নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ডগি ;) =p~

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

রহমান সাহেব ছেলেকে নিয়ে খুব বিব্রত। তার দশ বছরের ছেলের কান্ডকীর্তিতে অতিষ্ঠ।অনেক আদর করে ছেলের নাম রেখেছেন শান্ত।বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার নামের বিপরীতে সে অশান্ত হয়ে ওঠছে।এমন কোন দিন নেই যেদিন শান্ত ব্যথা পায়না।দৌড়াতে গিয়ে খেলতে গিয়ে একেকবার একেক জায়গায় ব্যথা পেয়ে এসেছে।আর তার মা নায়লা বেগম তাকে মেরে একাকার করেছে।প্রতিদিন শান্তর নামে তার অশান্ত কার্যকলাপের জন্য নালিশ আসতে থাকে।নালিশগুলো সেলফোন হয়ে রহমান সাহেবের কর্নকুহরে প্রবেশ করে।দুঃখের ব্যাপার হলো রহমান সাহেব যখন অফিসে বেকায়দায় থাকেন ঠিক সেই সময় বিচার গুলো আসে । এই তো সেদিন অফিসে বস তাকে কড়া শাসাচ্ছেন তার যোগ্যতা নিয়ে বড় ধরণের প্রশ্ন তুলে ধরছেন তাও আবার অফিসে তার মাহিলা কলিগের সামনে । ঠিক সেইসময় সেলফোনে কমিশনার সহেবের মোবাইল থেকে ফোন ।কাজে অমনোযোগিতা আর সারাক্ষণ কাজ বাদ দিয়ে ফোনালাপে ব্যস্ত থাকার অজুহাতে বস তাকে ঝাড়ছেন ঠিক এ সময়ে প্রভাবশালী মানুষের ফোন ।শাখের কড়াতের মত অবস্থায় কমিশনার সাহেবের ফোন রিসিভ করে আত্না শুকিয়ে যাবার অবস্থা। শান্ত কমিশনার সাহেবের ছেলের সাইকেল চালাতে গিয়ে ভেঙে ফেলেছে।এই নিয়ে মোটামুটি শালিস মতন একটা ব্যাপার প্রস্তুত হয়ে গেছে।সেখানে যোগ দেয়ার জন্য শাসিয়ে কল কেটে দেন কমিশনার সাহেব।মনটা পুরো বিষিয়ে ওঠে।কলটা না ধরলেও বিপদ হতো। কলের পর বসের শাসানোর ঝাঝ আরো বেড়ে যায়। বস কে কেন ফোন করেছে জানতে চাইলে তার আর উত্তর আসেনা রহমান সাহেবের মুখ দিয়ে।কিভাবে ছেলের এহেন কীর্তির কথা বসের সামনে বলবে?বস তাহলে সোজা বলে বসবে যেমন বাবা তেমন তার ছেলে।বাকী যা বলবে সেগুলো উল্লেখ করার যোগ্যতা রহমান সাহেবের হয়নি।এমন মুখ তার বসের । নীরা ম্যাডাম দাত কেলিয়ে হাসে। আর এই হাসিতে রহমান সাহেবের গা আরো জ্বলে যায়।নীরার হাসি অবশ্য বসকে খুশি করার জন্য।এমনিতে নীরাকে রহমান সাহেবের খুব ভাল লাগে।এ মহীলা সব সময় শাড়ি পড়ে অফিসে আসে।শাড়ির রঙ খুব কড়া। আর শাড়ির সঙ্গে ম্যাচ করে ঠোটে লিপস্টিক লাগানো তার অভ্যাস ।যেদিন লাল টকটকে শাড়ি পরে অফিসে আসবেন ঠিক সেই দিন তার ঠোটে শোভা পাবে লাল টকটকে রঙের লিপস্টিক ।অফিসে নিয়মিত দশ মিনিট লেট।আর অফিসে ঢুকেই ফ্যান ছেড়ে তার চুলগুলো শুকাতে শুরু করবেন।বস তাকে কিছুই বলতে পারেন না। আর নীরা ম্যাডামের ভাবখানা এমন তিনি অফিসের সৌন্দর্যের প্রতীক।তার কারনে অফিসের আকর্ষণটা বেড়েছে কয়েকগুন। তার এসব সাজুগুজোতে সহায়তা করা বসসহ সবার নৈতিক দায়িত্ব।নীরা ম্যাডামের কাজগুলোর অনেক গুলো রহমান সাহেবকে করে দেয়া লাগে।



রহমান সাহেব সেলফোন ব্যবহার বন্ধ করেছিলেন ।এটাতো ফোন নয় হাতকড়া ।ছেলের নামে নিয়মিত নালিশ আসার মাধ্যম মাত্র।বস তাতে খুশি হলেও ফোনে না পেয়ে অভিযোগ কারীরা রহমান সাহেবের উপর প্রচন্ড ক্ষেপে যাওয়াতে আবার ফোন ব্যবহার করতে বাধ্য হন। রহমান সাহেব দারুন ধৈর্যশীল মানুষ ।শুধুমাত্র ধৈর্য্যের বাধ ভেঙে যায় যখন বস তাকে ঝাড়ি দেয়ায় সময় যদি তার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্যস্ত হযে ওঠে তার সেলফোন ।ছেলের মাথায় এত দুষ্টোমী কোত্থেকে আসে ভেবে কূল কিনারা পায় না রহমান সাহেব।



