নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।
আমার ভাবনার সীমা আছে আছে পরনির্ভরতা
আমার নিউরনে যত অযাতিত ভাবনা জানি সেসব মূর্খতা।
আমার একটা সমাজ আছে আছে একটা দেশ
তাতে কিছু রীতিনীতি আছে ,আছে কিছু নির্দেশ।
আমার একটা ধর্ম আছে ,আছেন মহান স্রষ্টা
তার মনোনিত রসুল আছেন তিনি যে সুপথ দ্রষ্টা।
গল্প কবিতা গানে এ মনে স্বপ্নরা খেলে যায়
শব্দ শব্দ খেলায় অবসর কেটে যায় ।
মানবেরে ভালবাসি , ভালবাসি ভালবাসা
তাদের সেবায় করলে কিছু মিটে মনের আশা।
মনগড়া কিছু প্রতিবন্ধকতা
মানবজীবন বিষিয়ে তুলে গড়ে তুলে বিভেদ গাঁথা।
সেগুলো লাগেনা ভালো
এ যে স্রষ্টার নির্দেশ অন্ধজনে দেহ আলো ।
অন্যায়ের প্রতিবাদে নেই কোন অধর্ম
মনে লাগেনা ভয় করতে সেসব কর্ম ।
মানব হত্যা মহাপাপ এই কথাটি মানি
বাকস্বাধীনতা মানবধিকার সেই কথাটি জানি।
এমন ভাবনা এ মন ধারণ করে
এমন কেহ নাস্তিক হয় কি করে ?
তবু বলি ব্লগার যদি কেবলই নাস্তিক হয়
যৎসামান্য মানুষ আমি আমি তো ব্লগার নই ।
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: নাস্তিকরা এখন নিজেদের মুক্তমনা বলেন। কয়দিন পর মুক্তমনা শব্দটি যখন ঝুকিপূর্ণ মনে হবে তখন তারা তাদের শুধুমাত্র ব্লগার দাবী করবে । তবে নিজেকে আগে থেকেই সরিয়ে ফেলা বেটার ।
২| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: মানুষ আমি আমি তো, ব্লগার নই
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের ৯০ ভাগ মানুষ আস্তিক । এবং শান্তি প্রিয়। দুই চারজন জ্ঞানপাপী খ্যাতি অর্জনের জন্য ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা করেন । ধর্ম সম্পর্কে তাদের কোন নলেজ নেই । তাদের কারণে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় ।আর মৌলবাদীরা তাদের হত্যা হরেন ।তারা পত্রিকার খবর হন । মৃত মহাপন্ডিতের লেখা গুলো পত্রিকায় আসে ।তাদের লেখাগুলো পড়ে মানুষদের ধারণা দিনে দিনে স্পষ্ট হতে থাকে ব্লগাররা নাস্তিক ।ধর্মবিদ্বেষী ।ব্লা ব্লা ব্লা ।তারা মরে ব্যাপারটা আরো প্রতিষ্ঠিত করছেন । হত্যা করে মৌলবাদীর উপস্থিতিও নিশ্চিৎ হচ্ছে। ফলে দেশটা জঙ্গিদেশের ট্যাগ খেতে চলছে । এই দুই উগ্রবাদী শক্তি তারা সবাইকে বিপদগ্রস্ত করে তুলছে।
এর থেকে পরিত্রান কি ভাবে সম্ভব আমার জানা নেই ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১
আমি মিন্টু বলেছেন: সরী সেলিম ভাই ক্ষমা করবেন আমি নিজেও ব্লগার নই এবং আমার মনে হয় আমরা কেওই ব্লগার নই ।
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । কত ব্লগার আছেন যারা কেবল রান্না নিয়ে লিখছেন । কেউ শুধু ভ্রমন নিয়ে । কেউ আছেন গল্প কবিতা রম্য নিয়ে।কেউ লিখছেন ফিচার । কেউ মুভি রিভিউ।
নির্বাচিত পাতায় ধর্ম বিরুেধী কোন পোস্ট পাওয়া যাবে না । অথচ ব্লগাররা নাস্তিক ব্যাপারটা প্রতিষ্ঠিত প্রায় ।
এর থেকে পরিত্রাণের উপায় কি ?
