![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি বিরক্ত হচ্ছো খুব
আমার বিরুদ্ধে তোমার আছে শত অনুযোগ ।
তোমাকে আমি প্রেম করেছি প্রেম !!
এই অভিযোগের দন্ড কি জানাবেন?
প্রিয়ংবদা তোমার মিষ্টি কথায় চুমো ।
তোমার আঙুলে আঙুলে ভাবনারা এলোমেলো ।
তোমার চুলের দোলায় পথিকেরা পথ হারায়।
সকল ব্যথার মরণ হবে তোমার আলতো ছুঁয়ায়।
আজ ভালবাসার রক্তগোলাপ ফুটুক ।
আজ প্রেমের খেলায় চন্দ্র সূর্য মাতুক ।
বর্ষা হয়ে নামুক করুনা ধারা
এ হৃদয়ের তপ্ত মরুভূমি ভিজুক
হোক প্রেমে আত্নহারা ।
আজ ফুলেরা ফুটুক বনে
আজ প্রেমেরা খেলুক আমাদের দুজনের মনে ।
আজ হয়ে যাক বাধন হারা
দুটি মন আজ হয়ে যাক প্রেমে সারা ।
যদি তুমি চাও
যদি তুমি দাও।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মিষ্টি প্রেমময় পাঠ। ...... শুভকামনা ..
১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
লালপরী বলেছেন: আবেগি কবিতা খুব ভালোলাগলো ভাইয়া ।
১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের কবিতাতো আবেগি হওয়াটাই স্বাভাবিক । প্রেম মানেই আবেগ কবিতা ভাল লাগাতে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই। শুভকামনা রইলো।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৬
জেন রসি বলেছেন: সুন্দর।
শুভকামনা রইলো।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে ও পাঠে । নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
ট্রিলিয়ন লাইন লেখা হয়েছে এই বিষয়ে, তবুও বলার শেষ নেই!
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। আসলে প্রেমের নেই কোন শেষ ।
৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭
রোদেলা বলেছেন: তোমার আঙুলে আঙুলে ভাবনারা এলোমেলো ।
তোমার চুলের দোলায় পথিকেরা পথ হারায়।
সকল ব্যথার মরণ হবে তোমার আলতো ছুঁয়ায়-----------------------দারুন
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা কবি । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
প্লাবন২০০৩ বলেছেন: খুব ভালো লাগল সেলিম ভাই। শুভ কামনা।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা
৯| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫
রিকি বলেছেন: আজ প্রেমের খেলায় চন্দ্র সূর্য মাতুক ।
বর্ষা হয়ে নামুক করুনা ধারা
এ হৃদয়ের তপ্ত মরুভূমি ভিজুক
হোক প্রেমে আত্নহারা ।
ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
হামিদ আহসান বলেছেন: বাহ ........++
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে ।
১১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ হয়ে যাক বাধন হারা
দুটি মন আজ হয়ে যাক প্রেমে সারা ।
যদি তুমি চাও
যদি তুমি দাও।[/sb
আহারে... প্রেমে প্রেমময় আকাশ বাতাস চারিদিক।
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমময় সবখানে
সে জানে সে জানে ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর।