নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমিহীনা

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪





সুখের অনুভবে তোমায় মনে পড়ে

শীতের তীব্রতায় মন তোমাতে থাকে;

নির্জনে তুমিহীনতা তীব্র হয়ে ঝরে

প্রাণ সখা এ প্রাণ তোমায় কাছে ডাকে।



কি করছো কারে লয়ে ভাবে না এ মন

সুখে আছো কিনা প্রশ্ন মনে সদা ভাবী

কষ্ট দিয়েছি প্রেমে —গড়েছি কষ্ট ক্ষণ

এ খেলায় নিষ্ঠুর নিয়তি সে নিত্য দাবী।



ভালবেসে ক্ষমা করো যদি চন্দ্ররাতে

মায়াবতী সুখের স্মৃতি কেমনে ভুলি !

বেদনা তাই পেতেছি নীলাকাশটাতে

নির্জনতা বরণ করেছি সব ফেলি।



ইশক এমনই হয় অথৈ পাথার;

প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার।

--------------------------------

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

লেখোয়াড় বলেছেন:
তুমিহীনা।.......... শব্দটাই রোমান্টিক!

সনেট ভালো ও সহজ হয়েছে।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। সনেট সহজ করে লেখার চেষ্টা তা হলে স্বার্থক হয়েছে।


ভাল থাকবেন সব সময় ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার নামটা তুমিহীনা করে দিলাম।

২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫

ডট কম ০০৯ বলেছেন: ইশক এমনই হয় অথৈ পাথার;
প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার


হা হা কার?

কবিতা ভাল লাগছে।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুবকামনা ।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: সুখের অনুভবে তোমায় মনে পড়ে
শীতের তীব্রতায় মন তোমাতে থাকে;
নির্জনে তুমিহীনতা তীব্র হয়ে ঝরে
প্রাণ সখা এ প্রাণ তোমায় কাছে ডাকে।






অসাধারণ হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি মাস ছয়েক আগে লিখা।

এটা শুরু করেছিলাম জ্বরের অনুভবে তোমায় মনে পড়ে দিয়ে।

আজকে একটু চেঞ্জ আনলাম ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা

৪| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ সুমন কর ।

ভাল থাকবেন সবসময় ।

৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

+++++

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লাগা রেখে নিয়ে গেলাম ।

জোস্না --জ্যোৎস্না বা জোছনা

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি জানি জানিগো........জেনেশুনেই ওটা দেয়া ।চৌদ্দমাত্রা মেলাতে অমনটা করেছিলাম। এবার ঠিক করলাম তবে মাত্রা মিলাতে অন্য শব্দ ব্যবহার করতে হলো ।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা অধমেরে ক্ষমা করিবেন। ছন্দ --মাত্রা ইত্যাদিতে অনেক কাঁচা ।প্রথম আলো ব্লগে আমি যখন প্রথম লিখা শুরু করি তখন আমার বানানটি আপনার মত হয়েছিল । অনেকেই সেদিন আমাকে ধরেছিল ---তাই মাথায় গেঁথে গেছে বানানটা । যাই হোক ভাল থাকবেন কবি।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি হলাম জোছনার কবি।ওই ব্যাপারে সকল গবেষণা প্রায় শেষ।


আপনি চমৎকার কবিতা লিখেন।

পুনশ্চ কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

৮| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: Thanks apnar molloban comment ar jonno. Tobe akhono shikchi ,lpatop hang hoye ace tai banglay likhte parchina.

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ল্যাপির জন্য সমবেদনা ।

ভাল থাকুন চন্দ্ররাতে ।

৯| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: Thanks apnar molloban comment ar jonno. Tobe akhono shikchi ,lpatop hang hoye ace tai banglay likhte parchina.

১০| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মৃদুল শ্রাবণ ।

১১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

আরজু মুন জারিন বলেছেন: সুখের অনুভবে তোমায় মনে পড়ে
শীতের তীব্রতায় মন তোমাতে থাকে;
নির্জনে তুমিহীনতা তীব্র হয়ে ঝরে
প্রাণ সখা এ প্রাণ তোমায় কাছে ডাকে

অনেক সুন্দর কবিতা সেলিম ভাই। এ প্লাস প্লাস X( :(( X((

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমে লিখেছিলাম জ্বরের অনুভবে

কবিতাটি লিখার সময় জ্বর ছিলা গুণ সাহেবের আমার জ্বর এসেছে তোমার জন্য....................................
পড়ে চেঞ্জ করে দিই। জ্বর আমার আকাশলীনার জন্য ঠিকই এসেছিল।

আর ভাবনাটাও কোন এক চাদরাতে।

আকাশলীনাকে চাইছিলাম খুব.

কমেন্ট ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

আরজু মুন জারিন বলেছেন: ভালবেসে ক্ষমা করো যদি চন্দ্ররাতে
মায়াবতী সুখের স্মৃতি কেমনে ভুলি !
বেদনা তাই পেতেছি নীলাকাশটাতে
নির্জনতা বরণ করেছি সব ফেলি। :-P :!> X(

অনেক ভাললাগা কবিতায়। শুভেচ্ছা রইল।

১৩| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা সেলিম ভাই +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.