নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাসেল কার্সনের লিখা সাইলেন্ট স্প্রিং।এটি প্রকাশিত হয় ৪ জুন,১৯৬৩ সালে।মাত্র ৬৫ পৃষ্ঠার বই।সেই সময়টাতে লেখিকা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যপথ যাত্রী।মাথার টাক ঢাকার জন্য তিনি গাঢ় বাদামী পরচুলা পরে পেস্টিসিড সিনেট উপকমিটির কাছে বইটি উত্থাপন করেছেন ।
বইটির সঙ্গে বেশ কিছু লিজেন্ডারী ওতপ্রতভাবে মিশে আছে
“The book that birthed modern environmentalism”
এমন একটি বই যেটি আধুনিক পরিবেশবাদের জন্ম দিয়েছিল
“This book was a shaft of light that for the first time illuminated what is arguably the most important issue of our era.” - Al Gore (45th American vice President)
"বইটি ছিল যুগের প্রথম আলোকবর্তিকা যা যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর অবতারণা করেছে।" আল-গোর। (যুক্তরাষ্ট্রের ৪৫ তম ভাইস প্রেসিডেন্ট)
Rachel Carson’s Silent Spring, A book that changed the world - Mark Stoll (is associate professor of history at Texas Tech University in Lubbock, Texas)
"রাসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং,এমন একটি বই যেটি পৃথিবীতে পরিবর্তন সাধন করেছিল ।" মার্ক স্টল
বইটির দুই মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যেটিতে লিপিবদ্ধ হয়েছে কিভাবে মানুষ ডিডিটি ব্যবহারের মাধ্যমে প্রকৃতিকে গলাটিপে হত্যা করছিল ।
বইটি ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে ।এমন একটা সময়ে বইটি পাবলিশ হয় যখন ডিডিটি নামের কীটনাশকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছিল কৃষি কাজে ,ম্যালেরিয়ার বাহিত মশা নিরুধণে মোদ্দাকথা মানব জীবনের সর্বাধিক প্রয়োজনিয় একটা দ্রব্য হিসেবে ডিডিটির অবস্থান অবশ্যম্ভাবী হয়ে ওঠেছে ।
বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ডিডিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বইটি বাজেয়াপ্ত করার প্রচেষ্টা চালান ।তার ব্যাপক অর্থ ঢেলে বইটির বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করেন ।তারা জোরালো যুক্তি পেশ করেন ডিডিটি দিয়ে কীটপতঙ্গ মারার ফলে কৃষিক্ষেত্রে তথা খাদ্য উৎপাদনে বিপ্লব সাধিত হয়েছে ।সেটি ব্যবহার বন্ধ হলে খাদ্য সংকট সৃষ্টি হবে আর ফলে অপুষ্টিতে অনাহারে প্রচুর লোক মারা যাবে ।তারা যুক্তি দেযার চেষ্টা করেন যে বৃহত্তর স্বার্থে সামান্য ক্ষতি মেনে নেয়া উচিৎ।মানে ডিডিটি ব্যবহার করে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও লাভ হবে ঢের বেশি।
তারা বিল কার্সনের সাইলেন্ট স্প্রিং বইটির খুত বের করতে ওঠে পরে লাগলেন । এও অভিযোগ করলেন বিলকার্সন শুধুমাত্র ডিডিটির ক্ষতিকর দিকগুলি তুলে ধরেছেন। কীটনাশক হিসেবে সেটির বিকল্প হিসেবে কি ব্যবহার করা হবে তা উল্লেখ করেন নি ।
