নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেমন করে ভাবো ?

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭





কেমন করে ভাবো আমি এনে দেবো ঝিলের মাঝের লাল পদ্ম?

সেতো গভীর জলে থাকে আমি যে নবীন সাতারু হাটু জলে ডুবে মরার ভয়।



এই তো সেদিনের কথা ,আমার কাব্য ঘিরে রাজ্যের ব্যর্থতা ।

আমাকে ভালবাসেনি কেউ, ভালবাসেনি আমার কবিতা

আমার প্রেমে লুকিয়ে গেছে অত্র রাজ্যের ফুল পরীটা ।

প্রতিটি শব্দে প্রতিটি বর্ণে তার ব্যর্থতার শত দাগ

আমার প্রেমের প্রিয়তমাটি বলেছেন দূরে ভাগ।



তোমরা কেমন করে ভবো চন্দ্র এনে দেব ?

আমি যে মাটির ছেলে পথেই পরে রবো ।



কেমন করে ভাব লালগোলাপ রজনী গন্ধা ?

আমি বড়জোর ঘাসফুল হতে পারি ধূলো ধূসরিত মন্দা।



আমি ধূলিকনা এনে দিতে পারি

আমি খোলা আকাশ মেনে নিতে পারি।

রাজ প্রাসাদ সে আমার নয় আমি বড়জোড় কপর্দকহীন রাজপথে

মহান কিছু সে আমার নয় আমি ধূলি কনা মেঠোপথে।



কেমন করে ভাবো আমি এনে দেব ঐ আকাশের তারা ?

মাটির মাঝে কোন মতে থেকে আমি খুশিতে পাগলপারা ।

কেমন করে ভাবো তোমরা কেমন করে ভাবো ?

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: কেমন করে ভাব লালগোলাপ রজনী গন্ধা ?
আমি বড়জোর ঘাসফুল হতে পারি ধূলো ধূসরিত মন্দা।

সুন্দর কথামালা। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অভি কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগলো।

ভালোবেসে ঝিলের মাঝের লাল পদ্ম এনে দিলে হ্মতি কি?
ভালোবাসায়য় ডুবে মরায়ও আনন্দ আছে। তাই নয় কি?

ভালো থাকুন সবসময়।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। তারপরও যিনি দক্ষ সাতারু নন তিনি ওমনটা করার যোগ্যতা রাখেন না ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪

নেক্সাস বলেছেন: সারাদিন খালি কবিতাই লিখেন নাকি সেলিম ভাই। মালেশিয়াতে যে কি পাইলেন আল্লাহ জানে। :) :) :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিপাইলাম কি যে পাইলাম । ;) ;)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

নুরএমডিচৌধূরী বলেছেন: তোমরা কেমন করে ভবো চন্দ্র এনে দেব ?
আমি যে মাটির ছেলে পথেই পরে রবো ।

মাটির প্রতি অগাধ প্রেম


বাস্তবতাইয় লালিত কবিতা খানি
যেখানে প্রেম আছে কিন্তু বাস্তবতার উরধে নয়

অনেক সুন্দর লিখা কব
অনেক++++++++



১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল্

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ ঢাকাবসি ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: নাইস

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

তাহসিনুল ইসলাম বলেছেন: বিনয়ী কবিতা। ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লাগায় ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা সুন্দর কবিতায়।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

কাবিল বলেছেন: খুব ভাল লাগল

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লাগায় অনেক ধন্যবাদ ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

ডট কম ০০৯ বলেছেন: কবিতায় ভাল লাগা সেলিম ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

অপ্রতীয়মান বলেছেন: স্বপ্ন পূরণে ব্যস্ত সবার হাজার হাজার আকাঙ্ক্ষা, চাহিদা পূরণের মানুষের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলতে সদা প্রস্তুত সকলে। কিন্তু তার অক্ষমতা, তার মনের সীমানা কেউ যাচাই করে না। অনবরত ছুটিয়ে নিয়ে চলে আকাঙ্ক্ষা পূর্ণতা পাবার আশায়।


কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম ভাইয়া....


শুভ কামনা জানবেন :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ভাললাগা । আর নিরন্তর শুভকামনা ।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম কবিতা । আমিও তাই ভাবি । +++

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.