নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একজন রাখাল রাজা

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

একজন রাখাল রাজা—গায়ে তার ছেড়া গেঞ্জি

মুখে চুরুট—কাঁধে কোঁদাল গুজা ।



সেই মানুষের কবিতা বলি

যার যাদুতে মেলেছে ডানা

এই বাংলা অপার সম্ভাবনা গুলি।



মহান একাত্তরে—

তিনি হয়েছিলেন

প্রেরণা দায়ী বীর

দুখিনি বাংলার সবুজের প্রান্তরে

লড়াই করেছেন দৃপ্ত শপথমেখে।



জীবন বাজী রেখে।



দেশটা স্বাধীন হলো

স্বাধীন বাংলার— সব জনতার

দুঃখ বুঝি গেল।



সেই সে রাখাল ছেলে

সিংহাসনে বসে

হয়ে ওঠেন রাজা।

তবু তার বাহুতে কাস্তে কোদাল

সমৃদ্ধি শপথে গাঁথা ।



এমনি করে তার রাখাল রাখাল খেলায়

এই দেশের তরে

সমৃদ্ধি আর প্রাচুর্য সব মেলায় ।



সেই রাখালের গল্প বলি

যার জানাজায় মানুষের ঢল

অকাতরে ভালবাসা দেয় ঢালি।



আবারো এমন রাখাল রাজা চাই

এই বাংলার আঙিনায়

সিংহাসনে আসীন থেকে যে

শ্রমিক বেশে প্রায়।প্রেরণা দিয়ে যায় ।



এমন রাজা চাই

যার যাদুতে সমৃদ্ধি সুনিশ্চিৎ

এই বাংলার আঙিনায় ।

--------------------------------------



শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: প্রথম লাইনে শব্দটা 'রাখালি রাজা' নাকি 'রাখাল রাজা' হবে। ভাল লাগল কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ঠিক করে দেয়া হলো ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাখাল রাজা আজ অভিমানী।
স্বার্থান্বেষী নেতাদের ভীরে সে নিজেকে কলঙ্কিত করতে চায় না।
তাই ফিরে আসার সম্ভাবনাও কম।

কবিতায় বরাবরের ন্যায় ভাললাগা।
ভালো থাকবেন সেলিম ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

এমন নেতার বড্ড প্রয়োজন আজ ।

শুভকামনা থাকলো ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা সেলিম আনোয়ার ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কবি ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

মামুন হতভাগা বলেছেন: কেমন আছেন সেলিম ভাই?

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল ।আপনি কেমন আছেন ?

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার কবিতাটি আরো ভালো হতে পারত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি। কেননা আপনার লেখা আরো অনেক ভালো ভালো কবিতা পড়েছি। কিছুটা তাড়াহুড়া করেছেন বলেই পাঠক হিসেবে মনে হলো।

আফসোসের ব্যাপার হলো সারাদিন প্রেসিডেন্ট জিয়ার জন্মদিন উপলক্ষে ভালো একটা পোষ্ট চোখে পড়ে নি যা নির্বাচিত পাতায় যাবার মত। অথচ সকাল থেকেই চেষ্টা ছিল একটা ভালো পোষ্ট কেউ দিবেন। হতে পারে সবাই আবেগ বুকে পুষে রেখে তা প্রকাশ করতে ভুলে গেছে। কিংবা প্রকাশ করলে এত বেশি আবেগ থাকছে যা মিষ্টির বদলে তিতা তিতা লাগছে।

এই উপলক্ষে কোন পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে, অনেকেই মডারেশনের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলতে পারেন,- মডারেশন পক্ষপাতিত্ব আচরন করে। তারা পোষ্টের মান, ভালো মন্দ ইত্যাদি বিবেচনা করেন না। অভিযোগ করেই খালাস।
যারা এমনটা বলেন, তাদের জানা উচিত- মডারেশন পক্ষপাতিত্ব করার চাইতে পেশাদারিত্ব আচরনের প্রতি বেশি মনযোগী।

যার ফলে সব পক্ষ থেকেই আমরা নানা ধরনের শ্রুতিমধুর (!!) বাক্যবানে জর্জরিত হই।

যাইহোক, আপনার পোষ্টের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই।

শুভেচ্ছা রইল। :)

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কর্মব্যস্ততার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কোন পোস্ট না থাকায় কবিতাটি উনাকে নিয়ে লিখা । অনেক দেরী হয়ে গেছে লিখতে । সময়ের অভাবে ।তবে ধারণা ছিল হয়তো উনার জন্মদিনে উনার সম্পর্কিত কোন পোস্ট থাকবে । সেই আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের রাজনীতিতে সত্যি অতীব গুরুত্বপূর্ণ মনীষী ।অন্তব প্রেসিডেন্ট হিসেবে তিনি সবচেয়ে সফল সবচেয়ে আধুনিক । আর তার সততা দূরদর্শিতা সত্যি তাকে অনন্য করে তুলেছিল।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

সোহানী বলেছেন: ভালো লাগা সেলিম ভাই +++++

তবে সব কিছু কেমন যেন দুরাসা /:)

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

খেলাঘর বলেছেন:


কবিরা হলো জাতির বিবেক।

জেনারেল জিয়া ছিলেন একজন জেনারেল; উনাকে কবিরা ভুল বুঝলে আমরা সাধারণ জনতা ভুলকেই পুঁজি করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.