তাছাড়া সেই সময়টাতে ম্যালেরিয়া রোগের প্রকোপে মৃত্যুর সংখ্যাও ছিল যখেস্ট । প্রচুর লোক মারা পরতেন এই ম্যালেরিয়া রোগে আর সেটি প্রতিরোধের প্রধার হাতিয়ার ছিল এই ডিডিটি।মানুষের মৃত্যুর চেয়ে ক্ষতিকর কিছুই হতে পারে না । তাদের দাবী ডিডিটি উৎপাদনে নিষেধাজ্ঞা মানে ম্যালেরিয়ার প্রকোপ টেনে আনা ।
ডিডিটি সবচেয়ে শক্তিশালী কীটনাশক।যার ব্যবহারে ক্ষতিকর কীটপতঙ্গ, মশা সুনিশ্চিৎ ভাবে বিতাড়িত হয় ।তারা ডিডিটি উৎপাদন বন্ধকে সরাসরি মানবতা বিরুধী বলার প্রচেষ্টা চালায় ।
এত এত অপপ্রচারের পর হিতে বিপরীত হয় বইটির কাটতি বেড়ে যায় কয়েকগুন । এটি বেস্ট সেলার হয়ে যায় নতুন রেকর্ড গড়ে।
কীটনাশকের ভায়লো থাবায় সমস্ত মাছ মরে শেষ
কি আছে এই বইতে? যা এত বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করতে পেরেছিল ।বিল কার্সন ডিডিটির ক্ষতিকর ভূমিকার কথার বিশদ আলোচনা করেছে বইতে ।মিসিগানের একটি শহরে ডিডিটি ব্যবহারে ফলে মাছগুলি মরে ভেসে ওঠেছিল ।ক্ষতিকর কীটপতঙ্গের সঙ্গে উপকারী সব কীটপতঙ্গ মরে সাফ হয়ে গেছে ।বিশেষ করে যেগুলি মাছ খাবার হিসেবে গ্রহণ করতো ।কীটনাশক যক্ত খাবার খেয়ে স্যামন ফিস মরে যাচ্ছিল আর তাদের ডিমউৎপাদন ব্যহত হয়েছিল ।আর মাছদের খেতে নারে মাছরাঙা গুলি,দোয়েল পাখিগুলি মরে সাফ হয়ে গিয়েছিল ।যে দুএকটি পাখি বেচে ছিল সেগুলো ঠিকমত দাড়াতে পারছিল না। রীতিমত কাপছিল। মোটকথা ডিডিটির সবুজ বিপ্লব অদ্ভুত নিরবতা ডেকে এনেছিল। নিরব বসন্তের মত ।পাখির কলতান ছিলনা । ছিলনা কোকিলের কুহু ধ্বনি ।নৈঃশব্দের শশ্মান রচিত হয়েছিল মানুষের জীবন ঘিরে । সেটাকেই বিল কার্সন বলেছিলেন সাইলেন্ট স্প্রিং।বলা যায় মরার বসন্ত।
কীটনাশক যেভাবে জীবন ধ্বংস করে
কীটনাশক শুধু ফসলের ক্ষতিকর কীটগুলি মেরে ফেলে না।এগুলি সব উপকারী কীটগুলি মেরে ফেলে।যেগুলি খাদ্য শৃঙ্খলের প্রথমিক সদস্য । তাছাড়া মাটিতে মিশে গিয়ে সেগুলো সুরক্ষিত থেকে যায় বছরের পর বছর ।সহজ করে বলতে গেলে চিরস্থায়ী পরিবর্তন নিয়ে আসে মাটিতে ।বৃষ্টির পানির সঙ্গে সেগুলো ছড়িয়ে পরে জলাশয়ে ।তারপর জলাশয়কেও দূষিত করে । মাছ পাখি কীটপতঙ্গ সব মরে যায়।
জলজ প্রাণঘাতি ডিডিটি
শুধু তাই নয় সেগুলোর বিষক্রিয়া প্রতিহত করার মতন অভিযোজন ক্ষমতা নিয়ে নতুন কীটের জন্ম হওয়ার পথ সুগম করে ।
ছবি ডিডিটি
বিল কার্সন বইটিতে ডিডিটির বিকল্প হিসেবে পোকামাকড় দূরীকরণের ভেষজ পদার্থের কার্যকারিতা নিয়েও আলোকপাত করেছেন বইটিতে ।
Rachel Carson-Silent Spring: A Brief History of Ecology as a Subversive Subject----Gary Kroll (Assistant Professor of History, Plattsburgh State University at NY)
রাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং বাস্তুসংস্থানের সংক্ষিপ্ত ইতিহাস একটি সাবভারসিভ বিষয় হিসেবে।
“A single book changes history only rarely. There was Harriet Beecher Stowe‘s Uncle Tom’s Cabin, Upton Sinclair‘s The Jungle and Ralph Nader‘s Unsafe at Any Speed. And then there was Rachel Carson‘s Silent Spring.” Carson‘s Silent Spring defines “turning point” in regards to the American environmental movement.
