নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রতীক্ষার ক্রন্দন মানুষ একবারই করে
জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
লোকমুখে শুনেছি ,শুনেছি জননীর কাছে
এও জানা হযেছে সবাই কাঁদে পৃথিবীতে এসে;
তা পৃথিবীর আমোঘ নিয়ম হয়ে গেছে
সে কান্নার ধ্বনি পরম আকাঙ্খিত অন্য সবার কাছে
বৈশাখের তপ্তবেলার শীতল বর্ষণের চেযেও অধিকতর
জীবনের শুরুতে শব্দ করে কেঁদে মানুষদের জানিয়ে দিতে হয়
যে জীবনের আগমন হলো সেটি অনর্থক কিংবা অসম্পূর্ণ নয়,
তারও আছে অধিকার— ছোট্ট সে শিশু তারও সম্ভাবনা আছে অপার;
তারপরের সব গুলো কান্নার সঙ্গে জীবনের আকুতি নিহিত ,নিহিত হাহাকার!
হয়তো অনুরাগে নয়তো অনুযোগে নয়তো নিদারুণ কোন ব্যর্থতা ভার
সইতে না পারা কান্নাগুলোতে— সুহৃদ জনে হাসির উদ্রেক হয় না আর।
পৃথিবীর রঙ্গমঞ্চে চলতে থাকে নিদারুন প্রচেষ্টা সব ক্রন্দন লুকাবার
কপট হাসি হেসে প্রিয়মানুষের কাছে —
কষ্ট লাঘব করার শত যুক্তি আছে—
যে শিশু কাঁদেনা ধরাধামে আগমনী ক্ষণে
তাকে ঘিরে থাকে শত আশংকা মানুষের মনে।
প্রতীক্ষার ক্রন্দন মানুষ একবারই করে
পৃথিবীর সব কষ্ট প্রশমন করে
গর্ভধারীনি মাতার দশমাস দশদিনের মরণসম কষ্ট
জনকের নিদ্রাহীন অনন্ত রাত গুলির প্রতীক্ষার কষ্ট
উত্তরাধিকারের সুচিনিষ্চৎ আগমন বার্তা্ শ্রবণে সব পূর্বপুরুষের আকুলতা
সব কিছু দূরীভূত করে এমন ক্রন্দন মানুষ একবারই পারে
এমন প্রতীক্ষার ক্রন্দন মানুষ একবারই করে।
চেতনার কবি সাম্যের কবি
চেতনার কবি সাম্যের কবি
তোমার দুচোখে মায়া ঝরে হৃদয়ে ফোটে রক্ত করবী
মৃত্যুক্ষুধার করাল গ্রাসে
শাসনে শুষণে রুদ্র পরিহাসে
বিদ্রোহী ছিলে সবুজের ঘাসে
গোলামীর জিঞ্জির
ছিন্ন করে উচ্চ করেছো শির
বাংলার বুলবুলি
গেয়েছো গান মধুর কণ্ঠে ফুটেছে ফুলেরকলি
বাংলা মায়ের কোলে
তোমার কবিতা গানে মুগ্ধ হাওয়ায় দোলেে
সাম্যের কথামালা বিবেকের অঞ্জলী।
তোমার লেখনীতে নাঙা তলোয়ার
শানিত করেছে চেতনা মানবতার।
বিঃদ্রঃ শ্রদ্ধাঞ্জলী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ছবি গুগল
২৪ শে মে, ২০১৪ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু কবি।
২| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জন্মদিন নিয়ে কবিতা ছুঁয়ে গেলো।
জন্ম পরবর্তী জন্মদিন বিষয়ক তেমন আখ্যান আমার নেই।
তবুও দিনটা জানি। হয়তো কয়েকদিন পার হয়ে গেলে মনে পড়ে, চলে গেলো।
ভালো থাকুন কবি।
মন ভালোয়। সফলতায়।
সুখ থাকুক চারপাশ ঘিরে, শুভকামনা।।
২৪ শে মে, ২০১৪ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছায় দারুন খুশি হলাম। আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময় ।
৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৪
বাংলার পাই বলেছেন: হয়তো অনুরাগে নয়তো অনুযোগে নয়তো নিদারুণ কোন ব্যর্থতা ভার
সইতে না পারা কান্নাগুলোতে— সুহৃদ জনে হাসির উদ্রেক হয় না আর।
পৃথিবীর রঙ্গমঞ্চে চলতে থাকে নিদারুন প্রচেষ্টা সব ক্রন্দন লুকাবার
বাংলা মায়ের কোলে
তোমার কবিতা গানে মুগ্ধ হাওয়ায় দোলেে
সাম্যের কথামালা বিবেকের অঞ্জলী।
দুটো কবিতায় অসাধারণ।
পড়ে আমি মুগ্ধ,আমি বিমোহিত,আমি আনন্দিত, আমি উচ্ছ্বাসিত, আমি উদ্ভাসিত।
২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । ২য় টি কবি নজরুলের জন্মদিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী। তার আর আমার জন্মদিন একই। ১১ জৈষ্ঠ....
