নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যাচাই হয়ে যাক
জননতার বিচারে—কতটুকু গ্রহণযোগ্যতা আছে ,
আপনার ?
মুখে কথার খই ফুটছে
রাস্তাঘাটে আতঙ্ক চলছে
পরের ঘাড়ে দোষ চাপিয়ে
কি হবে আর?
নির্বাচনে এত ভয় কেন আপনার?
ভারতের ফোন, এমেরিকার চিঠি
এসবের কি দরকার!!
আপনারা কি তবে তাদেরই দাস শুধুই চাটুকার!
নাকে খত না দেয়ালে ভদ্র হন না আর।
কুকুরের লেজ হয় না সোজা— জীবন থাকতে তার
গায়ে মানে না আপনি মোড়াল সাজা !কী দরকার,কী দরকার।
গনতন্ত্রের বুলি আওড়িয়ে হয়েছেন স্বৈরাচার
বুকে যদি থাকে সততা আর দেশ প্রেম
জনতার বিচারে যাচাই হোক এইবার।
মুখে মুখে বিষ ছড়িয়ে, করছেন কি কারবার!
এক এগারোর ঘাড়ে চেপে নাকে খত দিয়ে শেষে
এই সিংহাসন আপনার ।
শূণ্য গোয়াল করে দিয়ে নিজের ভোট নিজে নিয়ে গদি ছাড়েন নি আর।
মিথ্যে কথার খই ফুটিয়ে রক্ষা হবে না আর।।
শুধু বলব একটি কথা
বন্ধ করুন মিথ্যে বরতা।
জনতার কাঠগড়ায় যাচাই হয়ে যাক
কতটুকু গ্রহণ যোগ্যতা আছে আপনার ।।
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: দেশের মানুষ নির্বাচন চায় সেখানে এখন ভারত ফোন দিয়েছে দেয়নি।কে আমেরিকা চিঠি দিয়েছে দেয়নি এসব হলো আলোচনা মূখ্য বিষয় কারণ কি?
অনির্বাচিত অজনপ্রিয় সরকার কে চায় বলুন । এদেশের রাজনৈতিক দল গনতান্ত্রিক হবে কবে?
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১
সোহানী বলেছেন: ...........
দেশে নাইতো তাই এইবারের মতো বেচেঁ যাবেন ...............
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বেচে থাকার জন্য বুঝি দেশের বাইরে থাকাই ভাল ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজনীতিকে কবিতায় নিয়ে এসেছেন।
আসলেই গণতন্ত্রের জামানায় এই স্বৈরাচারীতা অত্যন্ত ঘৃণ্য।
প্রতিবাদের প্রয়োজন।
কিন্তু স্বৈরাচারীর দুর্দান্ত প্রতাপে প্রতিবাদহীন হয়ে পড়েছে সমাজ।
তাই চাই নতুন নেতৃত্বের।
কবিতায় ভাল লাগা।
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে অনেক ধন্যবাদ ্ আর শুভকামনা ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০
সোহানী বলেছেন: অনেকটা... কারন কখন কোন আইনের তলে আপনি পড়েন .... রিমান্ডে নেয়ার পর বুঝবেন এ কবিতার কারনে আপনি রিমান্ডে......
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্যিস দেশের বাইরে আমি । এবার ভালবাসার কবিতা লিখলাম ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫
এমএম মিন্টু বলেছেন: বাহ! চমতকার বলেছেন ভাই ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬
মামুন ইসলাম বলেছেন: ++++
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ++++ এ ধন্যবাদ । আর শুভকামনা ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
এহসান সাবির বলেছেন: রাজনৈতিক কবিতা...
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: হু। কবি কেমন আছেন ।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
দর্পণ বলেছেন: প্রতিবাদী রাজনৈতিক কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । দেশের রাজনীতিবিদরা গনরায় মেনে নেয়ার যোগ্যতা কবে অর্জন করবে আল্লাহতায়ালা জানে । পাচ বছর পর পর ক্ষমতা পালাবদল হয় সেটুকু জানা সত্ত্বেও জোর করে ক্ষমতার চেয়ার দখল করবে ।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
অন্ধবিন্দু বলেছেন:
কুকুরের লেজ সোজা হয় না, বুঝলাম। তাই বইল্যা কী লেজ কাটা যাইবো, সেলিম ?
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: লেজ আছে কিনা সন্দেহ হয় । এভাবে কাজ করে কিভাবে?
১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৯
কলমের কালি শেষ বলেছেন: বেশ জোর দিয়ে লেখা কবিতায় । অসাধারণ ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
নেক্সাস বলেছেন: গনতন্ত্রের বুলি আওড়িয়ে হয়েছেন স্বৈরাচার
বুকে যদি থাকে সততা আর দেশ প্রেম
জনতার বিচারে যাচাই হোক এইবার।
যাচাই হোক তবে....
কার ঘাড়ে কত মাথা,
কে যাবে আর কে রবে !?