একটি মাত্র বই ইতিহাস বদলে দিতে পারা ক্ষমতা খুব কমই রাখে ।এইচ বি স্ট এর "আংকেল টমস কেবিন" ,উপটন সিনক্লেয়ারের "দা জাঙ্গল" এবং রালফ নাদেরের "আনসেফ এট এনি স্পীড " ।আর রাসেল কার্সন এর নিরব বসন্ত তেমনি একটি বই যা আমেরিকার পরিবেশ আন্দোলনে টার্নিং পয়েন্ট হিসেবে ভূমিকা রেখেছে ।
University of Colorado School of Law Professor David Getches points out, Miss Carson's book recently was named the most influential book of our time by a panel of leading Americans (MacDonnell 1993).
ডেভিড গেচেছ বলেছেন মিস কার্সনের বইটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বইয়ের খেতাব অর্জন করেছে নেতৃ স্থানীয় আমেরিকার প্যানেলের মাধ্যমে ।
বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটি ভাববার প্রয়োজন আছে । কীটনাশকের মাত্রতিরিক্ত ব্যবহার, শাক সব্জি ফলমূল মাছ সংরক্ষণে ফরমালিন সহ ক্ষতিকর প্রিজারভেটিব ব্যবহার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? তরমুজের বিষক্রিয়ার মৃত্যু ,লিচু খেয়ে অসুস্থ,সেমাইয়ে ভেজাল ইত্যাদি নিয়ে আমরা বোধ হয় মৃত্যুপুরী বানিয়ে ফেলছি দেশটাকে ।এটির একটা বিহিত হওয়া প্রয়োজন।আমেরিকা ১৯৬৩ সালে যেটি করেছে সেটি আমরা ২০১৪ তে কেন করতে পারবো না?
দেশের মানুষের মৃত্যু পরিবেশ বিপর্যয় পশুপাখি মরে শেষ মাছের বিলুপ্তি পুরু বাস্তু সংস্থান ধ্বংস করে আর যাই হোক দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় ।
রাসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং বইটির উপর ভিত্তি করে আমার লিখা সনেট।
নিরব বসন্ত
আমেরিকার সে প্রাণচঞ্চল ব্যস্ত শহরে
নিত্য দিনের সজীবতা ঘিরে জীবন ছিল
পাখিদের গানে প্রাণের মাঝে উচ্ছ্বাস ছিল
অবাক করা মুখরতা ছিল তাদের ঘিরে।
কীটনাশকের করাল থাবায় কি যে হল!
গুলাভরা শস্য আর ছিল অজস্র সম্পদ
এ সব ঘিরে দাড়িয়ে কেবল স্তব্ধ জনপদ
চিরসবুজ ধরনীটা যেন মলিন হল।
পাখিদের উপর মৃত্যুরা করেছিল ভর
মাছেরা সব মরে পানিতে ভেসে ওঠেছিল
ক্ষুধার্ত পাখিরা যেন থরোথরো কাপছিল
এভাবে সবুজ বসন্তরা হয়েছে ধূসর ।
এভাবেই কলতান মুখর একটি শহর
সৃজেছিল নিরব বসন্ত মরণ প্রহর।
আমাদের কাম্য মাছ ফুল আর পাখির কলতান মুখর জীবন্ত পরিবেশ ।
ছবি নেট ও নিজস্ব এলবাম
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ সুপ্রিয় অন্যমনস্ক শরৎ।
নিরন্তর শুভকামনা ।
২| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৭
সুমন নিনাদ বলেছেন: চমৎকার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর লেখার জন্য।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য।যে কোন উন্নয়নের গুরুত্পপূর্ণ ধাপ জনসচেতনতা ।সেটি করার জন্য প্রচারের বিকল্প নেই। অবশ্য কর্তা ব্যক্তি সদিচ্ছা না থাকলে পরিবেশ উন্নয়ন তো দূরের কথা কোন উন্নয়নই সম্ভব নয় ।
আমরা বাংলাদেশের মানুষ পরিবেশ সচেতন নই। এদিক দিয়ে আমাদের ব্যাপক ঘাটতি।
ভাল থাকবেন সবসময় ।
৩| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩
সুমন কর বলেছেন: কবি, এটা কি করলেন! এত সুন্দর একটি পোস্ট দিয়েছেন দেখে ভাল লাগল। সময় উপযোগি। মার্ক করে রাখলাম, পরে মন্তব্য করব।
প্রবাসী ঈদ কেমন কাঁটলো?
