নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই জীবনের লক্ষ্য কি ?

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

এই জীবনের লক্ষ্য কি ?
তা ভেবেছি বহুদিন ।
জীবনের যে চক্র আছে দেখছি প্রতিদিন ।
জন্ম থেকে মৃত্যু
গ্রীষ্ম থেকে শীত
সবই চিরন্তন নিয়মে চলছে ঠিক ঠিক।
শিশু থেকে বৃদ্ধ জীবনে
একই নিয়মে
বিধাতা এ জীবন সাজিয়েছেন পরম যতনে।
যৌবনের রাগে যে জীবন মিথ্যে ছলনায়
শেষটাও তার ছন্দপতন দারুন নিঠুরতায়।
যাদের জীবনে আছে পরকাল ,অনন্ত আখেরাত
তাদের জীবনে ভর করে নরক ভীতি স্বর্গের অভিলাষ ।
একই জীবন একই সুরে গাইছে যেন গান
তবু কেন এত ভেদাভেদ মনে তোমাদের শোধালাম ।
যারা ভাবেন স্বাধীন তারা মেধা ও মননে
তারা কি ভাই স্বয়ংসম্পূর্ণ মানবসমাজ বিহনে।
স্রষ্টা যখন সৃষ্টি করেছেন পরিপূর্ণ জীবন বিধান
সেসব নিয়ে স্বাধীন ভাবা কতটুকু অর্থবান ।
সময় ফুরিয়ে যায়
বিদ্যুৎ বেগে প্রায়
জীবনও যায় ফুরিয়ে ;
ক্ষুদ্র সময়েই সঠিক লক্ষ্যে
যেতে হবে বাধা পেরিয়ে ।
এই জীবনের লক্ষ্য কি তা
তা ভেবেছি প্রতিদিন
সময় যে ভাই মুক্তোর মত দামী
অপচয়ে মূল্যহীন ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:

মোল্লা শফির গজল?

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সেলিম আনোয়ার গজল :)

২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: সময়ের দাম যে জাতি বোঝেনা সে জাতির কপালে কি থাকে দেখতেই পাচ্ছি!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ । সময়ের দাম না দিলে পস্তাতে হবে ্

৩| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

তারছেড়া লিমন বলেছেন: কোন লক্ষ্য নাই........... জগৎটাই মায়া অযথা মায়া বেশি বাড়িয়ে লাভ কি?

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । যথা সময়ে সব কিছু করতে হয় ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: ছন্দময় জীবনের লক্ষ্য, ভালো লাগল।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাতে সুকৌশলে প্রিয়তমা সময়ের গুরুত্ব বুঝানো হয়েছে ।যেন সময় নষ্ট না করে লুল সম্রাটের গলায় ঝুলে পরে । :) এবার বুঝলেন লুল সম্রাট কেন আমি ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

সুফিয়া বলেছেন: সময় যে ভাই মুক্তোর মত দামী
অপচয়ে মূল্যহীন ।
ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মহান অতন্দ্র ।

৭| ০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দারুণ অর্থবহ কবিতায় ভালোলাগা রইল কবি ভাই।

জীবনও যায় ফুরিয়ে ;
ক্ষুদ্র সময়েই সঠিক লক্ষ্যে
যেতে হবে বাধা পেরিয়ে ।


ভালো থাকা হোক প্রতিদিন, প্রতিক্ষণ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি জীবন মূল্যবান । সময়ও মূল্যবান । সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৮| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০

তুষার কাব্য বলেছেন: অনেকদিন পর আসলাম । চমৎকার লাগলো কবি ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।ব্লগে সুস্বাগতম ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

হামিদ আহসান বলেছেন: সময় খুবই কম ......

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আর জীবন অনেক ছোট ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

রিকি বলেছেন: জীবনও যায় ফুরিয়ে ;
ক্ষুদ্র সময়েই সঠিক লক্ষ্যে
যেতে হবে বাধা পেরিয়ে ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । সময় অল্প । এর সদ্ব্যবহার করতে হবে ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর !!

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.