নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সাম্য

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০১





সাম্য অনেক ছোট ।দারুন দূরন্ত।তার পিছনে ছোটতে ছোটতে বাবা মা হয়রান । বাবা মার উপদেশের বেড়াজালে সে বন্দি।ওর বন্দিত্য ভাল লাগে না।ছুটোছুটি করতে গিয়ে একটু ব্যথা পেলে ওকে বাবা মা বন্দি করে রাখে ।তার চঞ্চল মন জানালা দিয়ে উড়ে যায় দূর আকাশে।ভেসে থাকা শাদা মেঘ আর উড়ে চলা পাখিদের মাঝে ও হারিয়ে যায়।সাম্যকে বেধে রাখে কার সাধ্য আছে।ঘরের দরজা বন্ধ করে রাখলেও ওর মন তো বন্দি রাখার জিনিস নয়।এমন বন্দি অবস্থায় সাম্য চায় বৃষ্টি।রিমঝিম বৃষ্টি তার খুব ভাল লাগে।বৃষ্টির ছটা জানালা দিয়ে ভেসে এসে গা হিম করে দেয়।অদ্ভুত ভাললাগায় আচ্ছন্ন হয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দেয়। বৃষ্টিতে গা ভেজানোর দারুন সাধ জাগে।ওতেও তার বাবা মার অনুমতি নেই।এসব ভেবে মন বিষন্ন হযে ওঠে।কবে আরেকটু বড় হবে।সবার সঙ্গে মেশা যাবে না কথা বলা যাবে না।খেলা ধূলা করা যাবে না।এই বিধি নিষেধের বেড়াজাল কবে ছিন্ন হবে।নাকি বড় হওয়ার সঙ্গে ওটা আরো বেড়ে যাবে! আর কত বড় হলে সবাই তার সঙ্গে কথা বলবে!মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে বলবে না এখন তোমাকে ব্লক করে দেব।স্তব্ধ করে দেব।



এত না আর বাধা ভাল লাগেনা সাম্যর ।বাবা মার দেয়া তালিকার বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নিষেধ। এভাবে কি থাকা যায়? এবাবে সাম্য বেড়ে ওঠবে কিভাবে।সবাইকে অনুসরণ করা যাবে না। অনেকে কথা বলতে গেলে জবাব দেয় না।কথার পৃষ্ঠে কথা না বলে কথা না বলার জন্য চোখ শাসিয়ে যায় ।আবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়।সাম্যর ভাল লাগে বন্ধু। ওর ভাল লাগে শান্তি ।ওর ভাল লাগে মিলন ।ওর ভাল লাগে জোছনা।আর ভাল লাগে চন্দ্রিমা।ভাল লাগে নিশি ।ভাল লাগে কদম ফুল।ভাল লাগে অনিন্দিতা । প্রিয়তমেষু ,পরী ,স্বপ্ন কল্পনা ঘুড্ডি উড়োজাহাজ আশা লতা তন্দ্রা স্বর্ণলতিকা হৈম অপু লক্ষীপেঁচা জোনাকী ধূলোবালি স্নিগ্ধ কবিতা সপ্তসুর চাদ সূর্য শব্দ বর্ণ জ্যামিতি দৃশ্য অদৃশ্য সবার সঙ্গে কথা বলতে।সবার সঙ্গে মিলেমিশে সুখের স্বর্গ রচনা করতে।ঝগড়া করতে আবার মিশতে। জিততে আবার হারতে।ঘুরতে ;গল্প ,কবিতা, গান শুনতে আর সুন্দর সব ছবি দেখতে নতুন কিছু শিখতে পড়তে ।প্রাণ খুলে মনের কথা বলতে।ভালবাসতে।আড্ডা দিতে।আর ভাল লাগে নিরবে মনের কথা মনে মনে মনের মানুষকে বলতে।



সাম্য চায় সাম্য ।সাম্য চায় সাম্য হযেই বেড়ে উঠতে। সাম্য পেরে ওঠে না ।এখনো সাম্য যথেষ্ট বড় হয়ে ওঠেনি ।এখনো সাম্য যথেষ্ট পরিমানে ভুল করে।সাম্য বড় হয়ে ওঠলেও সে যে যোগ্যটি হয়ে ওঠবে তারই বা নিশ্চয়তা কোথায়? তবু সাম্য বেঁচে থাকতে চায়। সাম্য সব বাধা জয় করে সাম্য হতে চায়।সাম্য ভাবে বিধিনিষেধ আর অনুসরণ এগুলো কতটুকু মঙ্গল নিয়ে আসে তার জন্য ?সবার জন্য। বাবা মা কেন বিভাজন আর শাসন এই নিয়মের বেড়াজালে সাম্যদের আটকে রাখেন?