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ ভাল কেটেছে। তবে আমার বাবা মার ঈদ খুব খারাপ গেছে।
কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
৪| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার পোস্ট ৷ অনেক কিছু জানা হল ৷ সাথে কবিতা উপহার জন্য ধন্যবাদ ৷
আমাদের কাম্য মাছ ফুল আর পাখির কলতান মুখর জীবন্ত পরিবেশ ।- আমাদের কাম্য ৷ ভাল থাকুন ৷
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
ঈদের শুভেচ্ছা থাকলো ।
৫| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫
দীপান্বিতা বলেছেন: খুবই দুঃখের, কিন্তু আমাদের দেশেও রাসায়নিক সার খুব ব্যবহার হচ্ছে, এর ফল আমাদের পরের প্রজন্মকে না ভোগ করতে হয়!!!
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিক বলেছেন পরের প্রজন্মকে থ্রেট এর মধ্যে ফেলে দিচ্ছি আমরা ।
৬| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২১
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: চমৎকার লেখনী
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা পোস্ট সেলিম ভাই ....
ব্লগে সময় দিতে পারছি কম এমুহূর্তে ....
আপনার এই পোস্টটা শোকেসে রেখে দিচ্ছি .... ৪র্থ ভালোলাগা(+) ....
ঈদ কেমন কাটছে??
ঈদ মোবারক ...
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । বেশ আছি ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
৮| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! বইটার একটা কপি দরকার । পিডিএফ হলেও চলবে । সম্ভব হলে আপনার কাছে রেখে দিবেন, দেশে এলে নিয়ে নিব ।
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই ওটার পিডিএফ নেট এ এভেইলেবল। এবং ফ্রি।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। আর শুভকামনা নিরন্তর ।
৯| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সাইলেন্ট স্প্রিং
আসলে ওটা আমাদের এনভাইরনমেন্টাল ইথিকস এর পাঠ্য ছিল । মামুন ভাই আপনার জন্য লিংক ।
১০| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লেখা।
পড়তে হবে বইটা।
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি পড়া উচিৎ একজন নারী পরিবেশ আন্দোলণের অগ্রপথিক। তাকে এই বইয়ের জন্য রীতিমত সংগ্রাম করতে হয়েছে। রাসেল কার্সনকে লাল ছালাম জানানো উচিৎ।
নেট থেকে ডাউন লোড করে পড়তে পারবেন।
ঈদের শুভেচ্ছা থাকলো ।
১১| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ চমৎকার পোস্ট । +
৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।
১২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
এক্স রে বলেছেন: চমৎকার চমৎকার
৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা কেমন হলো? সেটি কেও বলছে না ।
১৩| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
এক্স রে বলেছেন: কবিতা কিন্তু বেশ ভালো মিতা ভাই :-D
৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও কবিতা ভাল লাগায় ধন্যবাদ ।
১৪| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
এক্স রে বলেছেন: কবিতা কিন্তু বেশ ভালো মিতা ভাই :-D
১৫| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১১
মুদ্দাকির বলেছেন: ডিডিটি সম্পর্কে জানি কিন্তু এই মহা মানবীর সম্পর্কে জানা ছিলনা ।।
ধন্যবাদ
৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ
১৬| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ একটি পোষ্ট সেলিম ভাই!
বইটি সংগ্রহ করার ইচ্ছে পোষণ করছি
৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।ভালথাকবেন সবসময় ।
১৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: তাত্ত্বিক পোষ্ট ।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ্
১৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোই অন্যরকম একটা পোস্ট। গ্রেট সেলিম ভাই।
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী ঈদ মোবারাক ।
ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
কেমন গেল ঈদ কান্ডারি?
১৯| ০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৬:৩০
আরজু মুন জারিন বলেছেন: চমৎকার একটি পোষ্ট করেছেন সেলিম ভাই।এই লেখিকা এবং তার সাইলেন্ট স্প্রিং বইটির ব্যাপারে আমার জানা ছিলনা।দেখি বইটি পড়ব।
অনেক অনেক ধন্যবাদ চমৎকার লেখার জন্য।শুভেচ্ছা রইল।ভাল থাকবেন অনেক অনেক।
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২০| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: সনেটটি সুন্দর। ভালো লাগলো পুলো লেখাটা।
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সনেট ভাললেগেছে জেনে ভাল লাগলো ।
শুভকামনা থাকলো হানিফ রাশেদীন ।
২১| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
লিরিকস বলেছেন: ++
(ডাবল প্লাস দিলাম)
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ডাবল প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার পোষ্ট।++++।