নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুই ভুল করেছিলি
আমিও বাধ্য হয়ে ভুলে গেলাম
নিত্য নতুন ভুলে মহাভুল হিসেবে
প্রতিষ্ঠিত হতে থাকলাম!
ভুলের মাশুল গুনছিলাম একের পর এক।
একদিন তুইও মাশুল দিয়েছিলি ।
জানলাম তুই আবারো ভুল করছিস
তাই আমিও অনন্যোপায় হয়ে ভুলের দিকে প্রবল বেগে ধাবমান।
জানি তুই আবারো খেসারত দিবি
তোর কারণে নিরুপায় আমিও দিতে থাকবো—একের পর এক।
ভুলে কি গেছিস?
তোর ভুলের পরিনামে এক আকাশ নক্ষত্র পরিমান ভুল হলো ।
আর কতগুলো ভুল হবে?
ভুলের একটাই প্রতিফল জানি,
খেসারত দিতে হয় অনেক!
আর খেসারতের জীবনে সাফল্য সুদূর পরাহত ।
শান্তিরা থাকে শীত নিদ্রায়
ভুলো ফুলের বনে ফুল নেই শুধু কাটার আঘাত তাতে সুস্পষ্ট ।
২৭ শে মে, ২০১৫ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:২২
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
২৭ শে মে, ২০১৫ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:২৪
এরিসপ্লেটো বলেছেন:
ভুলগুলো সব ফুল হোক, ইটের পরেই বসুক ইট।
২৭ শে মে, ২০১৫ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৩৭
অরুদ্ধ সকাল বলেছেন: বাহ! দারুন তো
২৭ শে মে, ২০১৫ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:১২
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার - ভুল নিয়ে কবিতা। ভুলে ভুলে ছেয়ে গেছে ভুলো বন, সেখানে শুধুই কাঁটা,নেই ফুল,নেই সুখ।
কবিতার ভাবটা ভাল লেগেছে।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:১৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে । ++
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
৩ নং মন্তব্যের এরিসপ্লেটোর সাথে একমত ।
নিুর্ভুল থাকুন ।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৮ শে মে, ২০১৫ ভোর ৬:৪৮
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ভুলের একটাই প্রতিফল জানি,
খেসারত দিতে হয় অনেক![/sb.....বাস্তব!
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।হ্যা ভুলের মাশুল গুনতে হয় অনেক ।
৯| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৪
দীপংকর চন্দ বলেছেন: কবিতায় ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ দীপংকর চন্দ ।
বহুদিন ব্লগে দেখছিনা ।
১০| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লিখেছেন। ভুলের প্লাটফর্মে দুজনার অবিরত ছুটে চলা, কিন্তু গন্তব্য কি এক?
ভালো থাকুন কবি ভাই, শুভকামনা নিরন্তর।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: গন্তব্য এক আবার ভিন্ন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:১২
তুষার কাব্য বলেছেন: চমৎকার কবি । ভালো লাগলো খুব।