৪| ২৪ শে মে, ২০১৪ রাত ১:১১
বাংলার পাই বলেছেন: আগাম জন্ম দিনের শুভেচ্ছা প্রিয় ব্লগার। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
২৪ শে মে, ২০১৪ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: আমার আম্মু একদিন আগেই ফোন করে জানিয়েছেন জন্মদিনের কথা।আসলে দেশের বাইরে থাকাতে বোধ হয় এমনটি করেছেন। আমিও তাই কবিতা পোস্ট করে দিলাম । পড়তে পড়তে জান শেষ ।
৫| ২৪ শে মে, ২০১৪ ভোর ৪:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
প্রথমটি দারুণ লিখেছেন।
নজরুলের প্রতি নিবেদনও ভাল লাগল।
ভাল থাকুন কবি!!
২৪ শে মে, ২০১৪ ভোর ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ২৪ শে মে, ২০১৪ ভোর ৬:৩৫
মামুন রশিদ বলেছেন: প্রথম কবিতাটা অসাধারণ ! খুব সুন্দর লিখেছেন ।
বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ।
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।মামুনভাই ভাল থাকবেন সবসময়।
৭| ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:২৮
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালোলাগা!ভালোলাগা!!ভালোলাগা!!!
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬
ডট কম ০০৯ বলেছেন: গর্ভধারীনি মাতার দশমাস দশদিনের মরণসম কষ্ট
জনকের নিদ্রাহীন অনন্ত রাত গুলির প্রতীক্ষার কষ্ট
উত্তরাধিকারের সুচিনিষ্চৎ আগমন বার্তা্ শ্রবণে সব পূর্বপুরুষের আকুলতা
সব কিছু দূরীভূত করে এমন ক্রন্দন মানুষ একবারই পারে
এমন প্রতীক্ষার ক্রন্দন মানুষ একবারই করে।
দারুন কিছু লাইন। অনেক অনেক ভাল লাগা রয়ে গেল।
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:৩০
পংবাড়ী বলেছেন: কান্নাটা কি বস্তীর কোলাহলের বাতাসে হারিয়ে গেছে? নাকি নামীদামী কোন ভিডিওতে স্হান করে নিয়েছে?
মা সেই কান্নার মাঝে নিজের ভালোবাসাকে অনুভব করে।
কবিতা ভালো হয়েছে।
সব শিশুই সাম্যবাদী
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পংবাড়ী।
শুভকামনা থাকলো ।
১০| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৩
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: জাতীয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী ভাল লেগেছে।
২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: জাতীয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী.............................এটি আমরও জন্মদিন।
ভাল থাকবেন সবসময় ।
১১| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
একজন ঘূণপোকা বলেছেন:
৩য় প্লাস।
অনেক সুন্দর কবিতা
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
১২| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:০০
আমি তুমি আমরা বলেছেন: প্রতীক্ষার ক্রন্দন মানুষ একবারই করে- বেশ ভাল লাগল কবিতাটা।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় নিরন্তর শুভেচ্ছা থাকলো ।
১৩| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: দু'টোই সুন্দর কবিতা। ভালো থাকুন কবি।
বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৪| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় কবির জন্মদিনে সুন্দর উপহার দিলেন সেলিম ভাই।
২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: এটি আমারও জন্মদিন ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
১৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:২৭
উদাস কিশোর বলেছেন: চমত্কার লিখেছেন কবি ।
প্রথমটা অসাধারণ
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:০৮
মাহমুদ০০৭ বলেছেন: প্রথম কবিতা টা অসাধারণ বললেও কম বলা হবে ।
আপনার সেরা কবিতা গুলার একটা - আমার কাছে ।
শুভ জন্মদিন সেলিম ভাই ।
লিখে যান নিরন্তর ।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ্
১৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২০
আলম িসিিদ্দকী বলেছেন:
বৈশাখের তপ্তবেলার শীতল বর্ষণের চেযেও অধিকতর
জীবনের শুরুতে শব্দ করে কেঁদে মানুষদের জানিয়ে দিতে হয়
যে জীবনের আগমন হলো সেটি অনর্থক কিংবা অসম্পূর্ণ নয়,
ভালো লাগলো।
শুভকামনা।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা
১৮| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন সেলিম ভাই !
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অভি।ভাল থাকবেন সব সময় ।
১৯| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
চড়ুই বলেছেন: জীবনের শুরুতে শব্দ করে কেঁদে মানুষদের জানিয়ে দিতে হয়
যে জীবনের আগমন হলো সেটি অনর্থক কিংবা অসম্পূর্ণ নয়,
তারও আছে অধিকার— ছোট্ট সে শিশু তারও সম্ভাবনা আছে অপার;
তারপরের সব গুলো কান্নার সঙ্গে জীবনের আকুতি নিহিত ,নিহিত হাহাকার!
লাইন গুলো অসম্ভব সুন্দর ।
০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২০| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
২১| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
২২| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
২৩| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
২৪| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
২৫| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
শাহজাহান মুনির বলেছেন: জন্ম নিয়েই কেঁদেছিলাম কারণটা আমার জানা নেই
এখনও কেঁদে যাচ্ছি প্রতিনিয়ত ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ২ টি সুন্দর হয়েছে । শুভকামনা কবি