নায়লার শখের একটি কুকুর আছে।কুকুরকে সারাদিন বিশেষ খাতির যত্ন করে তার দিন কেটে যায়।গহনার প্রতিও তার লোভ আছে যথেষ্ট। তবে এই কুকুরকে ঘিরেই তার নতুন সমস্যার সূত্রপাত।রহমান সাহেবের গুণধরপুত্র মায়ের কুকুরের প্রতি ভালবাসা দেখে নিজেই মানুষ নয় কুকুরে চালচলন নকল করা শুরু করেছেন।কুকুর কিভাবে মূত্র বিসর্জন দিচ্ছে সেও ঠিক সেভাবেই মূত্র বিসর্জন প্রচেষ্টা চালাচ্ছে।কুকুর দৌড়ে কিভাবে দুই পা তুলে হাপায় ঠিক সেইভাবে হাপানোর চেষ্টা করে।এসব কান্ডকীর্তি দেখে রহমান সাহেবের মাথা হেট হয়ে যায়।আবার মাঝে মাঝে প্রচন্ড হাসিও পায়।শান্তটা তার বাবার হয়রান হয়ে হাপানো নকল না করে কুকুরের হয়রান হওয়া নকল করে।এই ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে রহমান সাহেবের মেদভূড়ি লোপ পেয়েছে। সেজন্য অবশ্য ছেলের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। হাসলেও ছেলে কান্ডকীর্তিতে কিছুটা ভীত রহমান সাহেব।মানুষের সামনে এমন কুকুর মার্কা আচরণ করলে মানুষ কি বলবে।শান্ত ইদানিং গ্লাসে পানি খায়না।সে পেয়ালাতে পানি ঢেলে তারপর সরাসরি সেখান থেকে কুকুরের ভঙ্গিতে পানি খাবে ।জিভ দিয়ে চেটে চেটে পানি খাবে।টয়লেটে এক পা উচু করে পেশাব করবে । আবার হয়রান হলে দুই হাত কুকুরের মত উঁচু করে হাপাবে।কুকুরটাকে ঝেটিয়ে বিদায় করার একাধিক পরিকল্পনা সত্ত্বেও সেটি বাস্তবায়ন

করতে পারেনি নায়লা বেগমের জন্যে। নায়লা বেগমের কুকুর প্রীতি দৃষ্টান্ত দেবার মতো।অন্তরঙ্গ মুহূর্তে নায়লা বেগম রহমান সাহেবকে ডগি বলে সম্বোধন করেন।শান্তর এই কুকুরমার্কা স্বভাব রহমান সাহেবের কাছ থেকে আসেনি ।এটা নিশ্চিত ওর মার কাছ থেকে পেয়েছে।তার যা কুকুর প্রীতি !



আসলে ঘটনা হলো পাশের বাড়ির প্রতিবেশির আট বছরের মেয়ে অন্তরা আর শান্ত ছোটাছুটি করছিল।শান্ত দৌড়ে হয়রান হয়ে গেছে।হয়রান হয়ে কুকুরের মত ভঙ্গিতে দুইহাত ভাজ করে জিহবা বেড় করে হাপাচ্ছে আর তার জিহবা থেকে লোল পড়ছে। অন্তরা শান্তকে বলছে ডগি চল

বাসায় চল।ডগি তোমাকে বিস্কুট খাওয়াবো।এ কথা শুনে শান্ত লেজনাড়ার মত কোমড় দোলাচ্ছে।রহমান সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।নিজের অজান্তে সে ছেলেকে ডাকছে ডগি কাছে আয়।তোকে বিস্কুট খাওয়াবো । =p~



------------------

উৎস ঃ আশে পাশে কত মজার ঘটনা ঘটছে।হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে।ইতি মধ্যে প্রতিবেশি পাকিস্তানী সহপাঠীর ছেলের সাইকেল ভেঙে ফেলেছে একজন ।শুধু একটু কলম ঘুরালেই রম্য হয়ে ওঠছে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~ বিনুদিত হইলাম সেলিম ভাই।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বিনুদিত করতে পেরে ধন্য হলাম । মানুষকে কাদানোর চেয়ে হাসানো ভাল । আজ একট হাউ মাউ মার্কা কান্নার কবিতা ঘুরঘুর করছিল। লিখিনি । :(



শুভকামনা কান্ডারী ।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো লাগলো আপনার গল্পটা... সুন্দর প্লট :)

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

খাটাস বলেছেন: বেশ মজা পেলুম সেলিম ভাই। :) নামটা ও খাসা। =p~ =p~
কলম না ঘুরায়ে কিন্তু কি-বোর্ড ঘুরাইছেন। :)

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থই বলেছেনে। কলমের দিন শেষ একজন জমানা কিবোর্ডোর ।
নামটা পছন্দ হওয়াতে ভাল লাগলো।

নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

উপপাদ্য বলেছেন: ভালো লেগেছে।

:) :) :)

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললাগায় আমারো ভাললাগলো।


শুভকামনা থাকলো ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

শুঁটকি মাছ বলেছেন: মজা পাইলাম!!!! :D :D :D

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পরে ব্লগে দারুন ভাল লাগলো আর পড়ে মজা পাওয়াতে ভাল লাগলো। ভাল থাকবেন নিরন্তর।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

হাহাহাহাহা!

