নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এবার তোমার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াবো
এবার দারুন প্রেমবান হবো।
এবার প্রেমের আকর্ষণে নীল আকাশ সাগর ছুঁয়ে দিবে
এবার নতুন উদ্যমে আমাদের মহাকাব্যিক প্রেম হবে।
আমাদের প্রেমে শীতের ভোরে হবে যে শিশির পাত
আমাদের ভালবাসা যেন বর্ষাবেলার প্রচন্ড বারিপাত।
আমাদের প্রেমে উষ্ণতা নামবে চৈত্রের
আমাদের প্রেমে ফুটবে ফুল ফাগুণের।
আমাদের আঙুলে আঙুলে উঠবে প্রেমের ঝড়
আমাদের লোমকূপে আর্দ্রতা করবে ভর ।
আমরা হারিয়ে যাবো বক্ষে বক্ষ রেখে
আমরা মিশে যাবো প্রাণে দেহে ভালবাসা স্নেহ মেখে।
আমরা ঝড় তুলবো শান্তির আকাশে বাতাসে
আমরা শান্তি বর্ষিব সাগরের উত্তাল আক্রোশে।
আমরা এক হয়ে যাবো থাকবে না কো ভেদাভেদ
আমাদের প্রেমে অসুখী সব করবো যে উচ্ছেদ ।
এবার প্রেমবান হবো ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে
এবার আঙুলে স্তনে উঠবে গান গেয়ে।
এবার ভালবাসা হয়ে যাবে নীল আকাশ
এবার বইবে তুফান হয়ে ভালবাসার বাতাস।
এবার ভালবাসার ভ্রুণে হয়ে যাবে নব সৃষ্টি
এবার ভালবাসা শুধু নামাবে সুখের বৃষ্টি ।
এবার কামনার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াবো
এবার সত্যি দারুন প্রেমবান হবো ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় স্নিগ্ধ শোভন ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১০
ডট কম ০০৯ বলেছেন: দারুন ছন্দ।
ছন্দসিক কবিতায় ভাল লাগা সেলিম ভাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ডট কম ০০৯ ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৫
আরজু মুন জারিন বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি কবি।এই কবিতার কোন জবাব আমার কাছে নাই।
এই প্রেম তুফান রুখতে পারে
কবি যেতে পারে তার কাছে
আমি হইনি এখন ও পরিনত
কৈশোরের সময়টায় যে থমকে
এখন আমি।।
লিমেরিক তো চলে আসল প্রেমের তুফানে ডুবে।
ভাল ভাল কবি.।চালিয়ে যাওয়া যেতে প্রেমীদের জন্য।
অনেক শুভকামনা সেলিম ভাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালবাসার রোমান্টিকতা কবিতায় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসাকে ঘিরে কিছু সুন্দর স্বপ্নের জালও বুনেছেন, মিলনে যা হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য। ভালো লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ বিদ্রোহী বাঙালী । আর নিরন্তর শুভকামনা ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
নুরএমডিচৌধূরী বলেছেন:
দারুন ছন্দ।
ছন্দে ছন্দে সকল প্রেমিতো উপচে দিলেন সেলিম ভাই
বাকি তো রাখলেন্ না এতোটুকুও....
এমনটি যদি হত
কতইনা মজা হত
ছন্দসিক কবিতায় ভাল লাগা সেলিম ভাই।
োনেক গুলু++++++++++++++++
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ।
এমন হলে ভাল হতো।
ভাল থাকবেন।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
মামুন রশিদ বলেছেন: মালয় উপদ্বীপে কোন প্রেমবতীর দেখা মিলেছে নাকি!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মালয় উপদ্বীপ এতটাই রূপবতী যে যে কেউ এর প্রেমে পরতে বাধ্য ।মামুন ভাই। মেরা কিয়া কসুর?
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
এহসান সাবির বলেছেন: আমরা এক হয়ে যাবো থাকবে না কো ভেদাভেদ
আমাদের প্রেমে অসুখী সব করবো যে উচ্ছেদ ।
এবার প্রেমবান হবো ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে
এবার আঙুলে স্তনে উঠবে গান গেয়ে.........
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! অসাধারণ !
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি অসাধারণ ! দারুন ভাল লাগলো কমেন্ট। কবিতা পড়ে একজন শুধু লাল ঠোটের ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছে ।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন: অসাধারণ.....................
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
আজব গোয়েন্দা বলেছেন: ছন্দময় কবিতায় মনে অদ্ভুদ অনুভুতি সৃষ্টি হয় মনটা হয়ে উঠে আনন্দময়।এবার সত্যি দারুন প্রেমবান হবো ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
অরুদ্ধ সকাল বলেছেন: বাহ! বেশ ছন্দময়...
ভালো লাগা
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ অরুদ্ধ সকাল । ভাল থাকবেন সবসময় ।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
নেক্সাস বলেছেন: বাহ সেলিম ভাই আপনার হাত ক্রমশ তরবারির মত ধারলো হয়ে উঠছে
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আবেগাপ্লুত সুপ্রিয় নেক্সাস ভাই । আর নিরন্তর শুভকামনা ।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
খেলাঘর বলেছেন:
নতুন কোন কবিতাকে ২য় বার পড়ার মত টান অনুভব করছি না।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: অন্তত একবার যে পড়েন সেটাই বা কম কিসে ।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: কবি কি আবার প্রেমে পড়েছেন
ছন্দময় কবিতা ভাল লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: জটিল প্রশ্ন । ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা । ভাললাগা +
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কবি । নিরন্তর শুভকামনা ।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩
মঞ্জু রানী সরকার বলেছেন: প্রচণ্ড ভালোরাগা থেঞকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালবেসে ফেলুন ।
ভালবাসতে নেই যে বাধা
ভালবাসাই সুখের আধা'
নিরন্তর শুভকামনা ।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
নাসরিন চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন---রোমান্টিকতায় ভরপুর
ভাল থাকুন কবি
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার প্রশংসায় উচ্ছ্বসিত হলাম ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো বেশ । ++++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: মামুন রশিদ বলেছেন: মালয় উপদ্বীপে কোন প্রেমবতীর দেখা মিলেছে নাকি!
ভালোবাসার ঝড় বন্যা হয়ে যাচ্ছে দেখছি ভ্রাতা
ভালো থাকবেন খুব ।।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা থেকেই ঝড় বন্যার উৎপত্তি ভ্রাতা । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসায় সয়লাব কবিতা ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: এটা যে প্রেমের কবিতা ভালবাসায় সয়লাব না হয়ে যায় কিভাবে?
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
আহসান জামান বলেছেন: বাহ! চমৎকার পড়তে। ভালো থাকবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকবেন সবসময় ।
২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগেনি।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: হায় হায় বলে কি? শুধু কবিতা কি আর ভাল লাগে নাকি?
তবে এবার আমি সত্যি দারুন প্রেমবান হবো । এলিয়েন, পিকে মুভিতে আমির খানের পিকে এলিয়েন ক্যারেক্টার্ ।তারও প্রেম হয়েছে । তোমারও হবে ।
শুধু কবিতা কি আর ভাল লাগে।
কবিতা লাগবে ভাল যদি সঙ্গে কবিও থাকেন বাগে।
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
রোকসানা লেইস বলেছেন: দারুণ উচ্ছাসিত প্রেম ঘিরে থাকুক
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ রোকসানা লেইস । ভাল থাকবেন সবসময় ।
২৫| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন: অতীব চমৎকার।
১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
এবার সত্যি দারুন প্রেমবান হবো ।
ভালো লাগা জানবেন কবি !!