করি নাই।

অনেক সুন্দর সুন্দর কবিতা পাচ্ছি :)

১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ্ ।

শুভকামনা থাকলো ।

১০| ১৮ ই মে, ২০১৪ রাত ১:১২

আপেক্ষিক বলেছেন: সুন্দর হয়েছে কবি :)

১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১১| ১৮ ই মে, ২০১৪ রাত ১:২৯

তারছেড়া লিমন বলেছেন: কবি ,
চাঁদের আলোয় কি মনে শূন্যতা সৃষ্টি করে? নাকি এর স্নিগ্ধতায় প্রেমের বান ডাকে মনে.................

১২| ১৮ ই মে, ২০১৪ রাত ১:৩৯

তারছেড়া লিমন বলেছেন: সেলিম ভাই এইটা শুধু আপনার জন্য









১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লাগলো।তিনটি গানই চমৎকার ।

১৩| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চান্নি পসর রাইত মিস করি>>>>>>> বহুদিন যেন চন্দ্রখানা দেখিনা,,,,,,,,,

১৮ ই মে, ২০১৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।
চাদের রুপে মুগ্ধ হয়ে ...রয়েছিলাম অবাক চেয়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.