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: =p~

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

কালের সময় বলেছেন: কলমের কাজ কি বোর্ড দিয়ে হয়ে শুধু কলমের কালি খরচ করার প্রয়োজন নাই ।
ভাল হয়েছে ।

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। বলাতে ভাল লাগা ।

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: হাহাহাহা

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আনন্দে আমি আনন্দিত ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১

বাংলাদেশী দালাল বলেছেন: কেমন আছেন সেলিম ভাই?

গল্প ফাটাফাটি হয়েছে।

অনেক দিন পর গল্প পড়লাম।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি সুপ্রিয় ব্লগার ।

আপনাকে ব্লগে পেয়ে আনন্দিত হলাম।

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আকিব আরিয়ান বলেছেন: হাহাহা পরে না আবার অন্তরা "..." ইস্ট্যাইল হইয়া যায় ;) =p~ =p~ =p~

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কে জানে কি হবে ? ;)

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর গল্পের জন্য অনেক গুলো +++++++++++ ।ভাল থাকুন সব সময় ।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মৃদুল শ্রাবন বলেছেন: শান্তর অশান্ত হইয়ে ওঠার ধরনটা বেশ চমৎকার। কোন বাচ্চা যে মায়ের আদর পাওয়ার জন্য কুকুরের অনুকরণ করতে পারে শুনিনি আগে। তবে হতে পারে হয়তো। আজকাল কতো কিছুই না হচ্ছে।

বেশ ভালো রম্য ছায়া দিয়েছেনা একটুকরো ঘটনাকে।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: তা হবে কেন।মায়ের কাছ থেকে কিছু বৈশিষ্ট তো সন্তান পেতে পারে ।সেভাবে ভাবলেই তো হয়্।দশ বছরের ছেলে কতটুকু বুঝে তার যা ভাল লাগে তাই সে করবে ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: ডগি :O

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

মুদ্‌দাকির বলেছেন:

দারুন ++++ , বাপ ছেলে দুইজনেই ডগি

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: :P

১৬| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: হুম B-) B-)

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৭

স্বপ্নছোঁয়া বলেছেন: মজা পাইলাম :#)

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুধু মজা দেয়ার জন্য এই লেখা।


আমার একটা কবিতা ছিল আমি হেসেই খুন করে ফেলি দুঃখ জ্বালা যন্ত্রণা।
হেসে আমরা উপকৃত হই ।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ আপনার হাসিতে ভাললাগা ।পুলো ক্লোজ আপ হাসি । :)

১৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

অতঃপর জাহিদ বলেছেন: সেলিম ভাই আপনার লেখায় আসলেই রম্য আছে!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কম্প্লিমেন্ট ।ভাল থাকবেন সবসময়। এই শুভকামনা ।

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: জটিল........!!! ;) ;) ;) ;)

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট দারুন প্রীত হলাম। ভাল থাকবেন সবসময় ।

২১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: মজা =p~

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মজা দিতে পেরে তৃপ্ত।


ভাল থাকবেন সুমন কর
.................জীবন ভর । =p~

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: ডগি =p~ =p~ =p~ =p~

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রবাসী পাঠক করবো আটক
নতুন লেখার জালে
পড়তে পড়তে সময় যাবে
আনন্দ কৌতুহলে ।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৮

রুদ্র রাফি বলেছেন: বাপের পর পোলার ডগি হওয়ার পালা, ভীষন মজা পাইছি পইড়া :)

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কি করবে বলেন সবই কপালের ফের
নাহলে কি আর সৃষ্টি হতো এমন রম্যের।


ভাল থাকবেন নিরন্তর ।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গদ্যে আপনি এতটা সরস জানতাম না। দারুণ রম্যগল্প।

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি কতদিন পর আসলেন?

এত দিন কোথায় ছিলেন ?


২৫| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

নুরএমডিচৌধূরী বলেছেন: সেলিম ভাই কি আর বলব দারুন লিখেছেন শুভ কামনা রইল,আমাদের জননে দোয়া করবেন.......।

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কেমন দোয়া চাই জানাতে হবে তো

দোয়া দেয়ার জন্য আমি প্রস্তুত সত্য।

কি চান এখনই জানান

মশক নিধনে অস্ত্র চাইলে দেব হাতে কামান ।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫১

ঢাকাবাসী বলেছেন: কবির গদ্য পড়ে মজা পেলুম।

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার পাঠে কমেন্টে ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২৭| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

শান্তির দেবদূত বলেছেন: রম্যটা বেশ ভালো লেগেছে। ছেলের এমন উদ্ভুত আচরনের কারণ মায়ের অতিরিক্ত কুকুরপ্রীতি, ব্যাপারটা ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.