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সাম্যর মুক্তি , সুন্দর লেখনী ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু এটা আমার ৫০০ তম পোস্ট।
আপনার কমেন্ট আমার ব্লগে স্মরনীয় হয়ে থাকলো ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

সুমন কর বলেছেন: সাম্য সব বাধা জয় করে সাম্য হতে চায়।

সাম্য এর সাম্যবাদের কথা ভাল লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাললাগায় ধন্যবাদ ।শুভকামনা নিরন্তর ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

৫০০ তম পোস্টের জন্য অনেক অনেক অনেক শুভকামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার কলিগের ছেলে সাম্য বেশ দূরন্ত তাকে কড়া নিয়মে আটকে রাখার ব্যাপারটি নিয়েই পোস্ট। একবার ভেবেছিলাম গল্প কবিতা রম্য ইত্যাদির মিশেলে একটা পোস্ট দিবো। পড়ে ভাবলাম সাম্য প্রতিষ্ঠিত হলে আর কিছুর প্রয়োজন নেই কি দেশে কি ব্লগে।

তাই এই এলোমেলো কথামালা ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

ডি মুন বলেছেন: ৫০০ তম পোস্টের জন্য অভিনন্দন

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।আর নিরন্তর শুভকামনা ।ডি মুন ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯

আলম দীপ্র বলেছেন: ভালোলাগা + অভিনন্দন ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগা আর অভিনন্দনে কৃতজ্ঞতা । ভালথাকবেন সবসময় এই শুভকামনা ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: ৫০০ তম পোস্টের জন্য অভিন্দন ।আগামিতে আপনার আরও ভাল ভাল পোস্ট পড়ে ধন্য হব আশা রাখি ।শুভ কামনা রইল ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

মামুন ইসলাম বলেছেন: সাম্যকে মুক্ত ভাবে মুক্ত মনে ভাল মন্দ সব কিছু বুজার জন্য সকলের সাথে চলার প্রয়োজন আছে । তাই আসা করি সমাজের সকল সাম্যদের মুক্ত আকাশের ডানা মেলে উড়া পাখীদের মত মুক্ত করে দেওয়া উচিত ।

অসাধারন একটি পোষ্ট +++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

আমি ইহতিব বলেছেন: ৫০০ পোস্ট লিখে ফেলেছেন B:-)

অভিনন্দন ভাইয়া।

সাম্যর সুন্দর ছোট গল্প ভালো লাগলো। অন্তর্নিহিত মেসেজটাও ভালো লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দনে আর কমেন্টে ধন্যবাদ।

আর শুভকামনা নিরন্তর ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

জনতার নেতা বলেছেন: খুবই ভালো লাগল। B-))

আমার ব্লগে দাওয়াত রইল...

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দাওয়াত খেয়ে আসলাম । মজা পেয়েছি।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিনন্দন মন থেকে প্রিয় সেলিম ভাই ...

অভিনন্দন সুদীর্ঘ একটা পথ অত্যন্ত সাবলীল ভাবে যত্নে জড়িয়ে পাড়ি দেয়ায় সামহোয়্যারের সাথে...

ভালো থাকুন শতত ...
আমাদের জড়িয়ে রাখুন এভাবেই আপনার চমৎকার কলমের আঁচড়ে ...

অনেক অনেক ভালোলাগা ...

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ।মুনতাসির নাসিফ।শুভকামনায় , ভাললাগায় আর অভিনন্দনে।

প্রেরণা পেলাম । প্রচেষ্টা থাকবে ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১

লেখোয়াড় বলেছেন:
জয় সাম্যের জয়।

৫০০তম পোস্টের অভিনন্দন।
হ্যাপী ব্লগিং।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ‍ও অভিনন্দনে ধন্যবাদ।

অনুসারিত ব্লগ ব্যাপারটির উৎপত্তি কিভাবে হয়েছে তা আমি জানি না। বিষয় ভিত্তিক হলে সেটি গ্রহনযোগ্য হতে পারে।অন্য কিছুতে যুক্তি খুজে পাই না ।হয় তো যুক্তি আছে। আমার কাছে ব্যাপারটি মনে হয় পৃথকীকরন আর শাসন । #:-S ।অনুসারিত ব্লগার কমতে থাকবে আর সেটা নিয়ে ব্লগার পোস্ট দিবে অনুসারিত ব্লগারের সংখ্যা কমে গেছে আফসুস।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ৫০০ তম পোস্টের জন্য অভিনন্দন

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ স্বপ্ন :) ।অভিনন্দনে কৃতজ্ঞতা ।আর নিরন্তর শুভকামনা ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

বৃষ্টিধারা বলেছেন: ভালো আছেন ?