সব ব্লগার মুচলেকা দিবে আমিতো ব্লগার নই ।
৪| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯
এরিক ফ্লেমিং বলেছেন: যারা মরছে অার যারা মারছে তারা কেউই সঠিক কাজটা করছে না।
এমন কি হতে পারে, "কেউ" কতিপয় ব্লগার কে টাকা-পয়সা, ধন-সম্পদ, প্রবাসে যাওয়ার সুযোগ সুবিধা, অাধুনিক উন্নত জীবনের লোভ দেখিয়ে সুপ্রতিষ্ঠিত সার্বজনীন বিষয়গুলো নিয়ে বিতর্কিত লেখা লিখাচ্ছে অাবার এরাই গুপ্তঘাতক দিয়ে এদের হত্য করে ধর্মের (হতে পারে কোনো নির্দিষ্ট ধর্ম) উপর কালিমা লেপন করছে।
এমনটা হতে পারে কি?
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারদের দারুন একটা প্লাটফরম হওয়ার সুযোগ ছিল । যেখানে দাড়িয়ে দেশের দশের কল্যাণে কাজ করা যেত । রজনীতির উর্দ্ধে থেকে শুধুমাত্র দেশের জন্য ।গণতন্ত্রের জন্য মানবের জন্য । দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে । শীতার্ত বণ্যার্ত দরিদ্রদের কল্যাণার্থে। সেই পথ বন্ধ করে দিচ্ছে কিছু সংখ্যক সাইকো । এ বালতি পানির মধ্যে এক ফোটা মূত্র যেমন পুরো বালতি শুদ্ধ পানিকে কলুষিত করে ঠিক তেমন ।
টাকা পয়সার খবল জানিনা । খ্যাতি নামের ব্যাপারটা সবচেয়ে সহজ ধর্মের বিরুদ্ধে লিখতে পারলে । ওটারই সুযোগ নেয়া । সবচেয়ে কম মেধা কম পরিশ্রমে প্রসিদ্ধ হওয়ার এর চেয়ে সহজ কোন উপায় নেই । তাই ওই অবলম্বণ করা হচ্ছে ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
অপ্রকাশিত কাব্য বলেছেন: অসাধারন।
কবিতার কথা গুলো মনঃফূত
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই ।
৬| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময়োপযোগী চমৎকার কবিতায় ভালোলাগা রইল। আসলে বর্তমানের সার্বিক প্রেক্ষাপটে মনে হয়, আমরা কেউ বুঝি আর মানুষ নই...
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: খারাপ বলেন নি । মানুষ হলে মানুষের জীবনের দাম থাকতো । একজনকে হত্যা করা এতটা সহজ হত না ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: সময়োপযোগী চমৎকার লিখেছেন, কবি।
ভালো লাগল।
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় আর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: খুবই চমৎকার। কবিতা হিসেবে না, বক্তব্য কিংবা মতামত হিসেবে ভালোলাগা রইলো।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগেনি এটা কবিতা নয় বোধ হয় ।বিরক্তি থেকে উদ্ভুত কথা । বক্তব্য ভাল লাগায় ধন্যবাদ ।
৯| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hmm.
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কয়েকজন উস্কানী দাতা উগ্র মস্তিকের সুবিধা বাদী মরে সবার গায়ে কালিমা লেপন করে যাচ্ছে । এটা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ নয়। নিজে মরে গিয়ে আরও দশজনের মারা যাওয়া নিশ্চিৎ করা । জীবন দিয়ে হলেও ব্লগারদের নাস্তিক প্রমান করা । আর একটা অপশক্তি তাদেরকে হত্যা করছে । এক জন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করছে । অনেক উদ্যমী ব্লগার নিজেদের আর ব্লগার বলে দাবী করেন না ।
১০| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
মহান অতন্দ্র বলেছেন: "ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।" সুন্দর কথা। শুভ কামনা কবি।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: তথাকথিত মুক্তমনা নামে দেশে অস্থিতিশঅল পরিস্থিতি সৃষ্টি কারীরা এখানে কমেন্ট করবে না জানি । তবে আমার মত আস্তিক তারা সবাই কমেন্ট করবে । আমার বিশ্বাস নাস্তিকদের সংখ্যা গুটি কয়েক । বাকী সবাই আমার মত স্রস্টাতে বিশ্বাস কারী । সহজ কথায় বলতে গেলে আস্তিক ।মোট ব্লগারদের ৯৮% হবে আমার মত আস্তিক ।
১১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ভালো লাগলো কথা গুলি
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগিং মানে নস্তিকতা ব্যাপরটি জনমনে গ্রথিত। এই ভ্রান্ত ধারণা দূর করবে কে ও কিভাবে? ব্যাপারটি দিনকে দিন জটিল হয়ে ওঠছে। এ অবস্থা থেকে উত্তরণ আবশ্যক। সত্য উদ্ভাসিত হোক । মিথ্যা ধ্বংস প্রাপ্ত হোক । সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।
