নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদা তোমাকেই বলছি

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭





একজন রূপসী যে , প্রানবন্ত আর মানবিকা দিনের আলোয়

একজন আধুনিক বালিকা যে জানে কিভাবে উপভোগ করতে হয়—

এক কাপ গরম কফি ,স্বাধীন ভাবে;

এমন একজন বালিকা যার হৃদয়ে কামনা জাগে —যখন রাত্রি নামে।



আর আমি একজন পরুষ

যে অন্য সবার মতই প্রাণবন্ত দিনের আলোয়

এমন একজন পুরুষ যে কফি ফুরিয়ে ফেলে জুড়িয়ে যাবার আগে

এমন একজন যার হৃদয়ে কামনা জাগে যখন রাত্রি নামে।

সেই রকম এক পুরুষ।



নিরুপমা ,প্রিয়তমা তোমাকেই বলছি!

যে বালিকা লজ্জাবতী অথচ খেলার সময়ে খেলতে জানে

যে বালিকা যথাসময়ে মাথার খোপা খুলে এলোমেলো চুলে

যে নিজেকে আবৃত রেখেও নগ্নবালিকার চেয়ে মনোহরিনী

একজন অনুভূতি প্রবণ বালিকা যেমন—ঠিক তেমন



আর আমিও একজন পুরুষ ,

শান্ত সুবোধ অথচ খেলার সময়ে খেলায় মাতি

হয়ে উঠি প্রেম উন্মাদ যখন নামে চন্দ্ররাতি।

যার প্রেরণা বেশি শক্ত পেশীর তুলনায়।

ঠিক সেই রকম একজন মানুষ।

লাস্যময়ী ;ভালবাসাময়ী;

তোমাকেই বলছি রয়েছো কেন তফাতে?

তোমাকে নিয়ে চলে যেতে চাই প্রেমের চোরাগোলির শেষ প্রান্তে।



ধাবমান পুরুষের উপর উপবিষ্ট যে বালিকা সে মুক্তবলাকা;

আমি একজন মানুষ যে জানে শুধু এক অথবা দুই —এর চেয়ে বেশি নয়।

প্রানবন্ত পুরুষের উপর উপবিষ্ট যে রমনী সেই মুক্তবলাকা;

আমি জানি কেবলমাত্র এক অথবা দুই!



অপসরা শুনতে পাচ্ছ কি ?

প্রিয়ংবদা তোমাকেই বলছি।

----------------------------------------------------------

রেকর্ড ব্রেকিং গান গ্যাংনাম স্টাইল আমার ভাষাায় এমন কথার কবিতা।

এতে যাদু না থাকলে পূর্ব থেকে পশ্চিম বিশ্বে এ গান নিয়ে মাতামাতি হতো না ।

আমেরিকান পপ সম্রাজ্ঞী মেডোনা কোরিয়ান পপ ম্যাগাস্টার সাই এর সঙ্গে স্টেজও মাতাতেন না। এশিয়ান কোরিয়ান সাই গ্যাংনাম গেয়ে নেচে রীতি মত পশ্চিমা বিশ্বকে এডিক্ট করে দিয়েছেন।ওপ্পা গ্যাংনাম স্টাইল ।:P

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মাহবু১৫৪ বলেছেন: !:#P !:#P

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

ওপ্পপা গ্যাংনাম স্টাইল । !:#P

২| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি এটা কি গ্যাংনাম স্টাইল এর প্যারোডি ?

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: বলতে পারেন এটা গ্যাংনাম স্টাইলের কবিতা করণ ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২১

মুনসী১৬১২ বলেছেন: সেরাম সেরাম

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । আর শুভকামনা ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

মুনসী১৬১২ বলেছেন: সেদিন বলেছিলে উদ্দাম প্রান্তরে আসবে জয়ন্তিকা হয়ে,
আমি পরাজিত, তবু চেয়েছিনু পথান্তে উভ্রান্ত আবেশে ...
হঠাৎ মাধবিকা সাজে মেঘবল্লরী বললো এসে -
মাঝি পাল তোলো তুফানের যে নেই বাকি............

সেদিন পূর্ণিমা ছিল না
ঊর্মীমালার পরে সেই ঝিনুক সৈকত
তবুও আলোকিত বালুতট জোছনার মতো, প্রবাল আলোয়
তুমি হাসলে প্রিয়ংবদা মৃন্ময়ী সুরে


১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর ভাল লাগা মুনসী১৬১২।

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০২

ডি মুন বলেছেন: :) :) :)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে আনন্দিত করতে পেরে আমিও আনন্দিত । !:#P

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১

বৃতি বলেছেন: কবিতা ভাল লাগলো সেলিম ভাই :)

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

সুমন কর বলেছেন: :(

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: মন খালাপ তেন সুমন কর #:-S

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

:D :D

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: !:#P

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরো একটা চমৎকার কবিতা ...
ব্লগে না থাকায় চোখ এড়িয়ে গিয়েছিলো ...
৫ম প্লাস

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ওয়াও----মুগ্ধ না হয়ে পারলামনা। এত সুন্দর কবিতাটি চোখ এড়িয়ে গেলো।

বেশ লাগলো পড়তে। শুভকামনা কবি।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে শুভকামনা । ভাল থাকবেন সব সময় ।

১১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

সুমাইয়া আলো বলেছেন: প্যারোডিতে ভাল লাগা, শুভকামনা আপনার জন্য কবি।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেনেট ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

কালের সময় বলেছেন: বেশ হয়েছে সেলিম ভাই =p~

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৯

মৃদুল শ্রাবন বলেছেন:

সম্ভব সুন্দর !!!

অসম্ভব তো হইতে পারে না তাই বলি নাই অসম্ভব সুন্দর। বলেছি সম্ভব সুন্দর। :!> :!>

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৪

উপপাদ্য বলেছেন: এই স্টাইলটা অসাধারন। আল মাহমুদ এরকম স্টাইলে কিছু লিখেছেন। অনবদ্য কবিতা হয়েছে।

রিতীমতো ভক্ত আমি আপনার।

গড ব্লেস ইউ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার!

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.