নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অভিনন্দন
আপনার করে অর্পিত হলো আজি
দায়িত্ব সুমহান
আপনার তরে শুভেচ্ছা সুধি
আর সশ্রদ্ধ ছালাম ।
বর্ণিল শুরুতে উচ্ছসিত সবে
শেষটাও হোক ভালো
আপনার হাতে আমাদের পথে
লাগুক সাফল্যের আলো।
আসুক নব নব সফলতা
শুধু নব নব সুবারতা ।
বিদায়
বিদায়ের অনুভূতি লাগে যে কেমন
অকারণে শুধু পোড়ে কেন মন।
যারে যায় না ধরে রাখা ,
তবু কেন তাকে ঘিরে
এত মমতা মাখা;
বিদায়ের অনুভূতি অম্লমধুর
তাকে ঘিরে সব বিরহ কাতর
তবু চলে যায় যে বিষন্নমাখা;
বিরহের দহনে সে দারুন একা ।
বিরহ
শুধু আমিই পরে রই
অবজ্ঞার জ্বালা সয়ে
নেই যার কোন দয়া তবু
তাকে ঘিরে বিরহকাতর হই।
দ্বৈত
এত কাজের মাঝে
কিভাবে সে মনে আসে?
ভেবে ভেবে অবাক হই!
কোন সে চোরা পথে
ভর করে সে মনে
দুকলা হয়ে রই ।
২| ১১ ই মে, ২০১৫ রাত ১১:৩৪
অপ্রতীয়মান বলেছেন: ///বর্ণিল শুরুতে উচ্ছসিত সবে
শেষটাও হোক ভালো
আপনার হাতে আমাদের পথে
লাগুক সাফল্যের আলো।///
///আসুক নব নব সফলতা
শুধু নব নব সুবারতা ।///
এই লাইন কয়েক বিশেষ ভালো লেগেছে।
প্রথম প্লাস
১২ ই মে, ২০১৫ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১১ ই মে, ২০১৫ রাত ১১:৪৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা কবি।
কবিতা রচনার প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন বক্তব্যে।
এটি একটি বিদায় অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠানের অনুভূতি থেকে লিখা ।
আমার পক্ষপাত বিরহে
শুধু আমিই পরে রই
অবজ্ঞার জ্বালা সয়ে
নেই যার কোন দয়া তবু
তাকে ঘিরে বিরহকাতর হই।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
১২ ই মে, ২০১৫ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ১২ ই মে, ২০১৫ রাত ১২:২২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুকবিতা । ভাল লেগেছে । ++
১২ ই মে, ২০১৫ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:০১
এফ.কে আশিক বলেছেন: কবি সেলিম আনোয়ার ভাইয়া অসাধারণ লিখেছেন.............
ভাল লাগল.........
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭
অসাধারন সমীকরণ বলেছেন: আপনার লেখা সবসময় ভালো লাগে।।। শুভ কামনা রইলো,,, সুস্থ থাকুন আর এমন অজস্র কবিতা লিখুন।।।
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । আপনিও ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৫ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এটি একটি বিদায় অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠানের অনুভূতি থেকে লিখা ।