নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চৈত্র বেলায় বৈশাখি ঝড় বইছে!
তবে কি ধরে নেব তাতে অনিয়মের প্রতিবাদ চলছে।
বৃষ্টিরজল তবে ধরণীর ক্রন্দনজল দুঃখ বুকে বইছে!
বজ্রধ্বনি ! অন্যায়ের বিরুদ্ধে সুতীব্র শ্লোগান,মিছিলের ঝংকার তুলছে।
কালবৈশাখী ঝড় অসময়ে এসে অশুদ্ধ চোখে ধূলো ছিটিয়ে দিচ্ছে।
বিজলীর আলো তার চোখ রাঙানী ,পথে জমাজল অবরোধ;
চিরন্তন নিয়মের ব্যাত্যয়ে সে যেন প্রকৃতির বিক্ষোভ।
কোকিলের চৈতালী গানে আসেনি সুখ পাখি
তাই বুঝি চলে বৈরী আবহাওয়া আর লোডশেডিং এ আধারের মাতামাতি।
বিজলীর ঝলকে উদাসী প্রেমিকার ঠোঁট বিবেচনাহীন কইছে
তারই প্রতিবাদে এই চৈত্র বেলায় বৈশাখী ঝড় বইছে ।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: অনিয়ম শেষ হয়ে তবেই ঝড় থামা উচিৎ।
কেউ খাবে কেউ খাবেনা তা হবে না তা হবেনা ।
১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝড়টি যদি পারত সব ধূয়ে মুছে দিতে!
প্রকৃতিতে যে নিষ্ঠায় সে সব উল্টে পাল্টে দেয়
যত জীর্নতা যতপুরনোরে ঝেটিয়ে বিদেয় করে দুমড়ে মুচড়ে
মানুষের মনেও উঠুক এমন ঝড়!
যত নোংরামো, লোভ, আর মিথ্যা
ধূয়ে মুছে যাক- এক অনাগত সোনালী সুন্দর বাংলার স্বপ্নে।
++++++++++
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট বিদ্রোহী ভিগু। যে বিদ্রোহী ভিগু ভগবান বুকে লাথি মারে আমি তাকে প্রণাম করি ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
ঢাকাবাসী বলেছেন: যদি তাই হতো!
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এমনটিই হওয়া উচিৎ ।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতাও প্রতিবাদ করছে । ++
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন:
সেলিম ভাই এগিয়ে চলুক, আমরা আছি আপনার সাথে।
কবিতা ভাল্লাগছে।
আপনারে দিয়া কিছু কবিতা ইংরেজী অনুবাদ করানোর প্রার্থনা জানামু নাকি ভাবতেছি। অসুবিধা না থাকলে গোপনে একে একে হাজারটা পাঠাইয়া দিমু।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: অনুবাদ কি করবো ? এমনিতেই কবিতা মাথায় ঘুরঘুর করে। সেসব পড়লে আরো বেশি কবিতা ঘুরঘুর করবে।
সুন্দর প্রস্তাবনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮
মনিরা সুলতানা বলেছেন: প্রতিবাদ প্রতিশোধ ...
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবাদ ।ব্যাপক খানাপিনার আয়োজন চলছে। আমার জন্য খাবার নেই ।
তার প্রতিবাদে এই কবিতা ।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: মানা করা হইলো, নাকি বুঝানো হইলো অসুবিধা নাই?
ইমেইল কিন্তু জানাই আছে।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রস্তাবটি ভাল কিন্তু সময় কোথায় এত ? তাছাড়া আমি শিক্ষক নই যে দিনে দুইঘন্টা পড়িয়ে সারাদিন ফ্রি। ৯টা-৫টা অফিস করে সময় বেড় করা অনেক কঠিন সুপ্রিয় ব্লগার ।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ...... ঝড় ঝাপটাও আজকাল প্রতিবাদ করা শুরু করেছে দেখা যায় ..... ভয়াবহ ব্যপার !
ভালো লেগেছে কোবেতাটা হাল্কা রাগ, হতাশা, ক্রোধ, ক্রন্দনের এক সমন্বিত ফ্লেভার পেলাম মনে হয় ।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: হা অনেকগুলো ফ্লেভার এক সঙ্গে । সুন্দর ।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪
সুফিয়া বলেছেন: ভাল লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩০
কালের সময় বলেছেন: ভাল লেগেছেপ্রতিবাদ
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ঝড়টি না থামলেই ভালো হতো ।