নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দাঙ্গা কেন? রায়ট কেন? ক্রুসেড কেন হবে ?

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১০

ও ভাই মুসলমান নামায পড় হিন্দুরা দাও পূজা

নাস্তিকের দল মনের সুখে টানতে পারো গাজা ।

দাঙ্গা কেন?রায়ট কেন?ক্রসেড কেন হবে?

মহান স্রষ্টা সবার তরে করুণা ধারা সৃজেছেন এই ভবে।



কর্মে কর্মে জীবন গড়, গড় এই সংসার

ষড়রিপুর তাড়নাগুলো কর হে পরিহার।



ঝগড়া ফ্যাসাদ অপরের বিশ্বাসে আঘাত,

এসব বন্ধ করো;

নিজের ধর্মে টানতে সবে শান্তির সুপথ ধর ।



এই জগতে গোত্রে গোত্রে স্রস্টা পাঠিয়েছে পয়গাম্বর

শান্তির বাণী পৌঁছেছেন তারা দিনভর রাতভর।



এইতো সেদিন নবী মোহাম্মদ মক্কার ঘরে ঘরে

দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে অপদস্থ পদে পদে।

তায়েফের ময়দানে,

আমাদের নবীর কত কষ্ট বঞ্চনা সেই খানে!

কি করেছেন প্রতিদানে?

স্রষ্টার কাছে করেছেন মোনাজাত তাদেরই ক্ষমা দানে।

গৌতম বুদ্ধ ঘর ছেড়েছেন শান্তির পন্থা অন্বেষণে

জীবহত্যা মহাপাপ বুঝেছেন সাধনায় প্রাণে।

ভেবেছো কি কভু সেই যে যিশু চলেছেন নগ্নপায়

মৃতদেহে প্রাণ দিয়েছেন কোন সে অভিপ্রায়!

শিব বলো কৃষ্ণ বলো আরো যত অবতার!

মানব জাতির কল্যাণ সাধন করেছেন বারংবার।

কোনটা সত্য কোনটা মিথ্যা পেয়ে যাবে অনুসন্ধানে ।

বলবো শুধু মানবহত্যায় সিদ্ধিলাভ আছে কি কোনখানে!



নাস্তিকের দল এইবার বল

সফলতাগুলি থাকে কোনখানে?

স্রস্টা নাই স্রস্টা নাই বলে চেচাইছো সবখানে।

মানুষের কানে বিষ ঢেলে ঢেলে

কোন সে দায়ভার!

প্রভুবিহীন অশান্তদিন কোন সে সফলতার!

শেষ ভাল যার সব ভালো তার একেবারে মিছে নয়

কত নাস্তিকে আস্তিক হলো ভেবেছেন মহাশয়?

এসব কেচ্ছা সবাই জানে মিথ্যে কিছু নয় ।



তবু করি এই মিনতি

দাঙ্গা ফ্যাছাদের হোক না ইতি।



আবারো বলি

মুসলভাইয়েরা নামায পড়

হিন্দুরা দাও পূজা ;

নাস্তিকের দল মনের সুখে

টানতে পারো গাঁজা।



দাঙ্গা কেন? রায়ট কেন? ক্রুসেড কেন হবে ?

সবার জন্য স্রস্টা মহান

ঢেলেছেন করুনাজল এই ভবে ।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

যেযং‡ঙ ের্অ রনচদ বলেছেন: দাঙ্গা কেন, রায়ট কেন, ক্রুসেড কেন হবে ?
সবার জন্য স্রস্টা মহান রয়েছেন এই ভবে ।

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার আহ্বানে যেন সাড়া দেয় মৌলবাদী ও ধর্মান্ধ সমাজপতিরা।

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। আর শুভকামনা থাকলো ।

৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

সোহানী বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা.... মৌলবাদী ও ধর্মান্ধদের যে শিক্ষার দরকার তা কখন দিবে আমাদের সমাজ/সরকার/বুদ্ধিজীবিরা !!!!

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি জানিনা সোহানী আপু ।আমার মনের মধ্যে ব্যাপক ক্ষোভ মনে হচ্ছে আন্দোলণে ঝাপিয়ে পড়ি। অভিজিৎ একজন ব্লগার ছিলেন। একজন ব্লগার হিসেবে ব্যাপারটা দারুন কষ্ট দিচ্ছে ।

ব্যাপারটি কিন্তু ব্লগারদের উপর আক্রমন নৃশংস আক্রমন ।

উনার সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই ।

কিন্তু তার এভাবে মরতে হবে কেন?

দেশে কি আইন শৃঙ্খলা বলতে কিছু ।

ধরুন বই মেলায় গেলাম কুপিয়ে জখম করে দিলো । আর আমি মরে গেলাম । তারপর শুরু হয়ে গেল অতীতের কাসুন্দী । বিচারের মালিক তো একজন আছেন নাকী ?

হত্যা করতে হবে কেন ?

৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৩

তোমোদাচি বলেছেন: মুসলভাইয়েরা নামায পড়
হিন্দুরা দাও পূজা ;
নাস্তিকের দল মনের সুখে
টানতে পারো গাঁজা। ;)

এই লাইন গুলি চরম হইছে... চমৎকার কবিতা !

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার নাস্তিকরা কিভাবে নেয় ভাবছিলাম তবে তাদের হেয় করতে চাইনি ওটা তার মনের খুশিমত করুক ।ছন্দ মেলানোর জন্য ওভাবে লিখা ।

৫| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



পদ্য আর কবিতা এক নয়! কবি হলো সমাজের সত্বা, মানবতার বিবেক

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.