নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই যে শিশুরা জানো কি তোমরা ঐ আকাশের নীলে
সূয্যি মামা গাইছে যে গান মেঘ বৃষ্টির শিলে
দূর আকাশের চাঁদটা ঐ রুপোলী আলো বিলোয়
তারকা রাজি তাকে ঘিরে মিটি মিটি সব আলোয়।
চাদের বুড়ি চড়কা কেটে বুনছে রঙিন চাদর
তোমাদের ঘিরে জমিনের বুকে বিছিয়ে আছে আদর
তোমাদের হাসিতে জগৎ হাসে
তোমাদের কান্নায় মেঘেরা ভাসে
তোমাদের রূপে জুই চামেলী জগৎ জুুড়ে করে মিতালী
তোমাদের জন্য পাখ-পাখালী সবাই মিলে গায় গীতালী।
মন দিয়ে শুন— জগৎ জুড়ে মায়ের তুল্যটি নেই কোন
একটু খানি আবার— যা কিছু বলেন শুনবে কথা বাবার।
পড়ার সময় পড়তে হবে খেলার সময় খেলা
সময়ের কাজ সময়ে করো থাকতে সঠিক বেলা।
রাতের বেলা ঘুমোতে যাবে পড়াশুনা শেষে
কার্টুন ছবি দেখবে শুধু বিকেলে ঘরে বসে।
ভাইয়ের আদরে বোনের স্নেহে কাটবে দিন বেশ
গুরুজনের কথা চললে মেনে সুখের নেইকো শেষ।
করো না কখনো আড়ি বাবা মায়ের সাথে
তাদের কারণে স্বর্গ নরক এই নশ্বর ধরাতে।
বলবে সত্য সদা ,সকলে তবে বাসবে ভাল— এ চিরন্তন বারতা
মিথ্যে যদি বল কষ্টেরা সব ঘিরবে তোমায় — সে নিদারুন কঠোরতা।
অপরিচিত কেউ যদি মেলে —দূরে থেকো তার থেকে
কথার ছলে মধুর বোলে অমঙ্গল দিতে পারে ললাটে একে।
সবুজের ঘাসে আকাশের নীলে যতটুকু রূপ আছে
তার চেয়ে বেশি কিছু জেনো আছে তোমাদের মাঝে।
তোমরা আমাদের হাসিখুশি তোমরা আমাদের ভুত-ভবিষ্যত- আলো
মানুষের মত মানুষ যদি হতে পারো তবে তা আনবে ডেকে ভালো।
এই যে শিশুরা জানো কি তোমরা ঐ আকাশের নীলে?
চন্দ্র সূর্য গাইছে যে গান তোমাদের নিয়ে আনন্দে -কৌতুহলে।
০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। এটা শিশুদের জন্য লিখা। ব্লগে সুস্বাগতম।কমেন্টে ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০১৪ ভোর ৫:৫০
জাফরুল মবীন বলেছেন:
“পড়ার সময় পড়তে হবে খেলার সময় খেলা
সময়ের কাজ সময়ে করো থাকতে সঠিক বেলা।”
“করো না কখনো আড়ি বাবা মায়ের সাথে
তাদের কারণে স্বর্গ নরক এই নশ্বর ধরাতে।”
আপনার এই কবিতাটা পড়ে ছোটকালের পাঠ্যবইয়ের সেই কবিতাটার কথা মনে পড়ে গেল “সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন যেন আমি ভাল হয়ে চলি.....”।আজকাল শিশুদের পাঠ্য বইয়ে এসব নীতিকথার ছড়ার পরিবর্তে অর্থহীন ‘হাটটিমাটিম টিম’ জাতীয় ছড়ার ব্যাপকতা দেখতে পাই যা খুবই অনভিপ্রেত ও অশুভ লক্ষণ বহন করে।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
০১ লা জুন, ২০১৪ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন্ ।হাট্টিমাটিম টিম পড়ে বাচ্চারা কি শিখে জানিনা।পড়া শুনার শুরুটা এমন উদ্ভট কিছু দিয়ে.....হাট্টিমাটিমটিম মাঠে পারে ডিম..এই প্রাণী সম্পর্কে কয়জন অভিভাবক জানে বা চিণে আল্লাহতায়ালা জানেন। অথচ বাচ্চারা এমন অদ্ভুত অজানা জিনিস পড়ে জ্ঞান লাভ করছে।কি জ্ঞান লাভ করছে।সে ব্যাপারে কয়জন ভাবে?
সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শিংওয়ালা ডিম পাড়া জিনিস আমি জীবনেও দেখিনি। রাক্ষস টাক্ষস টাইপ কিছু হতে পারে ।
৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +
০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কান্ডারী।শুভকামনা থাকলো ।
৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোলাগা।
০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লাগাতে আমার ভাল লাগা। শুভকামনা থাকলো ।
৫| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোলাগা।
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৩৬
আমি সাজিদ বলেছেন: বাহ, সেলিম আংকেল।
৭| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৪৭
ক্লান্ত তীর্থ বলেছেন: আপনি ভাই জাত কবি!একেবারেই!!!
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ।কবিতাটি উপদেশমূলক। বাচ্চাদের জন্য লিখা। একজন স্কুল শিক্ষক তার ছাত্রছাত্রিদের নৈতিক শিক্ষা দিচ্ছেন এভাবে। ওভাবেই চিন্তা করে লিখা।
কবিতা প্রচেষ্টা মাত্র।
আপনি অনেক ভাল লিখেন।শুভকামনা আপনার জন্য। আরো ভাল লিখুন ।
৮| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সব পোস্টই আমার পড়া হয় । কেন জানি মনে হয় , সামু ব্লগের সেই আড্ডাটা আজ আর নেই । তাই লগইন করা হয়না ।
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসলিটন ভাই অনেকদিন পর আপনার আগমন হলো। খুব ভাল লাগছে ।আশা করি এখন থেকে নিয়মিত হবেন। আপনি নেই আড্ডা ও নেই।
৯| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:০৪
স্বপ্নছোঁয়া বলেছেন: শিশুরা পড়তে পারবে যদি আমরা তাদের কাছে এই কবিতা পৌঁছে দেই।
কবিতা চমৎকার হয়েছে সেলিম ভাই। পড়তে পড়তে আমিই শিশু হয়ে গেলাম। শিশু মনতো আমাদের সবার মাঝে ই থাকে তাইনা !!
০১ লা জুন, ২০১৪ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। যার শিশু হওয়ার সাধ হবে সে এই কবিতাটি পড়লেই হবে। সবার ভিতরেই শিশু আছে ।
১০| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
সুমন কর বলেছেন: ছন্দময় কবিতা।
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১১| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:১৭
মিনুল বলেছেন: ভালো লাগলো। ++++
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:৪৭
একজন ঘূণপোকা বলেছেন:
আপনার কবিতার অপেক্ষায় থাকি।
আর আপনিও নিরাশ করেন না।
সুন্দর
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভাল লাগা ।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে পাওয়া যাচ্ছে না সুপ্রিয় ব্লগার ।
১৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:১২
ক্লান্ত তীর্থ বলেছেন: একজন লেখক বা কবি;যার কথাই বলি না কেন?তার সত্যিকারের সার্থকতা হচ্ছে,নিজে যা বলতে চাওয়া সেটাই বলতে পারা।আপনি পেরেছেন,এবং খুব ভালোভাবেই।
রক্তের মাঝে কিছু মিশে না থাকলে সেটা দিয়ে মানুষের জন্য কিছু করা যায় না।
আবারও ধন্যবাদ!
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অনেক ভাল লিখেন ক্লান্ত তীর্থ ।
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।
১৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৪
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।
১৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , শিশুদের জন্য ভাললাগা মুগ্ধপাঠ ।।
০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: কবিতাটা ভালো লাগছে সেলিম ।
০৬ ই জুন, ২০১৪ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪১
পংবাড়ী বলেছেন:
স্হান: কমলাপুর স্টেশন
শ্রোতা: ঘুমন্ত শিশুরা
পংক্তি:
"
পড়ার সময় পড়তে হবে খেলার সময় খেলা
সময়ের কাজ সময়ে করো থাকতে সঠিক বেলা।
রাতের বেলা ঘুমোতে যাবে পড়াশুনা শেষে
কার্টুন ছবি দেখবে শুধু বিকেলে ঘরে বসে।
"
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে কবিতা সর্বজনিন হতে পারে নি। তেমন করে কেউ হয়তো লিখবে।
কিংবা আমি ও লিখে ফেলতে পারি ।
কমেন্টে ধন্যবাদ ।
১৮| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৩১
আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার একটা কবিতা পাঠ করলাম।
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। আর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৪ ভোর ৪:৪৫
সকাল হাসান বলেছেন: শিশুরা এটা পড়তে পারলে বেশি ভাল হত