নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
১
তুমি দূর নক্ষত্র এখন
খোলা চোখে ভাসো
দূরাশার আঁধারে
তুমি চাইলেই বর্ষা হতে পারো
তপ্ত মরুর বুকে
নিরাশার পাথারে।
আকাশলীনা তুমি ক্রমাগত দূরাকাশ
আমি খোলা প্রান্তরে একখন্ড ঘাস ।
২
নয়নে নয়নে জল
করছে টলমল
তাতে হয়না অশ্রুপাত
নয়নের বুকে জমিয়ে রেখেছি
অবাক শোকপ্রপাত ।
৩
নিরবতার চাদরে রেখেছি ঢেকে
নিদারুন ব্যথার পাহাড়
নিরবে নিরবেই সাঙ্গ হবে বুঝি
জীবনের দায়ভার ।
৪
দিনে দিনে কেবল বেড়েছে দেনা
হৃদয়ে পাল তুলি
কেমন করে শুধাইবো ঋণ
প্রচেষ্টার পাখা মেলি ।
১৫ ই মে, ২০১৫ সকাল ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:৩৬
সুমন কর বলেছেন: নিরবতার চাদরে রেখেছি ঢেকে
নিদারুন ব্যথার পাহাড়
নিরবে নিরবেই সাঙ্গ হবে বুঝি
জীবনের দায়ভার ।
প্রতিটি সুন্দর। ১ম ভালো লাগা।
১৫ ই মে, ২০১৫ সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধনআযবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৮
কালের সময় বলেছেন: সুন্দর অনুকবিতা
১৫ ই মে, ২০১৫ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: ২ নাম্বারটা সবচেয়ে বেশি ভাল লেগেছে।
আমি বুঝিনা বাকি কবিতাগুলোয় কেন জীবনাবন্দ কিংবা নজ্রুলের ছাপ রাখবেন? আকাশলীনা শব্দটা ইদানিং খুব ব্যবহার হচ্ছে। আর দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা নজ্রুলের. কোন একটা কবিতায় পাই
১৫ ই মে, ২০১৫ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: রবি ঠাকুর জীবনানন্দ নজরুল পড়েই তো বেড়ে ওঠা ।তাই কবিতা তাদের ছাপ চলে আসে । কোনটা কার সঙ্গে মিলে গেল ভাবনা অবকাশ রাখিনা । এর একটি কারণ কবিতাকে ফ্লোয়েন্সি দেয়া । নদী যেমন আপন গতিপথে চলতে থাকে । কবিতাও নিজস্ব গতি পথে স্বাধীন ভাবে চলুক । ওকে বাধাগ্রস্ত করতে চাইনা । নজরুলের জন্মদিনে আমার জন্ম তাই জন্মগত ভাবেই রাশির প্রভাবে তার সঙ্গে অনেক কিছু মিলে যেতে পারে । যদিও রাশি ডাস্নট মেটার টু রাইট পয়েম ।
৫| ১৫ ই মে, ২০১৫ রাত ২:০৩
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ২ নাম্বারটাই বেশ
১৫ ই মে, ২০১৫ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেনটে ও পাঠে ধনবাদ ।
৬| ১৫ ই মে, ২০১৫ রাত ২:৩৭
একলা ফড়িং বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম! ব্লগেই আসা হয়নি অনেকদিন। অনুকবিতা প্রথম দুটো বেশি ভালো লাগল।
আকাশলীনা তুমি ক্রমাগত দূরাকাশ
আমি খোলা প্রান্তরে একখন্ড ঘাস...
দারুণ! তৃতীয় ভালো লাগা।
১৫ ই মে, ২০১৫ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেনটে ও পাঠে ধনবাদ
৭| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুকাব্যে ভালো লাগা।
১৫ ই মে, ২০১৫ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেনটে ও ভালো লাগায় ধনবাদ
৮| ১৫ ই মে, ২০১৫ সকাল ৮:৩৫
এম এ কাশেম বলেছেন: সব ক'টি চমৎকার
শুভেচ্ছা সেলিম ভাই।
২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও ভাল লাগায় ।
৯| ১৫ ই মে, ২০১৫ সকাল ৯:০৫
এন জে শাওন বলেছেন: চমতকার কবিতাগুচ্ছ। অভিনন্দন আপনাকে।
২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৫ ই মে, ২০১৫ সকাল ১১:১৭
জুন বলেছেন: আমি খোলা প্রান্তরে একখন্ড ঘাস ।
২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১১| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:৪৫
শতদ্রু একটি নদী... বলেছেন: ১ আর ২ বেশ ভালো। জীবনানন্দের ঘরানা আছে কিছুটা। ++
২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: নির্বাচিত পাতায় পোস্ট দেখতে পেয়ে জানাই অনু সাহিত্যআসরে সাদর অভিনন্দন ।
২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।
১৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আকাশলীনা তুমি ক্রমাগত দূরাকাশ
আমি খোলা প্রান্তরে একখন্ড ঘাস ।
ভালো লাগলো সেলিম ভাই। ++
২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাল লাগা ।নিরন্তর শুভকামনা ।
১৪| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা, বিরহ, অনুশাচনা, ক্রমেই ছোট হয়ে আসছে বক্তব্য?
২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সময় কম গ্যাঞ্জাম বেশি ।
১৫| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কথাগুলো ভালো লেগেছে, কবি! শুভেচ্ছা জানবেন।
২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ মইনুল ভাই ।
১৬| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন: পুরো কবিতাতেই ভালো লাগার পরশ । অসাধারণ লেখেছেন বড়ভাই। পাঠে ধন্য হলাম।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ভ্রমরে ডানা । ভাল থাকবেন সবসময় ।
১৭| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১:৫৪
নয়ন বিন বাহার বলেছেন: অনুকবিতা পাঠে বেশী পরিমানে আনন্দ পেলাম ভাই, ভাল লাগল.........
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৮| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিরবতার চাদরে রেখেছি ঢেকে
নিদারুন ব্যথার পাহাড়
নিরবে নিরবেই সাঙ্গ হবে বুঝি
জীবনের দায়ভার । সুন্দর....
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক কবি।
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
আকাশলীনা তুমি ক্রমাগত দূরাকাশ
আমি খোলা প্রান্তরে একখন্ড ঘাস ।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২০| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: চমৎকার কয়েকটি অনুকবিতা। অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা নিরন্তর কবি।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:৩১
কলমের কালি শেষ বলেছেন: অনুকবিতায় ভাললাগা । ++