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আপনি কেমন আছেন ?

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

বৃষ্টিধারা বলেছেন: আমি ভালো না, কাশি অনেক :(

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে তো মধু খাওয়া লাগবে । কাশির অসুধ খেয়েছেন?কতদিন ধরে কাশি?

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পাশে পেয়ে অনুপ্রাণিত হয়েছি।তাই কৃতজ্ঞতা । ভাল থাকবেন আর মনে রাখবেন ।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

ঢাকাবাসী বলেছেন: পোস্টে ভাল লাগা আর ৫০০ তম পোস্টে অভিনন্দন।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দনে ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলেই এতটুকু আসতে পেরেছি। আপনাদের সঙ্গে নিয়েই আগামীদিনের পথচলা আমার । ভাল থাকবেন সবসময় ।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১৩

আরজু মুন জারিন বলেছেন: এত না আর বাধা ভাল লাগেনা সাম্যর ।বাবা মার দেয়া তালিকার বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নিষেধ। এভাবে কি থাকা যায়? এবাবে সাম্য বেড়ে ওঠবে কিভাবে।সবাইকে অনুসরণ করা যাবে না। অনেকে কথা বলতে গেলে জবাব দেয় না।কথার পৃষ্ঠে কথা না বলে কথা না বলার জন্য চোখ শাসিয়ে যায় ।আবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়।সাম্যর ভাল লাগে বন্ধু।

ভাল লাগল সাম্যের গান।বেশ লিখেছেন সেলিম ভাই।কম্পিউটার স্লো হওয়ার কারনে কোন কমেন্টস করতে পারিনি যদিও ইচ্ছে ছিল সামুতে সবার লেখায় কমেন্টস করব।

অনেক ভাললাগা শুভেচ্ছা লেখায়।ভাল থাকবেন।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। শুভকামনা থাকলো নিরন্তর ।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: সাম্যরা কখনো মুক্তি পায় না। কঠিন নিয়ম আর নিষেধের বেড়াজালে আবদ্ধ থাকতে থাকতে দুরন্ত শৈশব আর কৈশোর হারিয়ে যায় জীবন থেকে।


৫০০ তম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা সেলিম ভাই।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: এটি কারো কাছে কবিতা মনে হবে কারো কাছে গল্প মনে হবে কারোকাছে দর্শন মনে হবে কারো কাছে ব্লগার বৃন্দের নামউল্লেখ করে উৎসর্গ করা লেখা মনে হবে ।বৃষ্টি ভেজা শাদা শান্তির পায়রাতেই কেউ মুগ্ধ হবেন।এমন ভেবেই
লিখা পোস্ট।

ধন্যবাদ অভিনন্দনে আর শুভেচ্ছান্তে ।ভাল থাকবেন সবসময় ।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৩

রাজিব বলেছেন: ৫০০ তম পোষ্টের শুভেচ্ছা।
পোস্ট খুবই সুন্দর হয়েছে, একটানে পড়ে ফেললাম। সাম্যের মত আমার একটা বন্ধু ছিল। খুবই ভাল ছেলে ছিল কিন্তু তার মা-বাবা আমাদের সঙ্গে মিশতে দিত না নষ্ট হয়ে যাবে এই ভয়ে। অথচ আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয় আর সিগারেট খেতাম না। বন্ধুটির মা-বাবা কি সব অদ্ভুত স্বপ্ন দেখত আল্লাহ্‌ই জানেন। আর আমার সঙ্গে যারা ছিল তারাও আমার মত মানে ভাল ছাত্র এবং ভাল ছেলে।
ম্যাট্রিক পরিক্ষার পর আমার সেই বন্ধু মেশা শুরু করলো পাড়ার সব খারাপ ছেলেদের সঙ্গে- হয় নেশাখোর না হয় মাস্তান।
সে তো খারাপ ছেলে ছিল না, তাই অ্যাডজাস্ট করতে পারলো না এবং লেখাপড়া শেষ হয়ে গেল অকালে। সাম্যের ভবিষ্যৎ যেন ভাল হয় সেই দোয়া করি।
আমার ব্লগঃ http://ecombd.net/

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

লিরিকস বলেছেন: ডিং ডং
৫০০

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.