নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শব্দ ডুবছে শব্দ ভাসছে
শব্দ করেই জীবন চলছে।
শব্দ কাঁপছে শব্দ বাজছে
শব্দ করেই ছন্দ মিলছে।
শব্দ কথায় শব্দ গানে
শব্দ প্রেম বাজায় প্রাণে।
শব্দ গল্প শব্দ কবিতায়
শব্দ করেই চলছে ঘড়িটায়।
শব্দ হাসছে শব্দ কাঁদছে
শব্দ করেই মেঘেরা ভাসছে।
শব্দ প্রেমে শব্দ ঘৃণায়
শব্দ টুটে শব্দ মেলায়।
শব্দে খুশি শব্দে নাখোশ
শব্দে শব্দে খেলছে মানুষ।
শব্দ ভাঙে শব্দ গড়ে
শব্দে শব্দে সন্ধি করে।
শব্দহীন সব শব্দগুলো
নৈশব্দের সব নিরবতায়;
না বলা সব কথাগুলো
অকপটে যায় বলে যায়।
শব্দজটে জীবনটাতে
অর্থহীন সব যদি ঘটায়;
শব্দ দিয়ে শব্দগুলো
সমাধানের পথটি চেনায়।
শব্দ ডুবছে শব্দ ভাসছে
শব্দ করেই জীবন চলছে।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি । ভাল থাকবেন সবসময় ।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ শব্দের খেলা কবি +++
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: শব্দের খেলার শুরু কবি দূর্জয়ের সঙ্গে চ্যাট করছিলাম।শব্দ শব্দটি চলে আসলো্ গেলামা টয়লেটে ।শান্তির জায়গা।মাথার মধ্যে শব্দ শব্দ কবিতা চলছিল । সেখান থেকে বেড় হয়ে লিখে ফেললাম শব্দ ডুবছে শব্দ ভাসছে ।+ এ ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরো একটা সুন্দর কবিতা সেলিম ভাই ....
ছিলামনা কদিন ব্লগে , জানিনা কি কি মিস করে বসে আছি ...
চমৎকার পোস্টে ৩য় প্লাস ....
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ব্লগে অনুপস্থিত থাকা মানেই বিশাল মিস।
শুভকামনা থাকলো ।
৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:১০
হাতীর ডিম বলেছেন: মন ভাল হয়ে গেল সত্যি।
ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় ।
৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ভালো।।
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫১
ঢাকাবাসী বলেছেন: শব্দ করেই জীবন চলছে, ভাল লাগল।
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: শব্দ ব্যাপক ব্যাপার । বাধ ভাঙার আওয়াজ এই আওয়াজ একটা শব্দ।
কমেন্টে ধন্যবাদ ।
৮| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
সুমন কর বলেছেন: চমৎকার শব্দ জোট।
০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩
কয়েস সামী বলেছেন: নাইস!!
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা সুপ্রিয় কয়েস সামী ।
১০| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন:
শব্দ ডুবছে শব্দ ভাসছে
শব্দ করেই জীবন চলছে।
বাহ! চমৎকার হয়েছে সেলিম ভাই!
বাংলায় শব্দ নিয়ে একটা মজা আছে, ইংরেজী 'ওয়ার্ড' এবং 'সাউন্ড'- দুইটাকেই কিন্তু আমরা বাংলায় স্রেফ একটা শব্দ- 'শব্দ' দিয়ে বোঝাই, আমাদের শব্দের ব্যাপকতা অনেক অনেক! শব্দ দিয়ে আমরা অনেক কিছু বুঝি!
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শব্দ কারিগরদের কবিতাটি ভাল লাগার কথা ।বিশেষ করে যারা গল্প কবিতায় চমৎকার সব শব্দ ব্যবহার করেন তাদের অবশ্যই ভাল লাগবে।বাংলা শব্দ শব্দটির ব্যাপকতা কত সেটাতো আপনিও বললেন ।
দারুন কমেন্ট করেছেন। আর কবিতাটির উৎপত্তি কিভাবে সেটাতো বলেছি।
ভাল থাকবেন ইফতি সবসময় । এই কামনা থাকলো ।
১১| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬
পার্থ তালুকদার বলেছেন: কবি, এত দেখছি শব্দের মেলা !
ভাল লেগেছে।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ পার্থ তালুকদার।
ভাল থাকবেন সবসময় ।
১২| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: : শব্দ করেই জীবন চলছে, ভাল লাগল।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শব্দ নিয়ে শব্দগুচ্ছ ভাল লাগল ।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
রাইসুল সাগর বলেছেন: ছবি আর কাব্য ব্যাখ্যা দুটুতেই অনেক অনেক ভাললাগা। শুভকামনা নিরন্তর
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাললাগায় অনেক ধন্যবাদ। সুপ্রিয় রাইসুল সাগর। ভাল থাকবেন সব সময় নিরন্তর শুভকামনা ।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২
রোদেলা বলেছেন: শব্দ নিয়ে শব্দ মালা ভালো লাগলো।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় রোদেলা আপু। ভাললাগায় কৃতজ্ঞতা ।আর নিরন্তর শুভকামনা থাকলো ।
১৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় হাসান মাহবুব ভাই কমেন্টে ও ভাল লাগায় ।অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫
ডি মুন বলেছেন: শব্দময় কবিতা
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আপনার আজকের লেখায় শব্দরা খেলছে।
ভাল থাকবেন সবসময় ।
১৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২
অরুদ্ধ সকাল বলেছেন:
শব্দময় কাব্য।
ধন্যবাদ কবি
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৩
অরুদ্ধ সকাল বলেছেন:
শব্দময় কাব্য।
ধন্যবাদ কবি
২০| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার যতগুলো লেখা পড়েছি তার মধ্যে এই লেখাটা আমার কাছে শ্রেষ্ট মনে হয়েছে ---- অসাধারণ ভাবে প্রথম হতে শেষ পর্যন্ত সাজিয়েছেন ---এত সুন্দর !!!
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললাগায় ও কমেন্টে কৃতজ্ঞতা ।
আর শুভকামনা ।
২১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
একুয়া রেজিয়া বলেছেন: শব্দবন্দী জীবনের ছন্দ। ভালো লাগলো।
১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় একুয়া রেজিয়া ।
শুভকামনা নিরন্তর ।
২২| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
রাজিব বলেছেন: অনেক মিষ্টি একটা কবিতা। ছন্দের সুন্দর ব্যবহার ভাল লেগেছে। কবিতা এরকম হলে পড়তে বেশ মজা লাগে সময় কাটে, আবৃত্তি করতেও ভাল লাগে।
১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
২৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩
লেখোয়াড় বলেছেন: শব্দহীন সব শব্দগুলো
নৈশব্দের সব নিরবতায়;
না বলা সব কথাগুলো
অকপটে যায় বলে যায়।............... এটুকু বেশি ভাল লাগল।
সেলিম।
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ লেখোয়াড় ।
ভাল থাকবেন সবসময় ।
২৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩২
জুন বলেছেন: শব্দ নিয়ে কারিকুরি ভালোলাগলো সেলিম আনোয়ার ।
+
শব্দ খেয়ায় শব্দ মিলায়
উড়ে উড়ে চলে পালের হাওয়ায়
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ জুনাপি।
শব্দ ছাড়া সব অচল। এটাই কবিতার সারমর্ম ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শব্দ ডুবছে শব্দ ভাসছে
শব্দ করেই জীবন চলছে।
শব্দের কবিতা ভালো লাগলো প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।