নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।
ডাকঢোল নয় বাজছে বজ্রপাত;
প্রকৃতি আজ মহানন্দে যেন হয়েছেন উন্মাদ।
রিমিঝিমি শনশন, বৃষ্টিনুপুর পায়ে
এমন বরষা বেলায় —
আামি ব্যাকুল তোমায় জানতে চেয়ে ।
ভাবছি আমি আনমনে—করছ তুমি কি?
বৃষ্টি মাথায় যাচ্ছি প্রিয়া —টানবে কাছে কি?
নাচছে আনন্দে প্রলয়নাচন
প্রকৃতির কি তা আনন্দ মন্থন!
এই অঘোর বরষায় —যাচ্ছি আমি আজি তোমার ঠিকানায়।
দেখছি আমি অঝোর বৃষ্টি —থামার খবর নাই!
বলছ তুমি বৃষ্টি কোথা গোধূলীর আকাশটায় ?
বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০
নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশত , তারে নিয়েই তবে ফিরেন কিন্তু
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এ যে কবিতা কবিতা খেলা
এতে কল্পনা স্বপ্ন মেলা ।
এখানে বৃষ্টি হয় বাংলাদেশে হয়না ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বেষ্ট অফ লাক সেলিম ভাই , আপনি পণে দৃঢ় প্রতিজ্ঞ থাকুন
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আছি অভি । কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
প্রামানিক বলেছেন: রোমান্টিক কবিতা। ধন্যবাদ
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৩
আরজু মুন জারিন বলেছেন: বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।
আপনার পণ, উদ্যমে রইল আমার শুভকামনা।
ইচ্ছা পূরন হোক।
চমৎকার হয়েছে কবিতা।অনেক ধন্যবাদ।নুতুন বছরের শুভেচ্ছা রইল সাথে।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
তুষার কাব্য বলেছেন: বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।
বাহ্..ছন্দময় কবিতা দারুন লাগলো সেলিম ভাই...
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন লাগায় ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা প্রিয় কবি ও ভ্রাতা +
ঢাকঢোল*
আচ্ছা, আপনাদের ওখানে কি এখন বর্ষাকাল? আপনার সাম্প্রতিক বেশ কিছু পোষ্টে বৃষ্টিস্নাত ছবি দেখলাম!
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভ্রাতা
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
নেক্সাস বলেছেন: ভাই বরযাত্রি ছাড়াই যাচ্ছেন নাকি? আপসোস দাও্য়াত খাইতে পারলাম না।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
আমিনুর রহমান বলেছেন:
ভালো !
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫
কলমের কালি শেষ বলেছেন: আহা !! কবিতার প্রতি ফোটায় ফোটায় রোমাঞ্চ !!..
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আপনাকে নিরন্তর ভালোবাসা।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
সোহানী বলেছেন: বাহ্ দারুনতো ...........
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রোমান্টিক কবিতা , ভাললাগা +