নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভাঙবে যদি কোন কিছু
মান অভিমান ভেঙে দাও
সবার দুঃখ দূর করে
সুখপাখিটা শান দাও ।
ভাঙবে যদি কোন কিছু
অব্যবস্থাপনা ভেঙে দাও
সুনীতি সব প্রতিষ্ঠা করে
দেশ গঠনে মন দাও ।
ভাঙবে যদি কোন কিছু
মানুষের প্রভেদ ভেঙে দাও
সবাই মিলে একই ছায়াতলে
মনের সুখে গান গাও ।
ভাঙবে যদি কোন কিছু
শয়তানের আস্তানা ভেঙে দাও
সবাই মিলে রংমহলে
আনন্দ বিনোদনে মন দাও।
গড়তে হলে গড়বে সবাই
সহমর্মিতা আর সহাবস্থান
ইতর বিশেষ নেই মানুষে
সেটাই শান্তির সমাধান ।
চলে এসো
চলে এসো এখানে
এই ক্ষণিকের রংমহলে
পিপাসার্ত বোধের উঁঠুনে
ফিরে এসো কলতানে
আর মুখরিত করো
যেমতি মুখরিত গহীন অরণ্য
বসন্তের যৌবনে ।
অথবা হও খরস্রোতা নদী
ধূয়ে মুছে করো সাফ সব অপবিত্রতা
তাতে নিরবতার হোক সলিল সমাধি ।
পাখি হয়ে এসে কর কলতান
ফুল হয়ে ছড়াও ভালবাসার সুঘ্রাণ ।
বন্ধু হয়ে এসো
আত্নার প্রশান্তি হয়ে এসে
প্রতীক্ষার কর অবসান ।
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অথচ ভাঙা উচিত । আর ভাঙতে হবে আমাদেরই ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আহবানের ছন্দময় কবিতা । ভাল লেগেছে ।
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
অগ্নি সারথি বলেছেন: কবিতা ভাল হয়েছে কবি।
০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষ হয়ে আজ আমরা মানুষ খুঁজি।
লোভি মানুষে ভরপুর এখন।কেউ কারো ভালো সহ্য করতে পারেনা। নিজের সার্থ্য হাসিলের জন্য মানুষ পারেনা এমন কোন জঘন্য কাজ নেই।
সবার মানবিক বোধ জাগ্রত হোক।
০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
শামছুল ইসলাম বলেছেন: ভাঙ্গার গানের পরপরই কবি গড়ার গান গেয়েছেন।
কবিতায় কি যেন একটা থাকে, বুঝিয়ে বলতে পারি না। কিন্তু মনটা ভাল হয়ে যায়।
//ভাঙবে যদি কোন কিছু
মান অভিমান ভেঙে দাও
সবার দুঃখ দূর করে
সুখপাখিটা শান দাও ।//
//পাখি হয়ে এসে কর কলতান
ফুল হয়ে ছড়াও ভালবাসার সুঘ্রাণ ।
বন্ধু হয়ে এসো
এসো হয়ে আত্নার আত্নীয়
অনন্ত প্রতীক্ষার কর অবসান ।//
ভাল থাকুন। সবসময়।
০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: একটু চেঞ্জ করেছি সুপ্রিয় শামছুল ইসলাম । দুঃখিত ।
কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভাঙবে যদি কোন কিছু
অব্যবস্থাপনা ভেঙে দাও
সুনীতি সব প্রতিষ্ঠা করে
দেশ গঠনে মন দাও ।
এই জায়গাটুকুই কবিতাটির মাঝে সবচাইতে আকর্ষণীয়। দ্বিতীয়টার থেকে আমার প্রথমটা বেশি ভাল লেগেছে। পুরো কবিতাটাই সত্যের উপর গড়া। দ্বিতীয়টাও ভাল লাগত মনেহয় - যদি আমি কবিতা ভাল করে বুঝতাম।
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি ও সত্যি আহবান
সত্যি
সত্যি
সত্যি
৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার কিছু অংশ খুব ভাল লেগেছে যেনে ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "জন্ম থেকে জ্বলছি মাগো অার কতোদিন বলো সইবো,
এবার অাদেশ করো, তুমি অাদেশ করো; ভাঙনের খেলা খেলবো ।" ভাঙনের অাহ্বান ভালো লেগেছে ।
০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
কলমের কালি শেষ বলেছেন: কবিতাদ্বয়ে দারুণ লাগলো সেলিম ভাই ।
শুভ কামনা রইলো ।
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
রিকি বলেছেন: গড়তে হলে গড়বো সবাই
সহমর্মিতা আর সহাবস্থান
ইতর বিশেষ নেই মানুষে
সেটাই শান্তির সমাধান ।
দ্বৈত কবিতায় অনেক অনেক ভালোলাগা রইল ভাইয়া
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
সুশান্ত হাসান বলেছেন: ভালো লাগলো
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