১২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০
হাবিবুর রাহমান বাদল বলেছেন: অন্তরের অন্ত স্তর থেকে উৎসারিত পংতিমালা গুলো আমার মনের গহীনে বাস করছে অন্য সকল বিশ্বাসীদের মতই। সেই জন্যই সকলের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই
"ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।"
০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার একাত্নতা প্রকাশে ধন্যবাদ ।আমি নিজেকে মুসলমান হিসেবে দাবী করি। আমি নিজেকে মানুষ হিসেবে দাবী করি । এবং কখনোই অবৈধ মানব হত্যা সমর্থন করি না ।
আপনার কোটেড অংশে আমি কম্প্রোমাইজ করতে নারাজ ।
আমার জোরালো অবস্থান " তাহলে আমি ব্লগার নই" ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫
প্রামানিক বলেছেন: তবু বলি ব্লগার যদি কেবলই নাস্তিক হয়
যৎসামান্য মানুষ আমি আমি তো ব্লগার নই ।
চমৎকার কথামালা। ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমার মত অখ্যাত মানুষের ব্লগে এত কমেন্ট একটা ম্যাসেজ দিচ্ছে । আর সেটি হলো তথাকথিত জ্ঞানপাপীদের বর্জন করা । মানুষ কোন নৈতিক ইস্যুতে রাজপথে দাড়াবে ।কিন্তু এ ধরণের ব্যাপারে কনফিউজ হওয়াটা স্বাভাবিক । হত্যার বিচারের দাবীতে না কি নাস্তিকতা উগ্র ধর্ম বিরুধিতার পক্ষে দাড়াবে ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৭
ফুলফোটে বলেছেন: অনেক সুন্দর ও ভাল একটা লিখা...ধন্যবাদ ...
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফুল ফোটে । ভাল থাকবেন ।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: দুই চারজন জ্ঞানপাপী খ্যাতি অর্জনের জন্য ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা করেন । ধর্ম সম্পর্কে তাদের কোন নলেজ নেই আছে পশ্চিমা দেশে আশ্রয়ের হাতছানি।। আমারতো ছবি মত সুন্দর একটি দেশ আছে,তাই আমি যাবো না তাদের মন-পছন্দের লেখা লিখতে।।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন সচেতন হ্যাপী । ভাল লাগলো আপনার কমেন্ট ।
১৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভেতরকার ঘোরপাক খাওয়া এ ভাবনাগুলো তুলে ধরবার জন্য। "কয়দিন পর মুক্তমনা শব্দটি যখন ঝুকিপূর্ণ মনে হবে তখন তারা তাদের শুধুমাত্র ব্লগার দাবী করবে " একমত পোষণ করছি।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য । এর একটা প্রতিকার হওয়া উচিৎ। সব ব্লগার যে নাস্তিক নন। খুব অল্প সংখ্যক ব্লগার নাস্তিব ব্যাপারটি জনসম্মুখে প্রকাশ করা দরকার ।
এটলিস্ট ব্লগার মানেই যে নাস্তিক এই ধারণা থেকে তাদেরকে বের করতে হবে । এজন্য প্রিন্টিং মিডিয়া ইলেক্ট্রনিক মিডিয়া ভূমিকা রাখতে পারে । একটি সত্যকে প্রতিষ্ঠিত করা সবার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি ।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪
পাগলা সাইফুল বলেছেন: ভালো লাগলো
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ । ওরকমটা হলে আমি আসলেই ব্লগার নই । বাংলাদেশের প্রেক্ষাপটে অমন ব্লগার ও ব্লগিং সুখকর কিছু বয়ে আনবে বলে আমি মনে করিনা । অনর্থক অশান্তি কারই বা ভাল লাগে ।
সঙ্গে থাকার জন্য আবারো ধন্যবাদ ।
১৮| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২
কালো যাদুকর বলেছেন: ভাই আপনি ব্লগার নন। একজন মুক্ত চিন্তার মানুষ। ব্লগ শব্দটা বেশী সিমাবদ্ধ। কবিতা ভাল হয়েছে।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
আপনি মানুষ তারপর ব্লগার।
কোন মানুষই নাস্তিক নয়।
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২০| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫
আমিনুর রহমান বলেছেন:
দারুন হয়েছে কবিতা সেলিম ভাই।
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আমিনুর ভাই একজন মানুষ মেরে ফেললে তো সব শেষ হয়ে গেল । নাস্তিকি করণ করতে চান তারাও তাকে আর নাস্তিক করতে পারবে না । আর যার ধর্ম নিবেদিত ।তারাও তাকে ধার্মিক করতে পারবেন না । এরকম হত্যায় লাভবান হলো কে?
ব্লগিং করতে হলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে এমনতো কোনদিন শুনিনি । এসমস্ত উদ্ভট কথাবার্তা আর ট্যাগিং ব্লগারেদের খেতে হবে কেন ? এসব অবান্তর মনে হয় আমার কাছে ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।
২১| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন লিখেছেন কবি!
ধর্ম খুব সেনসিটিভ ইস্যু হওয়ায় কুচক্রীরা বারবার এটাকেই ব্যবহার করে দেশটাকে অস্থিতিশীল, জঙ্গি ট্যাগিংয়ের ধান্ধায় আছে! তাদের ফাদে পা দিচ্ছে লোভি তথাকথিত নাস্তিকেরা আর মাথামোটা মৌলবাদী উভয় পক্ষ! মন্তব্য ৯এর উত্তরে শতভাগ সহমত।
বাসায় রিতিমতো আপত্তি শূরু হয়েছে দরকার নাই ব্লগিং করার!
কি ভিষম বিপদ! বলেন দেখি!
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগাদের রীতিমত নাস্তিক তকমা ধরিয়ে দেয়া হয়েছে । আপনার পরিবারই আপনাকে ব্লগিং করতে নিরুৎসাহিত করবে । ব্যাপারটা খুব কষ্ট দায়ক ।
কত পাপী তাপী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ব্লগাররা নির্দোষ হয়েও চরম দোষী ।
ব্যাপারটা মেনে নেয়া যায় না ।
২২| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: @ ভৃগু............. শান্তির ধর্মের চাপাতিবাজরা আপনারে চেনে।
আপনার কোন ভয় নেই, ওরা আপনারে আর কিছু বলবে না।
তারপর আপনি তো হিন্দু না।
ওরা মনে হয় আর মুসলিম ব্লগারদের কিছু করবে না
২৩| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
মাসূদ রানা বলেছেন: চমৎকার লিখেছেন সেলিম ভাই । প্লাস ।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও সঙ্গে থাকার জন্য ।
২৪| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬
-সাইরাস বলেছেন: কবিতা, ভালো লেগেছে
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ব্লগারদের গা থেকে নাস্তিকের অভিশাপ দূর হোক ।
২৫| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮
অশ্রুত প্রহর বলেছেন: কবি অনেক ভাল একটি কবিতা লিখেছেন।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।ভাল থাকেবেন সবসময় এই কামনা থাকলো ।
২৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।"
রীতিমত ''কোট'' করার মত কটি লাইন ।
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার উপস্থিতি আমার জন্য প্রেরণাদায়ক গিয়াস ভাই ।
২৭| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
কোন ব্লগার তো বলেননি যে, সে সৃস্টিকর্তায় বিশ্বাস করে না।
আপানার আম্মাজনা খালেদা জিয়া বলেছেন যে, ব্লগারেরা নাস্তিক; আপনাকেও বলেছে!
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আস্তিক নাস্তিক নির্ধারণ কি এখন রাজনীতিবিদরা করে ?
আপনি নিজেকে কি দাবী করেন আস্তিক না নাস্তিক ?
২৮| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৪
শহুরে আগন্তুক বলেছেন: যারা সীমালঙ্ঘন করেছে এবং করছে তাদের কোন বিচার না হওয়াই বর্তমান এ অবস্থার অন্যতম কারণ ।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন স্বাধীনতাও ও লিমিট আছে সেটা তারা বোঝেন না । কঠিন আইনের আওতায় আনলে সব ল্যাঠা চুকে যেত ।
২৯| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২২
স্বাধীনতা_bd বলেছেন: আমিও ব্লগার নই.....! একমত।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আমিতো শর্ত জুড়ে দিয়েছি .....তবেই কেবল আমি ব্লগার নই ।
৩০| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
"ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।"
দারুণ হয়েছে সেলিম ভাই।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । কমেন্টে ও পাঠে ।
৩১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
তবু বলি ব্লগার যদি কেবলই নাস্তিক হয়
যৎসামান্য মানুষ আমি আমি তো ব্লগার নই ।
এটুকুই আসল ।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।
৩২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ ভক্তব্য.. আমি তাতে একমত
"ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।"
৩৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১
জেন রসি বলেছেন: কে বলছে আপনি ব্লগার না???
শুভব্লগিং
৩৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার হওয়ার সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই তেমনটি বুঝানোর চেষ্টা করেছি ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬
আবু শাকিল বলেছেন: দারুন ।
"ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।"