নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমরা সুখের ব্যঞ্জণা সৃষ্টি করতে পারি
অতীতের মায়াবন ভুলে;
আমরা ভবিষ্যৎ গড়তে পারি
ভালবাসার গোলাপ ফুলে।
আমরা সৃজিতে পারি
নতুন নতুন সব;
আমরা সুখের বনে করতে পারি কলরব।
অতীত সে তো অতীত,
হোকনা যতই বড়— বর্ণনাতীত।
বর্তমানই অতীত ভবিষ্যৎ গড়ে
বল বর্তমান কে অস্বীকার করতে পারে।
চল মধুর বর্তমান গড়ি
মরা অতীত দেখনবাক্সে ভরি।
দেখ ভিজে আছে এ তনু মন
ভালবাসার ষোলকলায় এসেছে মহেন্দ্রক্ষণ।
তাই আঙুলে আঙুলে হোকনা মধুর বেলা
ঐ দীঘল কালোচুলে লাগুক সুখের দোলা।
আমরা গড়তে পারি মহামিলন
মিষ্টি মধুর খেলায় ।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: আমরা গড়তে পারি মহামিলন
মিষ্টি মধুর খেলায় ।
খেলায় জয়ী হওয়া চাই।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: চল মধুর বর্তমান গড়ি
মরা অতীত দেখনবাক্সে ভরি।
চমৎকার আশাবাদী কবিতা। শুভেচ্ছা রইল।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময়ের পরিক্রমে বর্তমান সবচেয়ে যেমন দামী, তেমনই সবচেয়ে অবহেলিত। বর্তমানের মূল্য থাকে যখন এটা ভবিষ্যৎ ছিল তখন আর যখন অতীত হয়ে যায় তখন।
কবিতায় ভালোলাগা রইল কবি ভাই, ভালো থাকুন সবসময়।
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে ভাল লাগা । কবিতা পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৩
সুমাইয়া আলো বলেছেন: মিষ্টি প্রেমময় কবিতা ...... শুভকামনা .
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই।
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মরা অতীত দেখনবাক্সে ভর,,,,,,চমৎকার!!!
১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: বর্তমানই অতীত ভবিষ্যৎ গড়ে
বল বর্তমান কে অস্বীকার করতে পারে।
দারুন কথা গুলি ভাই।