গেম চেঞ্জার বলেছেন: জোড় কবিতায় ভাললাগা +++++
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একের ভিতর দুই । কবিতা ভাল হয়েছে সেলিম ভাই ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । একের ভিতর পাচও করতে পারি । বাকী তিনটা কেমন হয় পড়ে জানাবেন ।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
পংক্তিগুলোর মানবিক আবেদন অনেক, ভালো।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: গড়তে হলে গড়বে সবাই
সহমর্মিতা আর সহাবস্থান
ইতর বিশেষ নেই মানুষে
সেটাই শান্তির সমাধান । --------
হ্যা, এটাই শান্তির সমাধান।
অনেক অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!!
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা কমেন্টে ও পাঠে । আর ভাল থাকবেন সবসময় ।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
তারছেড়া লিমন বলেছেন: বন্ধু হয়ে এসো
আত্নার প্রশান্তি হয়ে এসে
প্রতীক্ষার কর অবসান । কেউ আসে নারে ভাই.............
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আসে । আসবে না কেন ? না হলে গিয়ে নিয়ে আসবো ।
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
কিরমানী লিটন বলেছেন: পাখি হয়ে এসে কর কলতান
ফুল হয়ে ছড়াও ভালবাসার সুঘ্রাণ ।
বন্ধু হয়ে এসো
আত্নার প্রশান্তি হয়ে এসে
প্রতীক্ষার কর অবসান । -গভীর বোধের আহ্বান-মুগ্ধ ভালোলাগা রেখে গেলাম প্রিয় সেলিম আনোয়ার ভাই,শুভকামনা রইলো ...
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই মুগ্ধপাঠ । দুটো কবিতাই চমৎকার লাগল।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: মাহবুবুল আজাদ ভাই । কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
+।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২০| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
রমিত বলেছেন: চমৎকার লিখেছেন সেলিম ভাই।
০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
হামিদ আহসান বলেছেন: বা..ভাল লাগল
০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ভাঙবেই যদি তবে ভেঙে যাক সব ।
আর যদি মন কাঁদে, তবে কেউ চলে আসুক ........
(আগের মন্তব্যে " জলে" র বদলে " চলে " হবে । তাই অনুগ্রহ করে আগের মন্তব্যটি মুছে দেবেন ।)
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন:
ভাঙবেই যদি তবে ভেঙে যাক সব । বাহ বেশতো । সব ভাঙলে তো সবাই কষ্ট পাবে ।
কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
আলোরিকা বলেছেন: আহবায়ক কবিতাদ্বয়ে ভাল লাগা ভাইয়া ।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: ভাঙা গড়ার এ আহ্বান ভালো লাগলো।
ফেরদৌসা রুহীর কথায় বলছিঃ সবার মানবিক বোধ জাগ্রত হোক!
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ভাঙবে যদি কোন কিছু
মানুষের প্রভেদ ভেঙে দাও
সবাই মিলে একই ছায়াতলে
মনের সুখে গান গাও ।
ভাঙা্ গড়ার কাব্য কথামালা ভাল লাগল। সবার মাঝে মানবিকতাবোধ জাগ্রত হোক।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
জুন বলেছেন: খুব ভালোলাগলো সেলিম আনোয়ার
+
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
সাবলীল মনির বলেছেন: বেশ অাশাবাদী কবিতা, ভাল লাগল ।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
২৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২১
রুদ্র জাহেদ বলেছেন: দারুন কাব্য।ভালো লাগা এবং +++
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
আরণ্যক রাখাল বলেছেন: এসব ভাঙলে তো হয়েই যেত!